নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডারউইনে তিন দলের টুর্নামেন্টে প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ জয় পেয়েছে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। তানজিদ হাসান তামিমের ফিফটি আর আবু হায়দার রনির অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ার স্থানীয় দল এনটি স্ট্রাইককে ১১২ রানের বড় ব্যবধানে হারিয়েছে এইচপি।
টি-টেন স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৫০ রান স্কোরে জমা করে এইচপি। রনি-মুকিদুল ইসলাম মুগ্ধর তোপ ও রাকিবুল হাসান-মাহফুজুর রহমান রাব্বির ঘূর্ণি জাদুতে ৩৮ ওভারে এনটি স্ট্রাইককে ১৩৮ রানে গুঁড়িয়ে দেয় তারা।
লক্ষ্য তাড়ায় নেমে এনটি স্ট্রাইকের অধিনায়ক জ্যাকব ডিকম্যান ছাড়া সেভাবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনিংয়ে নেমে দলের বিপর্যয়ের মধ্যে ডিকম্যান খেলেছেন ৮৭ বলে ৫১ রানের দারুণ এক ইনিংস। এ ছাড়া হ্যামিশ মার্টিনের ব্যাট থেকে আসে ১৭ রান। এইচপির হয়ে রনি, রাব্বি, রাকিবুল ও মুগ্ধ নিয়েছেন ২টি করে উইকেট।
তার আগে টস জিতে এইচপিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় এনটি স্ট্রাইক। যুব বিশ্বকাপজয়ী তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে ওপেনিং জুটিতেই ভালো শুরু পায় এইচপি। ১৯.৪ ওভারে দুই ওপেনারের ব্যাটে স্কোরে ১০০ রান জমা করে তারা।
২০তম ওভারে চার্লি স্মিথের বলে ক্যাচ দিয়ে ইমন আউট হলে ভাঙে জুটি। ৬৪ বলে ৬৭ রান আসে তাঁর ব্যাট থেকে। তারপর কিছুটা খেই হারায় এইচপি। দলীয় ১০০ থেকে ১৩০ রানের ব্যবধানে তারা হারায় ৪ উইকেট। জিসান আলম ১১, অধিনায়ক আফিফ হোসেন ফেরেন ৬ রানে। ৬৪ বলে ৫৩ রান করে আউট হন আরেক ওপেনার তামিম। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা।
দ্রুত কয়েকটি উইকেট হারালে এইচপির রানের গতিও কিছুটা কমে যায়। তবে আকবর আলী (২৬), শামীম হোসেন (২০) ও রনির (৩৮) কার্যকর ইনিংসের কল্যাণে এইচপি ২৫০ রানের লড়াকু সংগ্রহ পায়। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটিং-বোলিংয়ে আলো ছড়ানো রনি ছন্দ ধরে রাখলেন অস্ট্রেলিয়া সফরেও। এনটি স্ট্রাইকের হয়ে মার্টিন ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট।

ডারউইনে তিন দলের টুর্নামেন্টে প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ জয় পেয়েছে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। তানজিদ হাসান তামিমের ফিফটি আর আবু হায়দার রনির অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ার স্থানীয় দল এনটি স্ট্রাইককে ১১২ রানের বড় ব্যবধানে হারিয়েছে এইচপি।
টি-টেন স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৫০ রান স্কোরে জমা করে এইচপি। রনি-মুকিদুল ইসলাম মুগ্ধর তোপ ও রাকিবুল হাসান-মাহফুজুর রহমান রাব্বির ঘূর্ণি জাদুতে ৩৮ ওভারে এনটি স্ট্রাইককে ১৩৮ রানে গুঁড়িয়ে দেয় তারা।
লক্ষ্য তাড়ায় নেমে এনটি স্ট্রাইকের অধিনায়ক জ্যাকব ডিকম্যান ছাড়া সেভাবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনিংয়ে নেমে দলের বিপর্যয়ের মধ্যে ডিকম্যান খেলেছেন ৮৭ বলে ৫১ রানের দারুণ এক ইনিংস। এ ছাড়া হ্যামিশ মার্টিনের ব্যাট থেকে আসে ১৭ রান। এইচপির হয়ে রনি, রাব্বি, রাকিবুল ও মুগ্ধ নিয়েছেন ২টি করে উইকেট।
তার আগে টস জিতে এইচপিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় এনটি স্ট্রাইক। যুব বিশ্বকাপজয়ী তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে ওপেনিং জুটিতেই ভালো শুরু পায় এইচপি। ১৯.৪ ওভারে দুই ওপেনারের ব্যাটে স্কোরে ১০০ রান জমা করে তারা।
২০তম ওভারে চার্লি স্মিথের বলে ক্যাচ দিয়ে ইমন আউট হলে ভাঙে জুটি। ৬৪ বলে ৬৭ রান আসে তাঁর ব্যাট থেকে। তারপর কিছুটা খেই হারায় এইচপি। দলীয় ১০০ থেকে ১৩০ রানের ব্যবধানে তারা হারায় ৪ উইকেট। জিসান আলম ১১, অধিনায়ক আফিফ হোসেন ফেরেন ৬ রানে। ৬৪ বলে ৫৩ রান করে আউট হন আরেক ওপেনার তামিম। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা।
দ্রুত কয়েকটি উইকেট হারালে এইচপির রানের গতিও কিছুটা কমে যায়। তবে আকবর আলী (২৬), শামীম হোসেন (২০) ও রনির (৩৮) কার্যকর ইনিংসের কল্যাণে এইচপি ২৫০ রানের লড়াকু সংগ্রহ পায়। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটিং-বোলিংয়ে আলো ছড়ানো রনি ছন্দ ধরে রাখলেন অস্ট্রেলিয়া সফরেও। এনটি স্ট্রাইকের হয়ে মার্টিন ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১০ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৬ ঘণ্টা আগে