
নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণেই জয় ছিল না আফগানিস্তানের। আজকের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪ ম্যাচের প্রতিটিতে হেরেছিলেন রশিদ খান-মোহাম্মদ নবিরা। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের সেই বৃত্ত ভাঙলেন তাঁরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম জয়টি এতটাই পরাক্রমে জিতেছে আফগানিস্তান, যাকে নিজেদের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া জয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি বলে জানিয়েছেন দলটির অধিনায়ক রশিদ।
এই জয় পাওয়ার ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রশিদ। ফজলহক ফারুকির সমান ৪টি উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৭৫ রানে অলআউট করেছেন তিনি। তাঁদের আগে অবশ্য ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে ১৫৯ রানের সংগ্রহ এনে দেন রহমানউল্লাহ গুরবাজ। এই তিন ত্রয়ীর সৌজন্যে পরে ৮৪ রানের জয় পায় আফগানিস্তান। বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন সুপার এইটের পথ সহজ করেছে তারা।
এমন দুর্দান্ত জয় নিয়ে রশিদ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এটা আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি। দারুণ দলীয় প্রচেষ্টা। শুধু বোলিং নয়, ব্যাটিংটাও দারুণ হয়েছে। আর যেভাবে শুরুটা এনে দিয়েছিলেন গুরবাজ-ইব্রাহিম, কারণ উইকেট মোটেই সহজ ছিল না।’
অন্যদিকে ৫৬ বলে ৮০ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হওয়া গুরবাজ জানিয়েছেন, এই জয়ের জন্য তিন বছর ধরে অপেক্ষা করে আছেন তিনি। ম্যাচে সমান ৫টি করে চার ও ছক্কা হাঁকানো আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘এর চেয়ে বিশেষ কিছু নেই। তিন বছর ধরে এই জয়ের অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত তাদের পরাজিত করেছি আমরা। আস্থা আর বিশ্বাস শুরু থেকেই ছিল। আমাদের বিশ্বাস আছে যে আমরা এই সারফেসে যেকোনো দলকে হারাতে পারি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণেই জয় ছিল না আফগানিস্তানের। আজকের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪ ম্যাচের প্রতিটিতে হেরেছিলেন রশিদ খান-মোহাম্মদ নবিরা। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের সেই বৃত্ত ভাঙলেন তাঁরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম জয়টি এতটাই পরাক্রমে জিতেছে আফগানিস্তান, যাকে নিজেদের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া জয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি বলে জানিয়েছেন দলটির অধিনায়ক রশিদ।
এই জয় পাওয়ার ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রশিদ। ফজলহক ফারুকির সমান ৪টি উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৭৫ রানে অলআউট করেছেন তিনি। তাঁদের আগে অবশ্য ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে ১৫৯ রানের সংগ্রহ এনে দেন রহমানউল্লাহ গুরবাজ। এই তিন ত্রয়ীর সৌজন্যে পরে ৮৪ রানের জয় পায় আফগানিস্তান। বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন সুপার এইটের পথ সহজ করেছে তারা।
এমন দুর্দান্ত জয় নিয়ে রশিদ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এটা আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি। দারুণ দলীয় প্রচেষ্টা। শুধু বোলিং নয়, ব্যাটিংটাও দারুণ হয়েছে। আর যেভাবে শুরুটা এনে দিয়েছিলেন গুরবাজ-ইব্রাহিম, কারণ উইকেট মোটেই সহজ ছিল না।’
অন্যদিকে ৫৬ বলে ৮০ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হওয়া গুরবাজ জানিয়েছেন, এই জয়ের জন্য তিন বছর ধরে অপেক্ষা করে আছেন তিনি। ম্যাচে সমান ৫টি করে চার ও ছক্কা হাঁকানো আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘এর চেয়ে বিশেষ কিছু নেই। তিন বছর ধরে এই জয়ের অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত তাদের পরাজিত করেছি আমরা। আস্থা আর বিশ্বাস শুরু থেকেই ছিল। আমাদের বিশ্বাস আছে যে আমরা এই সারফেসে যেকোনো দলকে হারাতে পারি।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৩ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৪ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৪ ঘণ্টা আগে