ক্রীড়া ডেস্ক

ভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রায়না।
এজবাস্টনের বার্মিংহামে গত রাতে ডব্লিউসিএলের ফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস। শিরোপা নির্ধারণী ম্যাচে ১৯৬ রানের লক্ষ্য পাহাড়সম হলেও ডি ভিলিয়ার্সের তাণ্ডবে সেটা মামুলিই হয়ে গেল। ৬০ বলে ১২ চার ও ৭ ছক্কায় ১২০ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন প্রোটিয়া এই ক্রিকেটার। ১৯ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে ২০২৫ ডব্লিউসিএলের চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস। ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার উঠেছে তাঁর হাতেই।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরির প্রশংসা করেছেন রায়না। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে রায়না গত রাতে লিখেছেন, ‘ডি ভিলিয়ার্স ফাইনালে অসাধারণ ব্যাটিং করেছে। যদি আমরা খেলতাম, তাহলে তাদের আমরা ধসিয়ে দিতে পারতাম। তবে আমরা দেশকে সব কিছুর উর্ধ্বে স্থান দিয়েছি।’ পাকিস্তানের বিপক্ষে এবারের ডব্লিউসিএলে দুটি ম্যাচ খেলার কথা থাকলেও কোনোটিতেই খেলেনি ভারত। যেখানে ২০ জুলাই এজবাস্টনে হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ। কিন্তু ম্যাচের আগের দিন ধাওয়ান সতীর্থদের মেইল করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়। সরাসরি না বললেও ধাওয়ানের কথাতে তখন বোঝা গিয়েছিল, এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহতের ঘটনা প্রভাব ফেলেছে ভারতীয় ক্রিকেটারদের ওপর।
রাজনৈতিক বৈরিতার রেশটা ভারত টেনে আনে নকআউট পর্বের ম্যাচেও (সেমিফাইনাল)। পাকিস্তানের বিপক্ষে ভারতের দুটি ম্যাচ বয়কট করতে সমর্থন ছিল ডব্লিউসিএলের আয়োজক ইজ মাই ট্রিপের। রায়না গত রাতের পোস্টে ইজ মাই ট্রিপের প্রধান নির্বাহী নিশান্ত পিত্তিকে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল নিয়ে রায়না লিখেছেন,‘ইজ মাই ট্রিপ ও নিশান্ত পিত্তির ওপর পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তাদের (পাকিস্তান) সঙ্গে যে আমরা কোনো ম্যাচ খেলব না, সে ব্যাপারে তারা (ইজ মাই ট্রিপ) পূর্ণ সমর্থন দিয়েছে। আসল চরিত্র তো একেই বলে।’
টস জিতে গত রাতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ। শারজিল খানের দুর্দান্ত ফিফটিতে (৪৪ বলে ৭৬) নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান করেছে দলটি। দক্ষিণ আফ্রিকার ওয়েন পারনেল, হার্ডাস ভিলজোয়েন নিয়েছেন দুটি করে উইকেট। অপর উইকেট নিয়েছেন ডুয়ান অলিভিয়ার। জয়ের লক্ষ্যে নামা দক্ষিণ আফ্রিকা ১৬.৫ ওভারে ১ উইকেটে করে ১৯৭ রান। ডি ভিলিয়ার্সের সেঞ্চুরির (১২০*) পাশাপাশি ফিফটি করেছেন জিন পল ডুমিনি। ২৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫০ রান করে অপরাজিত থাকেন ডুমিনি। পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল নিয়েছেন হাশিম আমলার (১৪) উইকেট।
ডি ভিলিয়ার্স পুরো ডব্লিউসিএল জুড়েই রানের বন্যা বইয়ে দিয়েছেন। ১৪৩ গড় ও ২২০ স্ট্রাইকরেটে ৪২৯ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। তিন সেঞ্চুরি ও এক ফিফটি করেছেন। ম্যান অব দ্য টুর্নামেন্টেরও পুরস্কার পেয়েছেন প্রোটিয়া এই মারকুটে ব্যাটার।

ভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রায়না।
এজবাস্টনের বার্মিংহামে গত রাতে ডব্লিউসিএলের ফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস। শিরোপা নির্ধারণী ম্যাচে ১৯৬ রানের লক্ষ্য পাহাড়সম হলেও ডি ভিলিয়ার্সের তাণ্ডবে সেটা মামুলিই হয়ে গেল। ৬০ বলে ১২ চার ও ৭ ছক্কায় ১২০ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন প্রোটিয়া এই ক্রিকেটার। ১৯ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে ২০২৫ ডব্লিউসিএলের চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস। ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার উঠেছে তাঁর হাতেই।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরির প্রশংসা করেছেন রায়না। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে রায়না গত রাতে লিখেছেন, ‘ডি ভিলিয়ার্স ফাইনালে অসাধারণ ব্যাটিং করেছে। যদি আমরা খেলতাম, তাহলে তাদের আমরা ধসিয়ে দিতে পারতাম। তবে আমরা দেশকে সব কিছুর উর্ধ্বে স্থান দিয়েছি।’ পাকিস্তানের বিপক্ষে এবারের ডব্লিউসিএলে দুটি ম্যাচ খেলার কথা থাকলেও কোনোটিতেই খেলেনি ভারত। যেখানে ২০ জুলাই এজবাস্টনে হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ। কিন্তু ম্যাচের আগের দিন ধাওয়ান সতীর্থদের মেইল করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়। সরাসরি না বললেও ধাওয়ানের কথাতে তখন বোঝা গিয়েছিল, এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহতের ঘটনা প্রভাব ফেলেছে ভারতীয় ক্রিকেটারদের ওপর।
রাজনৈতিক বৈরিতার রেশটা ভারত টেনে আনে নকআউট পর্বের ম্যাচেও (সেমিফাইনাল)। পাকিস্তানের বিপক্ষে ভারতের দুটি ম্যাচ বয়কট করতে সমর্থন ছিল ডব্লিউসিএলের আয়োজক ইজ মাই ট্রিপের। রায়না গত রাতের পোস্টে ইজ মাই ট্রিপের প্রধান নির্বাহী নিশান্ত পিত্তিকে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল নিয়ে রায়না লিখেছেন,‘ইজ মাই ট্রিপ ও নিশান্ত পিত্তির ওপর পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তাদের (পাকিস্তান) সঙ্গে যে আমরা কোনো ম্যাচ খেলব না, সে ব্যাপারে তারা (ইজ মাই ট্রিপ) পূর্ণ সমর্থন দিয়েছে। আসল চরিত্র তো একেই বলে।’
টস জিতে গত রাতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ। শারজিল খানের দুর্দান্ত ফিফটিতে (৪৪ বলে ৭৬) নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান করেছে দলটি। দক্ষিণ আফ্রিকার ওয়েন পারনেল, হার্ডাস ভিলজোয়েন নিয়েছেন দুটি করে উইকেট। অপর উইকেট নিয়েছেন ডুয়ান অলিভিয়ার। জয়ের লক্ষ্যে নামা দক্ষিণ আফ্রিকা ১৬.৫ ওভারে ১ উইকেটে করে ১৯৭ রান। ডি ভিলিয়ার্সের সেঞ্চুরির (১২০*) পাশাপাশি ফিফটি করেছেন জিন পল ডুমিনি। ২৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫০ রান করে অপরাজিত থাকেন ডুমিনি। পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল নিয়েছেন হাশিম আমলার (১৪) উইকেট।
ডি ভিলিয়ার্স পুরো ডব্লিউসিএল জুড়েই রানের বন্যা বইয়ে দিয়েছেন। ১৪৩ গড় ও ২২০ স্ট্রাইকরেটে ৪২৯ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। তিন সেঞ্চুরি ও এক ফিফটি করেছেন। ম্যান অব দ্য টুর্নামেন্টেরও পুরস্কার পেয়েছেন প্রোটিয়া এই মারকুটে ব্যাটার।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
১ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
২ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৩ ঘণ্টা আগে