
সাকিব আল হাসানের শেষ টেস্ট নিয়ে আলাপ-আলোচনা তো কম হচ্ছে না। কারণ বাংলাদেশের মাঠে তাঁর শেষ টেস্ট খেলার কথা থাকলেও সেটা নিয়ে অনেক সংশয় রয়েছে। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার চাওয়া, সাকিব যেন দেশের মাঠেই টেস্টকে বিদায় জানাতে পারেন।
কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। তখন তিনি মিরপুরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে যদিও অনেক দূরের পথ বলে মনে হচ্ছে। এরই মধ্যে শারজায় গতকাল বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ। মেয়েদের বিশ্বকাপ শুরুর দিনই সাকিবকে নিয়ে ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, ‘তিনি (সাকিব) এমন এক ক্রিকেটার, যিনি দেশের জন্য অনেক করেছেন।বাংলাদেশে ক্যারিয়ারের শেষ টেস্ট যেহেতু খেলতে চান, আমি চাই সেই সুযোগ যেন তিনি পান।’
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব চেয়েছিলেন, দেশে তাঁর পর্যাপ্ত নিরাপত্তা প্রয়োজন। সেকারণে সাকিবের কানপুরেই টেস্ট ক্যারিয়ার শেষ বলে অনেকে হয়তো ভেবেও নিয়েছেন। কারণ তাঁর দেশে ফেরার সঙ্গে নিরাপত্তার বিষয়টিও জড়িত। সংসদ সদস্য হওয়ায় সরকার পতনের পর হত্যা মামলা হয় তাঁর বিরুদ্ধে। এমনকি সাকিবের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকায় ৫০ লাখ টাকা জরিমানাও হয়েছে।
সাকিবের নিরাপত্তা চাওয়ার প্রেক্ষিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, নিরাপত্তার দায়িত্ব বোর্ড নেবে না। আসিফ মাহমুদও কদিন আগে বুঝিয়ে দিয়েছিলেন, সাকিবের নিরাপত্তা চাওয়া ‘অবান্তর’। শারজায় গতকাল যখন আবার সাকিবের নিরাপত্তার প্রসঙ্গ এল, তখন ক্রীড়া উপদেষ্টা বলেন,
‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন। সেটার ব্যাপারে কিছু বলতে পারি না। কারণ জিনিসটা আইন মন্ত্রণালয়ের।’
গ্রিন পার্কে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে মঙ্গলবার। সেই টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই দলের ক্রিকেটাররা যখন গিয়েছিলেন, সেখানে সাকিবকে জড়িয়ে ধরেছিলেন কোহলি। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুন–

সাকিব আল হাসানের শেষ টেস্ট নিয়ে আলাপ-আলোচনা তো কম হচ্ছে না। কারণ বাংলাদেশের মাঠে তাঁর শেষ টেস্ট খেলার কথা থাকলেও সেটা নিয়ে অনেক সংশয় রয়েছে। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার চাওয়া, সাকিব যেন দেশের মাঠেই টেস্টকে বিদায় জানাতে পারেন।
কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। তখন তিনি মিরপুরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে যদিও অনেক দূরের পথ বলে মনে হচ্ছে। এরই মধ্যে শারজায় গতকাল বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ। মেয়েদের বিশ্বকাপ শুরুর দিনই সাকিবকে নিয়ে ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, ‘তিনি (সাকিব) এমন এক ক্রিকেটার, যিনি দেশের জন্য অনেক করেছেন।বাংলাদেশে ক্যারিয়ারের শেষ টেস্ট যেহেতু খেলতে চান, আমি চাই সেই সুযোগ যেন তিনি পান।’
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব চেয়েছিলেন, দেশে তাঁর পর্যাপ্ত নিরাপত্তা প্রয়োজন। সেকারণে সাকিবের কানপুরেই টেস্ট ক্যারিয়ার শেষ বলে অনেকে হয়তো ভেবেও নিয়েছেন। কারণ তাঁর দেশে ফেরার সঙ্গে নিরাপত্তার বিষয়টিও জড়িত। সংসদ সদস্য হওয়ায় সরকার পতনের পর হত্যা মামলা হয় তাঁর বিরুদ্ধে। এমনকি সাকিবের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকায় ৫০ লাখ টাকা জরিমানাও হয়েছে।
সাকিবের নিরাপত্তা চাওয়ার প্রেক্ষিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, নিরাপত্তার দায়িত্ব বোর্ড নেবে না। আসিফ মাহমুদও কদিন আগে বুঝিয়ে দিয়েছিলেন, সাকিবের নিরাপত্তা চাওয়া ‘অবান্তর’। শারজায় গতকাল যখন আবার সাকিবের নিরাপত্তার প্রসঙ্গ এল, তখন ক্রীড়া উপদেষ্টা বলেন,
‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন। সেটার ব্যাপারে কিছু বলতে পারি না। কারণ জিনিসটা আইন মন্ত্রণালয়ের।’
গ্রিন পার্কে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে মঙ্গলবার। সেই টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই দলের ক্রিকেটাররা যখন গিয়েছিলেন, সেখানে সাকিবকে জড়িয়ে ধরেছিলেন কোহলি। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুন–

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৪ ঘণ্টা আগে