ক্রীড়া ডেস্ক

টেস্ট ম্যাচ যে ক্ষণে ক্ষণে রং বদলায়, গলে আজ শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট আবারও বুঝিয়ে দিচ্ছে। লঙ্কানরা প্রথমে দাপট দেখালেও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তর জোড়া ফিফটিতে বাংলাদেশ পাল্টা জবাব দিচ্ছে লঙ্কানদের।
বাংলাদেশ-শ্রীলঙ্কা গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে নতুন চক্র শুরু করতে গিয়ে প্রথম সেশনে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রথম দিনের প্রথম সেশনের খেলা সফরকারীরা শেষ করে ৩ উইকেটে ৯০ রানে। তবে দ্বিতীয় সেশনটা লঙ্কানদের কেটেছে বল কুড়োতে কুড়োতে। ৫৮ ওভারে ৩ উইকেটে ১৮২ রান করে চা পানের বিরতিতে এখন বাংলাদেশ।
টস জিতে আজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে সফরকারীদের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪৫ রান। যেখানে তিন নম্বরে নামা মুমিনুল হক ২১ রানে জীবন পেয়ে আউট হয়েছেন ২৯ রানে। এনামুল হক বিজয় ডাক মেরেছেন। খেলেছেন ১০ বল। আরেক ওপেনার সাদমান ইসলাম ৫৩ বলে করেছেন ১৪ রান।
সাদমান-মুমিনুলকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন তারিন্দু। তবে পাঁচ নম্বরে নামা মুশফিক সেটা প্রতিহত করেন। শান্তর সঙ্গে মিলে বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেন মুশফিক। পুরোদস্তুর টেস্ট মেজাজেই তাঁরা ব্যাটিং করছেন। বেশির ভাগ ক্ষেত্রেই ডট দিচ্ছেন শান্ত-মুশফিক। বাজে বল পেলে সেগুলোকে বাউন্ডারিতে পরিণত করছেন। মুশফিক তাঁর ২৮তম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন ৮৪ বলে। আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরের আগস্টের পর এই প্রথম পঞ্চাশ পেরোনো স্কোর করলেন মুশফিক।
মুশফিকের ফিফটির ঠিক আগের বলেই আজ ফিফটি তুলে নিয়েছেন শান্ত। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পেতে শান্তর লেগেছে ১০৬ বল। চতুর্থ উইকেটে মুশফিক-শান্ত এরই মধ্যে ১৩৭ রানের জুটি গড়ে ফেলেন। ১৪৩ বলে ৭০ রান করেছেন শান্ত। ৭ চার ও ১ ছক্কা মেরেছেন। আর মুশফিক ৬৬ রান করেছেন ১১১ বলে। থিতু হয়ে যাওয়া মুশফিক-শান্ত নিশ্চয়ই চাইবেন নিজেদের সেঞ্চুরি তুলে নিয়ে ইনিংস বড় করতে।

টেস্ট ম্যাচ যে ক্ষণে ক্ষণে রং বদলায়, গলে আজ শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট আবারও বুঝিয়ে দিচ্ছে। লঙ্কানরা প্রথমে দাপট দেখালেও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তর জোড়া ফিফটিতে বাংলাদেশ পাল্টা জবাব দিচ্ছে লঙ্কানদের।
বাংলাদেশ-শ্রীলঙ্কা গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে নতুন চক্র শুরু করতে গিয়ে প্রথম সেশনে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রথম দিনের প্রথম সেশনের খেলা সফরকারীরা শেষ করে ৩ উইকেটে ৯০ রানে। তবে দ্বিতীয় সেশনটা লঙ্কানদের কেটেছে বল কুড়োতে কুড়োতে। ৫৮ ওভারে ৩ উইকেটে ১৮২ রান করে চা পানের বিরতিতে এখন বাংলাদেশ।
টস জিতে আজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে সফরকারীদের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪৫ রান। যেখানে তিন নম্বরে নামা মুমিনুল হক ২১ রানে জীবন পেয়ে আউট হয়েছেন ২৯ রানে। এনামুল হক বিজয় ডাক মেরেছেন। খেলেছেন ১০ বল। আরেক ওপেনার সাদমান ইসলাম ৫৩ বলে করেছেন ১৪ রান।
সাদমান-মুমিনুলকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন তারিন্দু। তবে পাঁচ নম্বরে নামা মুশফিক সেটা প্রতিহত করেন। শান্তর সঙ্গে মিলে বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেন মুশফিক। পুরোদস্তুর টেস্ট মেজাজেই তাঁরা ব্যাটিং করছেন। বেশির ভাগ ক্ষেত্রেই ডট দিচ্ছেন শান্ত-মুশফিক। বাজে বল পেলে সেগুলোকে বাউন্ডারিতে পরিণত করছেন। মুশফিক তাঁর ২৮তম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন ৮৪ বলে। আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরের আগস্টের পর এই প্রথম পঞ্চাশ পেরোনো স্কোর করলেন মুশফিক।
মুশফিকের ফিফটির ঠিক আগের বলেই আজ ফিফটি তুলে নিয়েছেন শান্ত। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পেতে শান্তর লেগেছে ১০৬ বল। চতুর্থ উইকেটে মুশফিক-শান্ত এরই মধ্যে ১৩৭ রানের জুটি গড়ে ফেলেন। ১৪৩ বলে ৭০ রান করেছেন শান্ত। ৭ চার ও ১ ছক্কা মেরেছেন। আর মুশফিক ৬৬ রান করেছেন ১১১ বলে। থিতু হয়ে যাওয়া মুশফিক-শান্ত নিশ্চয়ই চাইবেন নিজেদের সেঞ্চুরি তুলে নিয়ে ইনিংস বড় করতে।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১০ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১১ ঘণ্টা আগে