
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের। প্রথম দুই ম্যাচেই ম্যাচের ফল এসেছে ইনিংসের শেষ বলে। সেখানে আজ কলম্বোর প্রেমাদাসায় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে যেন ম্যাচের ফল অনেকটাই বোঝা গেছে শুরুতেই। ৮২ রানে অলআউট জিম্বাবুয়েকে ৯ উইকেটে বিধ্বস্ত করে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।
৮৩ রানের লক্ষ্যে রয়েসয়ে শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯ রান করে লঙ্কানরা। তৃতীয় ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে স্বাগতিকেরা। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান করে লঙ্কানরা। তৃতীয় থেকে ষষ্ঠ—এই চার ওভারে শ্রীলঙ্কা যে ৪১ রান নিয়েছে, সেখানে ৬ চার ও ১ ছক্কায় ৩০ রান এসেছে বাউন্ডারি থেকে।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই ম্যাচ অনেকটা নিজের দখলে নেয় শ্রীলঙ্কা। ৪৬ বলে ৬৪ রান যোগ করেন দুই ওপেনার মেন্ডিস ও নিশাঙ্কা। অষ্টম ওভারের চতুর্থ বলে শন উইলিয়ামসের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান মেন্ডিস। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন মেন্ডিস। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন ধনঞ্জয় ডি সিলভা। ডি সিলভাকে নিয়ে বাকি পথটুকু নিরাপদে পাড়ি দেন নিশাঙ্কা। দ্বিতীয় উইকেটে ১৯ বলে ২৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ডি সিলভা ও নিশাঙ্কা। ১১ তম ওভারের পঞ্চম বলে সিকান্দার রাজাকর ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন নিশাঙ্কা। ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কানরা।
ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভার বোলিংয়ে ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর ঘূর্ণিতে হাসফাস করতে থাকা জিম্বাবুয়ে ১১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১০০ এর আগেই গুটিয়ে যায়।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং পায় জিম্বাবুয়ে। প্রথম ২ ওভারে ১ উইকেটে ২৮ রান করে সফরকারীরা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সঙ্গে সঙ্গে রানরেটও কমতে থাকে জিম্বাবুইয়ানদের। ১৪.১ ওভারে ৮২ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ইনিংস। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সিরিজসেরা হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ব্যাটিং-বোলিংয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১১২ রান করেছেন। বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট।

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের। প্রথম দুই ম্যাচেই ম্যাচের ফল এসেছে ইনিংসের শেষ বলে। সেখানে আজ কলম্বোর প্রেমাদাসায় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে যেন ম্যাচের ফল অনেকটাই বোঝা গেছে শুরুতেই। ৮২ রানে অলআউট জিম্বাবুয়েকে ৯ উইকেটে বিধ্বস্ত করে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।
৮৩ রানের লক্ষ্যে রয়েসয়ে শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯ রান করে লঙ্কানরা। তৃতীয় ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে স্বাগতিকেরা। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান করে লঙ্কানরা। তৃতীয় থেকে ষষ্ঠ—এই চার ওভারে শ্রীলঙ্কা যে ৪১ রান নিয়েছে, সেখানে ৬ চার ও ১ ছক্কায় ৩০ রান এসেছে বাউন্ডারি থেকে।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই ম্যাচ অনেকটা নিজের দখলে নেয় শ্রীলঙ্কা। ৪৬ বলে ৬৪ রান যোগ করেন দুই ওপেনার মেন্ডিস ও নিশাঙ্কা। অষ্টম ওভারের চতুর্থ বলে শন উইলিয়ামসের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান মেন্ডিস। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন মেন্ডিস। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন ধনঞ্জয় ডি সিলভা। ডি সিলভাকে নিয়ে বাকি পথটুকু নিরাপদে পাড়ি দেন নিশাঙ্কা। দ্বিতীয় উইকেটে ১৯ বলে ২৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ডি সিলভা ও নিশাঙ্কা। ১১ তম ওভারের পঞ্চম বলে সিকান্দার রাজাকর ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন নিশাঙ্কা। ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কানরা।
ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভার বোলিংয়ে ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর ঘূর্ণিতে হাসফাস করতে থাকা জিম্বাবুয়ে ১১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১০০ এর আগেই গুটিয়ে যায়।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং পায় জিম্বাবুয়ে। প্রথম ২ ওভারে ১ উইকেটে ২৮ রান করে সফরকারীরা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সঙ্গে সঙ্গে রানরেটও কমতে থাকে জিম্বাবুইয়ানদের। ১৪.১ ওভারে ৮২ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ইনিংস। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সিরিজসেরা হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ব্যাটিং-বোলিংয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১১২ রান করেছেন। বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট।

বর্নাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপ সেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিশরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সে অপেক্ষায় পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে ওঠেছে সালাহর মিশর।
১৮ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
১ ঘণ্টা আগে
নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপে খেলতে না চাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ মুহূর্তে বেশ চাপে আছে। সবচেয়ে বেশি চাপে আছেন সম্ভবত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) কি স্বস্তিতে আছে? উত্তরটা যে হ্যাঁ-সূচক নয়, সেটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরই বলে দিচ্ছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
১৪ ঘণ্টা আগে