
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের। প্রথম দুই ম্যাচেই ম্যাচের ফল এসেছে ইনিংসের শেষ বলে। সেখানে আজ কলম্বোর প্রেমাদাসায় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে যেন ম্যাচের ফল অনেকটাই বোঝা গেছে শুরুতেই। ৮২ রানে অলআউট জিম্বাবুয়েকে ৯ উইকেটে বিধ্বস্ত করে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।
৮৩ রানের লক্ষ্যে রয়েসয়ে শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯ রান করে লঙ্কানরা। তৃতীয় ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে স্বাগতিকেরা। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান করে লঙ্কানরা। তৃতীয় থেকে ষষ্ঠ—এই চার ওভারে শ্রীলঙ্কা যে ৪১ রান নিয়েছে, সেখানে ৬ চার ও ১ ছক্কায় ৩০ রান এসেছে বাউন্ডারি থেকে।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই ম্যাচ অনেকটা নিজের দখলে নেয় শ্রীলঙ্কা। ৪৬ বলে ৬৪ রান যোগ করেন দুই ওপেনার মেন্ডিস ও নিশাঙ্কা। অষ্টম ওভারের চতুর্থ বলে শন উইলিয়ামসের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান মেন্ডিস। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন মেন্ডিস। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন ধনঞ্জয় ডি সিলভা। ডি সিলভাকে নিয়ে বাকি পথটুকু নিরাপদে পাড়ি দেন নিশাঙ্কা। দ্বিতীয় উইকেটে ১৯ বলে ২৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ডি সিলভা ও নিশাঙ্কা। ১১ তম ওভারের পঞ্চম বলে সিকান্দার রাজাকর ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন নিশাঙ্কা। ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কানরা।
ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভার বোলিংয়ে ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর ঘূর্ণিতে হাসফাস করতে থাকা জিম্বাবুয়ে ১১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১০০ এর আগেই গুটিয়ে যায়।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং পায় জিম্বাবুয়ে। প্রথম ২ ওভারে ১ উইকেটে ২৮ রান করে সফরকারীরা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সঙ্গে সঙ্গে রানরেটও কমতে থাকে জিম্বাবুইয়ানদের। ১৪.১ ওভারে ৮২ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ইনিংস। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সিরিজসেরা হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ব্যাটিং-বোলিংয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১১২ রান করেছেন। বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট।

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের। প্রথম দুই ম্যাচেই ম্যাচের ফল এসেছে ইনিংসের শেষ বলে। সেখানে আজ কলম্বোর প্রেমাদাসায় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে যেন ম্যাচের ফল অনেকটাই বোঝা গেছে শুরুতেই। ৮২ রানে অলআউট জিম্বাবুয়েকে ৯ উইকেটে বিধ্বস্ত করে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।
৮৩ রানের লক্ষ্যে রয়েসয়ে শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯ রান করে লঙ্কানরা। তৃতীয় ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে স্বাগতিকেরা। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান করে লঙ্কানরা। তৃতীয় থেকে ষষ্ঠ—এই চার ওভারে শ্রীলঙ্কা যে ৪১ রান নিয়েছে, সেখানে ৬ চার ও ১ ছক্কায় ৩০ রান এসেছে বাউন্ডারি থেকে।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই ম্যাচ অনেকটা নিজের দখলে নেয় শ্রীলঙ্কা। ৪৬ বলে ৬৪ রান যোগ করেন দুই ওপেনার মেন্ডিস ও নিশাঙ্কা। অষ্টম ওভারের চতুর্থ বলে শন উইলিয়ামসের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান মেন্ডিস। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন মেন্ডিস। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন ধনঞ্জয় ডি সিলভা। ডি সিলভাকে নিয়ে বাকি পথটুকু নিরাপদে পাড়ি দেন নিশাঙ্কা। দ্বিতীয় উইকেটে ১৯ বলে ২৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ডি সিলভা ও নিশাঙ্কা। ১১ তম ওভারের পঞ্চম বলে সিকান্দার রাজাকর ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন নিশাঙ্কা। ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কানরা।
ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভার বোলিংয়ে ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর ঘূর্ণিতে হাসফাস করতে থাকা জিম্বাবুয়ে ১১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১০০ এর আগেই গুটিয়ে যায়।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং পায় জিম্বাবুয়ে। প্রথম ২ ওভারে ১ উইকেটে ২৮ রান করে সফরকারীরা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সঙ্গে সঙ্গে রানরেটও কমতে থাকে জিম্বাবুইয়ানদের। ১৪.১ ওভারে ৮২ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ইনিংস। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সিরিজসেরা হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ব্যাটিং-বোলিংয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১১২ রান করেছেন। বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট।

২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
১৯ মিনিট আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
২৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২ ঘণ্টা আগে