নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বোলিংয়ের পর ব্যাটিংটাও বাংলাদেশের হচ্ছে দুর্দান্ত। নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে।
সিরিজের দ্বিতীয় টেস্টে আজ দ্বিতীয় দিনে শুরুর বলেই জিম্বাবুয়ে অলআউট হয়ে যায়। ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন তাইজুল ইসলাম। ২৭.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। ২২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৬৭ ওভারে ৩ উইকেটে ২৪৩ রান করেছে। স্বাগতিকদের লিড ১৬ রানের।
২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রানে আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করে বাংলাদেশ। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরুর অল্প কিছুক্ষণ পরই উইকেট হারায় স্বাগতিকেরা। ৩২তম ওভারের তৃতীয় বলে বিজয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্লেসিং মুজারাবানি। তিন বছর পর টেস্ট খেলতে নেমে বিজয় করেছেন ৩৯ রান। ৮০ বলের ইনিংসে মেরেছেন ৪ চার।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে ১৩৫ বলে ৭৬ রানের জুটি গড়তে অবদান রাখেন সাদমান-মুমিনুল। এই জুটি গড়ার পথে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। ৫৪তম ওভারের শেষ বলে মুমিনুলকে (৩৩) ফিরিয়ে জুটি ভাঙেন ওয়েলিংটন মাসাকাদজা। ঠিক তার পরের বলে সাদমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্রায়ান বেনেট। ১৮১ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১২০ রান করেন সাদমান।
মুমিনুল-সাদমানকে দ্রুত হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫৪.১ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান। দ্রুত ২ উইকেট হারানোর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জুটি গড়ার দায়িত্ব নেন। এরই মধ্যে শান্ত ও মুশফিক গড়েছেন ৪৯ রানের জুটি। শান্ত করেছেন ১৫ রান ও মুশফিক ২৯ রানে ব্যাটিং করছেন।
আরও পড়ুন:

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বোলিংয়ের পর ব্যাটিংটাও বাংলাদেশের হচ্ছে দুর্দান্ত। নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে।
সিরিজের দ্বিতীয় টেস্টে আজ দ্বিতীয় দিনে শুরুর বলেই জিম্বাবুয়ে অলআউট হয়ে যায়। ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন তাইজুল ইসলাম। ২৭.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। ২২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৬৭ ওভারে ৩ উইকেটে ২৪৩ রান করেছে। স্বাগতিকদের লিড ১৬ রানের।
২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রানে আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করে বাংলাদেশ। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরুর অল্প কিছুক্ষণ পরই উইকেট হারায় স্বাগতিকেরা। ৩২তম ওভারের তৃতীয় বলে বিজয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্লেসিং মুজারাবানি। তিন বছর পর টেস্ট খেলতে নেমে বিজয় করেছেন ৩৯ রান। ৮০ বলের ইনিংসে মেরেছেন ৪ চার।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে ১৩৫ বলে ৭৬ রানের জুটি গড়তে অবদান রাখেন সাদমান-মুমিনুল। এই জুটি গড়ার পথে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। ৫৪তম ওভারের শেষ বলে মুমিনুলকে (৩৩) ফিরিয়ে জুটি ভাঙেন ওয়েলিংটন মাসাকাদজা। ঠিক তার পরের বলে সাদমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্রায়ান বেনেট। ১৮১ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১২০ রান করেন সাদমান।
মুমিনুল-সাদমানকে দ্রুত হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫৪.১ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান। দ্রুত ২ উইকেট হারানোর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জুটি গড়ার দায়িত্ব নেন। এরই মধ্যে শান্ত ও মুশফিক গড়েছেন ৪৯ রানের জুটি। শান্ত করেছেন ১৫ রান ও মুশফিক ২৯ রানে ব্যাটিং করছেন।
আরও পড়ুন:

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে