ক্রীড়া ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছে যুবারা। ২২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ১১৬ রান পর্যন্ত পৌঁছে গিয়েছিল আফগান যুবারা। জয়ের আশা জাগিয়েও ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধাদের তোপ দাগানো বোলিংয়ে খেই হারায় তারা। ৪৭.৫ ওভারে গুটিয়ে যায় ১৮৩ রানে।
টস জিতে বাংলাদেশ যুবাদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক মাহবুব খান। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২২৮ রান তোলে যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ইনিংসের প্রথম ওভারে ব্যাটিংয়ে নেমে তামিম আউট হন ৪৭ তম ওভারে। মাঝের এই সময়ে খেলেছেন ১০৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসটি।
টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় ৩ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে জাওয়াদ আবরারকে ফেরান আফগান বোলার আবদুল আজিজ। রানের খাতা খুলতে পারেননি আবরার। এরপরই ব্যাটিং করতে নামেন তামিম। ওপেনার কালাম সিদ্দিকীর সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ১৪২ রানের জুটি। ৩৬ তম ওভারের তৃতীয় বলে কালামের উইকেট নিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ গজনফার। ১১০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬৬ রান করেন কালাম।
দ্বিতীয় উইকেটের জুটি ভাঙার পরই ভাঙন ধরা শুরু করে বাংলাদেশের ইনিংসে। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে খেলতে থাকেন তামিম। বাংলাদেশ অধিনায়ক ১৩২ বলে তুলে নেন সেঞ্চুরি। ৪৭ তম ওভারের চতুর্থ বলে নুরিস্তানি ওমরজাইকে ছক্কা মেরে তিন অঙ্ক ছোঁন তামিম। সেঞ্চুরির পরের বলেই ড্রেসিংরুমের পথ ধরেন। ১৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় করেছেন ১০৩ রান।
শেষ ২০ বলে ২৪ রান তুলতে বাংলাদেশ হারায় ৩ উইকেট। আফগানিস্তানের আজিজ, নুরিস্তানি, খাতির স্তানিকজাই ২টি করে উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন গজনফার ও নাসির খান মারুফখিল।
২২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে সাবধানী শুরু করে আফগানিস্তান। তবে ৯ম ওভারেই হারায় প্রথম উইকেট। উজাইরুল্লাহ নিয়াজিকে ৮ রানে ফিরিয়ে মাহবুবের সঙ্গে ২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মৃধা। দ্বিতীয় উইকেটে ফয়সাল খানকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামলানোর চেষ্টা করেন মাহবুব। কিন্তু ১৭ তম ওভারে মাহবুবকে ঘূর্ণি জাদুতে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন রাফিউজ্জামান রাফি। ভাঙে ৪৫ রানের জুটি।
তৃতীয় উইকেটে মারুফখিলকে নিয়ে আফগানিস্তানের জয়ের আশা জাগিয়ে তোলেন ফয়সাল। দুজনে গড়েন ৫০ রানের দারুণ একটি জুটিও। ৩০ম ওভারে আল ফাহাদের বলে ফিরলে ভাঙে জুটি। ৫৮ বলে ৫৮ রান করেন ফয়সাল। তারপর ৩৪ রানে ইমনের শিকার হন মারুফখিল (৩৪)। এরপর বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি। বাংলাদেশের ফাহাদ ও ইমন ৩টি করে এবং ২টি উইকেট নিয়েছেন মৃধা।
বাংলাদেশের ‘বি’ গ্রুপের দিনের আরেক ম্যাচে নেপালকে ৫৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৩৩ রান তোলে লঙ্কানরা। জবাবে ৪৬.২ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে যায় নেপাল।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছে যুবারা। ২২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ১১৬ রান পর্যন্ত পৌঁছে গিয়েছিল আফগান যুবারা। জয়ের আশা জাগিয়েও ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধাদের তোপ দাগানো বোলিংয়ে খেই হারায় তারা। ৪৭.৫ ওভারে গুটিয়ে যায় ১৮৩ রানে।
টস জিতে বাংলাদেশ যুবাদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক মাহবুব খান। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২২৮ রান তোলে যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ইনিংসের প্রথম ওভারে ব্যাটিংয়ে নেমে তামিম আউট হন ৪৭ তম ওভারে। মাঝের এই সময়ে খেলেছেন ১০৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসটি।
টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় ৩ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে জাওয়াদ আবরারকে ফেরান আফগান বোলার আবদুল আজিজ। রানের খাতা খুলতে পারেননি আবরার। এরপরই ব্যাটিং করতে নামেন তামিম। ওপেনার কালাম সিদ্দিকীর সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ১৪২ রানের জুটি। ৩৬ তম ওভারের তৃতীয় বলে কালামের উইকেট নিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ গজনফার। ১১০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬৬ রান করেন কালাম।
দ্বিতীয় উইকেটের জুটি ভাঙার পরই ভাঙন ধরা শুরু করে বাংলাদেশের ইনিংসে। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে খেলতে থাকেন তামিম। বাংলাদেশ অধিনায়ক ১৩২ বলে তুলে নেন সেঞ্চুরি। ৪৭ তম ওভারের চতুর্থ বলে নুরিস্তানি ওমরজাইকে ছক্কা মেরে তিন অঙ্ক ছোঁন তামিম। সেঞ্চুরির পরের বলেই ড্রেসিংরুমের পথ ধরেন। ১৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় করেছেন ১০৩ রান।
শেষ ২০ বলে ২৪ রান তুলতে বাংলাদেশ হারায় ৩ উইকেট। আফগানিস্তানের আজিজ, নুরিস্তানি, খাতির স্তানিকজাই ২টি করে উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন গজনফার ও নাসির খান মারুফখিল।
২২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে সাবধানী শুরু করে আফগানিস্তান। তবে ৯ম ওভারেই হারায় প্রথম উইকেট। উজাইরুল্লাহ নিয়াজিকে ৮ রানে ফিরিয়ে মাহবুবের সঙ্গে ২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মৃধা। দ্বিতীয় উইকেটে ফয়সাল খানকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামলানোর চেষ্টা করেন মাহবুব। কিন্তু ১৭ তম ওভারে মাহবুবকে ঘূর্ণি জাদুতে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন রাফিউজ্জামান রাফি। ভাঙে ৪৫ রানের জুটি।
তৃতীয় উইকেটে মারুফখিলকে নিয়ে আফগানিস্তানের জয়ের আশা জাগিয়ে তোলেন ফয়সাল। দুজনে গড়েন ৫০ রানের দারুণ একটি জুটিও। ৩০ম ওভারে আল ফাহাদের বলে ফিরলে ভাঙে জুটি। ৫৮ বলে ৫৮ রান করেন ফয়সাল। তারপর ৩৪ রানে ইমনের শিকার হন মারুফখিল (৩৪)। এরপর বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি। বাংলাদেশের ফাহাদ ও ইমন ৩টি করে এবং ২টি উইকেট নিয়েছেন মৃধা।
বাংলাদেশের ‘বি’ গ্রুপের দিনের আরেক ম্যাচে নেপালকে ৫৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৩৩ রান তোলে লঙ্কানরা। জবাবে ৪৬.২ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে যায় নেপাল।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১০ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১১ ঘণ্টা আগে