ক্রীড়া ডেস্ক

ব্যাটিংয়ে লিটন দাস ফিরেছেন প্রথম বলেই। তবে তাঁর অসাধারণ নেতৃত্বেই বাংলাদেশ পেয়েছে ৭ রানের রুদ্ধশ্বাস জয়। স্কোরবোর্ডে আশানুরূপ স্কোর না করার পরও সতীর্থদের ওপর আস্থা রেখেছেন। লিটনের আস্থার যোগ্য প্রতিদান দিয়েছেন বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটিং লাইনআপ নাজেহাল হয়েছে বাংলাদেশের বোলিংয়ে।
সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। চাপে পড়া বাংলাদেশ চড়াও হয়েছে শেষভাগে এসে। ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৪০ রানে শেষ উইন্ডিজ। শেখ মেহেদী হাসানের দুর্দান্ত বোলিং (১৩ রানে ৪ উইকেট) তো রয়েছেই, চাপ সামলে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন। ভয়ংকর হয়ে ওঠা রভমান পাওয়েলকে শেষ ওভারে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান হাসান। এরপর আলজারি জোসেফকে বোল্ড করে হাসান ওয়েস্ট ইন্ডিজের কফিনে পুঁতেছেন শেষ পেরেক।
আশানুরূপ স্কোর না করতে পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস ছিল বলে জানিয়েছেন লিটন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘ব্যাটিংয়ের সময় উইকেটটা আমাদের কাছে ভালো মনে হয়নি। ভেবেছিলাম ১৫০-১৬০ রান ভালো স্কোর হবে। আমাদের যে বোলার ছিল, তাতে জানতাম এই স্কোর করেও তাদের (ওয়েস্ট ইন্ডিজ) সঙ্গে লড়াই করতে পারব।’
ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে, টেস্ট আগেই জিতেছে বাংলাদেশ। বাকি ছিল শুধু টি-টোয়েন্টি। অধরা সেই টি-টোয়েন্টি জিতে আজ লিটনের নেতৃত্বে চক্রপূরণ করল বাংলাদেশ। লিটনের বিশ্বাস, বাংলাদেশ সিরিজ জিততে পারবে উইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘দারুণ শুরু হয়েছে। যদি আরও একটা ভালো ম্যাচ খেলি, তাহলে আমরা সিরিজ জিততে পারব।’
সেন্ট ভিনসেন্টে আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশ চারটি টি-টোয়েন্টি খেলেছে। এর আগের তিন টি-টোয়েন্টি দলটি খেলেছে এ বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই বিশ্বকাপ খেলায় এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা আগে থেকেই ছিল লিটনের। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন,‘আমরা এর আগেও এখানে খেলেছি। যখন আমি উইকেট দেখলাম, উইকেটটা আমার ধারণা অনুযায়ী আচরণ করেনি।’

ব্যাটিংয়ে লিটন দাস ফিরেছেন প্রথম বলেই। তবে তাঁর অসাধারণ নেতৃত্বেই বাংলাদেশ পেয়েছে ৭ রানের রুদ্ধশ্বাস জয়। স্কোরবোর্ডে আশানুরূপ স্কোর না করার পরও সতীর্থদের ওপর আস্থা রেখেছেন। লিটনের আস্থার যোগ্য প্রতিদান দিয়েছেন বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটিং লাইনআপ নাজেহাল হয়েছে বাংলাদেশের বোলিংয়ে।
সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। চাপে পড়া বাংলাদেশ চড়াও হয়েছে শেষভাগে এসে। ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৪০ রানে শেষ উইন্ডিজ। শেখ মেহেদী হাসানের দুর্দান্ত বোলিং (১৩ রানে ৪ উইকেট) তো রয়েছেই, চাপ সামলে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন। ভয়ংকর হয়ে ওঠা রভমান পাওয়েলকে শেষ ওভারে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান হাসান। এরপর আলজারি জোসেফকে বোল্ড করে হাসান ওয়েস্ট ইন্ডিজের কফিনে পুঁতেছেন শেষ পেরেক।
আশানুরূপ স্কোর না করতে পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস ছিল বলে জানিয়েছেন লিটন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘ব্যাটিংয়ের সময় উইকেটটা আমাদের কাছে ভালো মনে হয়নি। ভেবেছিলাম ১৫০-১৬০ রান ভালো স্কোর হবে। আমাদের যে বোলার ছিল, তাতে জানতাম এই স্কোর করেও তাদের (ওয়েস্ট ইন্ডিজ) সঙ্গে লড়াই করতে পারব।’
ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে, টেস্ট আগেই জিতেছে বাংলাদেশ। বাকি ছিল শুধু টি-টোয়েন্টি। অধরা সেই টি-টোয়েন্টি জিতে আজ লিটনের নেতৃত্বে চক্রপূরণ করল বাংলাদেশ। লিটনের বিশ্বাস, বাংলাদেশ সিরিজ জিততে পারবে উইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘দারুণ শুরু হয়েছে। যদি আরও একটা ভালো ম্যাচ খেলি, তাহলে আমরা সিরিজ জিততে পারব।’
সেন্ট ভিনসেন্টে আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশ চারটি টি-টোয়েন্টি খেলেছে। এর আগের তিন টি-টোয়েন্টি দলটি খেলেছে এ বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই বিশ্বকাপ খেলায় এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা আগে থেকেই ছিল লিটনের। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন,‘আমরা এর আগেও এখানে খেলেছি। যখন আমি উইকেট দেখলাম, উইকেটটা আমার ধারণা অনুযায়ী আচরণ করেনি।’

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে