ক্রীড়া ডেস্ক

২০২৪-২৫ মৌসুমটা রাফিনিয়া কাটিয়েছেন মনে রাখার মতো। স্প্যানিশ সুপার কাপ, লা লিগা, কোপা দেল রে—বার্সেলোনার তিনটি মেজর শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে থেকে টপকে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন রাফিনিয়া। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাওয়া ব্রাজিলের এই ফুটবলার লা লিগায় খেলেন ৩৬ ম্যাচ। ১৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন ১১ গোলে। অন্যদিকে ইয়ামাল পেয়েছেন সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলারের পুরস্কার। ৯ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৫ গোলে।
কদিন আগে শেষ হওয়া মৌসুমের লা লিগায় প্রথম দিকে পিছিয়ে থাকলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ইয়ামাল-রাফিনিয়ার নৈপুণ্যে ২ বছর পর লা লিগা শিরোপা জেতে বার্সা। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ—এই দুই শিরোপা বার্সা জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। অন্যদিকে এমবাপ্পে গত বছর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে চলে আসেন রিয়াল মাদ্রিদে। লস ব্লাঙ্কোসদের হয়ে অভিষেক মৌসুমে ৫৬ ম্যাচে ৪৩ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। যার মধ্যে লা লিগায় সর্বোচ্চ ৩৩ গোল করেছেন। তবে মৌসুমটা শেষ করেছেন শূন্য হাতে।
২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রাফিনিয়া ৫৭ ম্যাচ খেলেছেন। ৩৪ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন ২৫ গোলে। শুধু চ্যাম্পিয়নস লিগের শিরোপা না জেতার আক্ষেপটাই তাঁর ছিল সদ্য শেষ হওয়া মৌসুমে। ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে কদিন আগে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে পিএসজি।
২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় আসেন রাফিনিয়া। প্রথম দুই মৌসুমে নিজেকে মেলে ধরতে না পারলেও ২০২৪-২৫ মৌসুমে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে বদলে যান রাফিনিয়া। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা।

২০২৪-২৫ মৌসুমটা রাফিনিয়া কাটিয়েছেন মনে রাখার মতো। স্প্যানিশ সুপার কাপ, লা লিগা, কোপা দেল রে—বার্সেলোনার তিনটি মেজর শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে থেকে টপকে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন রাফিনিয়া। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাওয়া ব্রাজিলের এই ফুটবলার লা লিগায় খেলেন ৩৬ ম্যাচ। ১৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন ১১ গোলে। অন্যদিকে ইয়ামাল পেয়েছেন সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলারের পুরস্কার। ৯ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৫ গোলে।
কদিন আগে শেষ হওয়া মৌসুমের লা লিগায় প্রথম দিকে পিছিয়ে থাকলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ইয়ামাল-রাফিনিয়ার নৈপুণ্যে ২ বছর পর লা লিগা শিরোপা জেতে বার্সা। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ—এই দুই শিরোপা বার্সা জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। অন্যদিকে এমবাপ্পে গত বছর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে চলে আসেন রিয়াল মাদ্রিদে। লস ব্লাঙ্কোসদের হয়ে অভিষেক মৌসুমে ৫৬ ম্যাচে ৪৩ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। যার মধ্যে লা লিগায় সর্বোচ্চ ৩৩ গোল করেছেন। তবে মৌসুমটা শেষ করেছেন শূন্য হাতে।
২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রাফিনিয়া ৫৭ ম্যাচ খেলেছেন। ৩৪ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন ২৫ গোলে। শুধু চ্যাম্পিয়নস লিগের শিরোপা না জেতার আক্ষেপটাই তাঁর ছিল সদ্য শেষ হওয়া মৌসুমে। ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে কদিন আগে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে পিএসজি।
২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় আসেন রাফিনিয়া। প্রথম দুই মৌসুমে নিজেকে মেলে ধরতে না পারলেও ২০২৪-২৫ মৌসুমে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে বদলে যান রাফিনিয়া। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৫ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
৯ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
৯ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১০ ঘণ্টা আগে