ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ কাটিয়েছে স্বপ্নের মতো। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ৮০ রানে হারিয়ে বাংলাদেশ হোয়াইটওয়াশের কাজটাও সারল।
টি-টোয়েন্টিতে এর আগে ইংল্যান্ড, আফগানিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। তবে ২০২৩ সালে বাংলাদেশ এই দুই সিরিজ জিতেছে ঘরের মাঠে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাঠে কঠিন কাজটা করল বাংলাদেশ। ছন্দে থাকা বাংলাদেশকে নিয়ে ধারাভাষ্যকক্ষে ইয়ান বিশপের কণ্ঠে শুধুই প্রশংসা, ‘বাংলাদেশ দুর্দান্ত, সিম্পলি সুপার্ব! এই বাংলাদেশকে এখন শুধু প্রশংসাই করতে হবে।’ সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির উইকেট ব্যাটিংবান্ধব না হলেও আজ তৃতীয় ম্যাচের উইকেটটা একটু ভিন্ন। সিরিজজুড়ে দুর্দান্ত বাংলাদেশ ফ্ল্যাট পিচেও দেখিয়েছে কীভাবে সঠিক লাইন-লেংথে বোলিং করতে হয়।
ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের অনেক নায়ক রয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশকে জিতিয়েছেন শেখ মেহেদী হাসান। দ্বিতীয় ম্যাচের নায়ক শামীম হোসেন পাটোয়ারী। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে বেধড়ক পিটিয়েছেন জাকের আলী অনিক। তাঁর ৪১ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংসেই বাংলাদেশ করেছে ১৮৯ রান। বাকি কাজটুকু এরপর সফরকারীরা সেরেছে বোলিং ও ফিল্ডিংয়ে। ওবেদ ম্যাকয়কে বোল্ড করে উইন্ডিজের ইনিংসের ইতি টানেন তাসকিন আহমেদ।
১৯০ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় বলে ব্র্যান্ডন কিংকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই তাসকিন পেয়েছেন কিংয়ের উইকেট। পরের ওভারে মেহেদী এসেই দিয়েছেন ধাক্কা। এক অঙ্কের স্কোর (৬) করে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে জাস্টিন গ্রিভস ড্রেসিংরুমের পথ ধরেন।
৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজ এরপর পাল্টা আক্রমণ করে বাংলাদেশের ওপর। ইনিংসের তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিব দিয়েছেন ১৪ রান। তৃতীয় উইকেটে চার্লস ও পুরানের জুটি যখন ভয়ংকর হতে থাকে, তখন স্পিড ব্রেকার হিসেবে কাজ করেন মেহেদী। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে পুরানকে অসাধারণ এক বোলিংয়ে বোল্ড করেন মেহেদী। পুরান করেন ১০ বলে ১৫ রান।
পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) ওয়েস্ট ইন্ডিজ শেষ করে ৩ উইকেটে ৪৫ রানে। সপ্তম ওভারে উইন্ডিজ হারায় আরও ২ উইকেট। দ্বিতীয় বলে রস্টন চেজকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। মিড অফে মেহেদী ঠিকমতো ক্যাচ ধরেছেন কি না, সেটা যাচাই করে দেখতে সময় নিয়েছেন আম্পায়াররা। পরে দেখা যায়, মেহেদী পর্যাপ্ত সময় বল হাতে রেখে উদযাপন করে বল ছুড়েছেন।
১৮ বলে ২৩ রান করা চার্লস এরপর হয়েছেন রানআউট। সপ্তম ওভারের পঞ্চম বলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভমান পাওয়েল মিড উইকেটে ঠেলে দৌড় দিয়েছেন। তবে নন স্ট্রাইক প্রান্তে আয়েশি ভঙ্গিতে যেতে থাকেন চার্লস। মিড উইকেট থেকে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন রিশাদ হোসেন। এই রিশাদ এরপর ফিরিয়েছেন পাওয়েলকে। ১২ বলে ২ রান করেন উইন্ডিজ অধিনায়ক।
একের পর এক উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর হয়ে যায় ৯.৫ ওভারে ৬ উইকেটে ৬০ রান। সপ্তম উইকেটে গুড়াকেশ মোতি ও রোমারিও শেফার্ড ২৬ বলে ৩৫ রানের জুটি গড়েন।১৫তম ওভারের প্রথম বলে মোতিকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ। এখান থেকেই উইন্ডিজের শেষের শুরু। ১৪ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮ বলে ২৩ রান করা চার্লস উইন্ডিজের সর্বোচ্চ রানসংগ্রাহক। বাংলাদেশের রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও মেহেদী। তানজিম সাকিব ও হাসান পেয়েছেন একটি করে উইকেট।
তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জাকের। ৪১ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭২ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসের শেষ ওভারে আলজারি জোসেফকে তিন ছক্কা মেরেছেন জাকের। যার মধ্যে শেষটা আর্নস ভেল স্টেডিয়ামের বাইরে আছড়ে পড়েছে। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক লিটন অবশেষে ছুঁয়েছেন দুই অঙ্ক (১৪)। একাদশে ফিরে পারভেজ হোসেন ইমন ২১ বলে ৩৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন।
টি-টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্য সিরিজ মেহেদী। সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন ৪.১৮ ইকোনমিতে। ব্যাটিংয়ে করেছেন ৩৭ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ কাটিয়েছে স্বপ্নের মতো। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ৮০ রানে হারিয়ে বাংলাদেশ হোয়াইটওয়াশের কাজটাও সারল।
টি-টোয়েন্টিতে এর আগে ইংল্যান্ড, আফগানিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। তবে ২০২৩ সালে বাংলাদেশ এই দুই সিরিজ জিতেছে ঘরের মাঠে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাঠে কঠিন কাজটা করল বাংলাদেশ। ছন্দে থাকা বাংলাদেশকে নিয়ে ধারাভাষ্যকক্ষে ইয়ান বিশপের কণ্ঠে শুধুই প্রশংসা, ‘বাংলাদেশ দুর্দান্ত, সিম্পলি সুপার্ব! এই বাংলাদেশকে এখন শুধু প্রশংসাই করতে হবে।’ সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির উইকেট ব্যাটিংবান্ধব না হলেও আজ তৃতীয় ম্যাচের উইকেটটা একটু ভিন্ন। সিরিজজুড়ে দুর্দান্ত বাংলাদেশ ফ্ল্যাট পিচেও দেখিয়েছে কীভাবে সঠিক লাইন-লেংথে বোলিং করতে হয়।
ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের অনেক নায়ক রয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশকে জিতিয়েছেন শেখ মেহেদী হাসান। দ্বিতীয় ম্যাচের নায়ক শামীম হোসেন পাটোয়ারী। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে বেধড়ক পিটিয়েছেন জাকের আলী অনিক। তাঁর ৪১ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংসেই বাংলাদেশ করেছে ১৮৯ রান। বাকি কাজটুকু এরপর সফরকারীরা সেরেছে বোলিং ও ফিল্ডিংয়ে। ওবেদ ম্যাকয়কে বোল্ড করে উইন্ডিজের ইনিংসের ইতি টানেন তাসকিন আহমেদ।
১৯০ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় বলে ব্র্যান্ডন কিংকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই তাসকিন পেয়েছেন কিংয়ের উইকেট। পরের ওভারে মেহেদী এসেই দিয়েছেন ধাক্কা। এক অঙ্কের স্কোর (৬) করে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে জাস্টিন গ্রিভস ড্রেসিংরুমের পথ ধরেন।
৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজ এরপর পাল্টা আক্রমণ করে বাংলাদেশের ওপর। ইনিংসের তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিব দিয়েছেন ১৪ রান। তৃতীয় উইকেটে চার্লস ও পুরানের জুটি যখন ভয়ংকর হতে থাকে, তখন স্পিড ব্রেকার হিসেবে কাজ করেন মেহেদী। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে পুরানকে অসাধারণ এক বোলিংয়ে বোল্ড করেন মেহেদী। পুরান করেন ১০ বলে ১৫ রান।
পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) ওয়েস্ট ইন্ডিজ শেষ করে ৩ উইকেটে ৪৫ রানে। সপ্তম ওভারে উইন্ডিজ হারায় আরও ২ উইকেট। দ্বিতীয় বলে রস্টন চেজকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। মিড অফে মেহেদী ঠিকমতো ক্যাচ ধরেছেন কি না, সেটা যাচাই করে দেখতে সময় নিয়েছেন আম্পায়াররা। পরে দেখা যায়, মেহেদী পর্যাপ্ত সময় বল হাতে রেখে উদযাপন করে বল ছুড়েছেন।
১৮ বলে ২৩ রান করা চার্লস এরপর হয়েছেন রানআউট। সপ্তম ওভারের পঞ্চম বলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভমান পাওয়েল মিড উইকেটে ঠেলে দৌড় দিয়েছেন। তবে নন স্ট্রাইক প্রান্তে আয়েশি ভঙ্গিতে যেতে থাকেন চার্লস। মিড উইকেট থেকে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন রিশাদ হোসেন। এই রিশাদ এরপর ফিরিয়েছেন পাওয়েলকে। ১২ বলে ২ রান করেন উইন্ডিজ অধিনায়ক।
একের পর এক উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর হয়ে যায় ৯.৫ ওভারে ৬ উইকেটে ৬০ রান। সপ্তম উইকেটে গুড়াকেশ মোতি ও রোমারিও শেফার্ড ২৬ বলে ৩৫ রানের জুটি গড়েন।১৫তম ওভারের প্রথম বলে মোতিকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ। এখান থেকেই উইন্ডিজের শেষের শুরু। ১৪ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮ বলে ২৩ রান করা চার্লস উইন্ডিজের সর্বোচ্চ রানসংগ্রাহক। বাংলাদেশের রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও মেহেদী। তানজিম সাকিব ও হাসান পেয়েছেন একটি করে উইকেট।
তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জাকের। ৪১ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭২ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসের শেষ ওভারে আলজারি জোসেফকে তিন ছক্কা মেরেছেন জাকের। যার মধ্যে শেষটা আর্নস ভেল স্টেডিয়ামের বাইরে আছড়ে পড়েছে। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক লিটন অবশেষে ছুঁয়েছেন দুই অঙ্ক (১৪)। একাদশে ফিরে পারভেজ হোসেন ইমন ২১ বলে ৩৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন।
টি-টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্য সিরিজ মেহেদী। সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন ৪.১৮ ইকোনমিতে। ব্যাটিংয়ে করেছেন ৩৭ রান।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে