Ajker Patrika

বাহরাইনকে ৭ গোল দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুন ২০২৫, ২০: ৪৭
গোলের পর বাংলাদেশের মেয়েদের উদ্‌যাপন। ছবি: বাফুফে
গোলের পর বাংলাদেশের মেয়েদের উদ্‌যাপন। ছবি: বাফুফে

র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে বাহরাইন। দলটির সঙ্গে আগে কখনো সাক্ষাৎ হয়নি। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স বাংলাদেশের পক্ষে কথা বলছিল। মাঠেও এর প্রতিফলন ঘটল। গতকাল বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে নারী এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত শুরু করল পিটার বাটলারের দল। এর আগে কখনোই এই টুর্নামেন্টে জয় পায়নি বাংলাদেশ।

বাহরাইন ফুটবলারদের শারীরিক শক্তি ও উচ্চতা নিয়ে কথা হচ্ছিল বেশ। বাংলাদেশ কোচ পিটার বাটলারও আগের দিন সংবাদ সম্মেলনে তুলে ধরেছিলেন দিকটি। কিন্তু ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনদের দক্ষতার সামনে পাত্তাই পায়নি বাহরাইন। উল্টো ভেসেছে গোলবন্যায়।

মিয়ানমারের থুউনা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার শট তালুবন্দী করেন বাহরাইন গোলকিপার খুলুদ সালেহ। নবম মিনিটে ঋতুপর্ণার কর্নার থেকে শামসুন্নাহার জুনিয়রের হেড খুঁজে পায়নি লক্ষ্য। কিন্তু পরের মিনিটেই সুযোগ কাজে লাগান তিনি। মাঝমাঠের কিছুটা নিচ থেকে স্বপ্না রানীর ভাসানো থ্রু বল দৌড়ে গিয়ে নিয়ন্ত্রণে নেন এই ফরোয়ার্ড। তাঁকে আটকানোর জন্য ছিল না কোনো ডিফেন্ডারও। তাই গোলরক্ষককে পরাস্ত করে বল জালে ফেলার কাজটা বেশ সহজে করেন শামসুন্নাহার।

১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণে কৃতিত্বটা ঋতুপর্ণার। এই গোলেও পেছন থেকে অবদান স্বপ্নার। ডান প্রান্ত থেকে বাঁ প্রান্তে থাকা ঋতুপর্ণার উদ্দেশে বল বাড়ান তিনি। বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ এক শটে জাল কাঁপান ঋতুপর্ণা। দুই মিনিট পর ঋতুপর্ণার ক্রসে তহুরা পা ছোঁয়াতে ব্যর্থ না হলে ব্যবধান আরও বাড়তে পারত।

২৪ মিনিটে শামসুন্নাহার সিনিয়রের পাস ধরে এগিয়ে গোলরক্ষককে ফাঁকা পেয়ে যান মনিকা চাকমা। কিন্তু চিপ করতে গিয়ে বল বারের অনেকটা ওপর দিয়ে বাইরে পাঠান এই মিডফিল্ডার। ৩২ মিনিটে আফঈদার ক্রসে তহুরা হেডে গোল করলেও লাইন্সম্যান আগেই অফসাইডের সংকেত দেন।

৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে মারিয়া মান্দার শট বক্সের কিছুটা ওপর দিয়ে যায়। পরের মিনিটে মারিয়ার বাড়ানো ক্রস বাহরাইনের রাওয়ান আলালি গায়ে প্রতিহত হয়ে চলে যায় কোহাতি কিসকুর কাছের। সামনে এক ডিফেন্ডার থাকলেও দ্রুত শট নিয়ে ব্যবধান ৩-০ করেন কোহাতি।

যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে গোলের খাতা খোলেন তহুরা খাতুন। বাহরাইনের দুজন ফুটবলারের কাছ থেকে বল কেড়ে নিতে রীতিমত যুদ্ধ করতে হয় মনিকাকে। শেষ পর্যন্ত সফল হলেও হারিয়ে ফেলেন ভারসাম্য। তবে বল পেয়ে যান তহুরা। বক্সের ভেতর থেকে তাঁর নেওয়া শট বাহরাইন গোলরক্ষক ঠেকানোর চেষ্টা করলেও জালে যাওয়া থেকে আটকাতে পারেননি।

দুই মিনিট পরই দ্বিতীয় গোলের দেখা পান তহুরা। শামসুন্নাহারের বাড়ানো ক্রসে খুব সহজেই গোলরক্ষককে পাশ কাটান এই ফরোয়ার্ড।

বিরতির পর আক্রমণাত্মক খেলার ধারা বজায় রাখে বাংলাদেশ। দুবার গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি শামসুন্নাহার জুনিয়র। ৬০ মিনিটে শামসুন্নাহার সিনিয়রের ক্রসে পা বাড়িয়ে জালে ফেলতে চেয়েছিলেন তিনি। সেই বল আটকাতে গিয়ে উল্টো আত্মঘাতী গোল করে বসেন বাহরাইনের রাওয়ান আলালি।

৭৪ মিনিটে সপ্তম গোলটি করেন বদলি হিসেবে নামা মুনকি আক্তার। শাহেদা আক্তার রিপার থ্রু বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জালের দেখা পান তিনি। ৮৬ মিনিটে বক্সের বাইরে থেকে সুলতানার শট বারে লেগে ফিরে না এলে ৮ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ত বাংলাদেশ। ২ জুলাই পরের ম্যাচ স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে। যারা প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিয়েছে ৮-০ গোলে।

বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, মনিকা চাকমা, স্বপ্না রানী, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মারিয়া মান্দা।

বদলি: মুনকি আক্তার, সাগরিকা, শাহেদা আক্তার রিপা, সুলতানা ও উমেহলা মারমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

এনসিপির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

জাতীয় সংসদ নির্বাচন: ভোটে নতুন সমীকরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মান নিয়ে সংশয়, তবু প্রস্তুতিতে লিগই ভরসা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আজ মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ। ছবি: বাফুফে
আজ মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ। ছবি: বাফুফে

দেড় বছরের বেশি সময় পর অবশেষে আজ মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ। কমলাপুর স্টেডিয়ামে প্রথম দিন রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে বেলা সাড়ে ৩টায় আর্মি স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে পুলিশ ফুটবল ক্লাব। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে ৬টায় বিকেএসপির বিপক্ষে খেলবে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি।

এবারই প্রথম লিগ হচ্ছে ১১ দল নিয়ে। নতুন রাজশাহী স্টার্সের ওপরই নজর সবার। ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার, রুপনা চাকমাদের নিয়ে তারকাবহুল দল গড়েছে তারা। শিরোপা লড়াইয়ে তাদের টেক্কা দিতে ভালো দল গড়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবও। মারিয়া মান্দা, মনিকা চাকমা, দুই শামসুন্নাহার, তহুরা খাতুনকে ভিড়িয়েছে তারা।

সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানীরা নেই লিগে। থাইল্যান্ডে বাংলাদেশের হয়ে সাফ ফুটসাল খেলবেন তাঁরা। অন্যদের মধ্যে সানজিদা আক্তার ও সাগরিকা খেলবেন পুলিশের হয়ে। বেশির ভাগ ক্লাবই একাডেমির ফুটবলারদের নিয়ে দল গড়েছে। প্রশ্ন উঠছে, এশিয়ান কাপে যাওয়ার আগে লিগ কতটা কাজে দেবে ফুটবলারদের।

ভুটানের লিগে ঋতুপর্ণাদের খেলা নিয়ে সব সময় সমালোচনা করে আসছেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। সেই লিগের খুব একটা গুরুত্ব বহন করে না তাঁর কাছে। অথচ বাংলাদেশের লিগের মানও প্রায় একই রকম। শক্তিশালী দল গড়ার সামর্থ্য থাকে শুধু এক-দুটি দলের। রেলিগেশন না থাকায় বাকিদের কাছে অংশগ্রহণই মূল কথা। বাটলারের শিষ্যরা কতটুকু প্রস্তুত রাখতে পারবেন নিজেদের; কতটুকুই-বা পরীক্ষায় ফেলতে পারবেন—এ প্রশ্ন এসেই যাচ্ছে।

ভুটান লিগে খেলা কয়েকজন ফুটবলারের ফিটনেসে ঘাটতি চোখে পড়েছিল সেপ্টেম্বরে থাইল্যান্ড ম্যাচে। মার্চে এশিয়ান কাপের মাত্র এক মাস আগে ঘরোয়া লিগ শেষ হবে। ফলে ফিটনেস-পারফরম্যান্স অনেক কিছুই শঙ্কার মধ্যে।

ভুটানের লিগ নিয়ে প্রশ্ন তোলা বাটলার কদিন আগে অনুষ্ঠিত সাফ ক্লাব কাপে নাসরিন একাডেমির তারকা ফুটবলারদের ছাড়েননি। তখন তাঁর যুক্তি ছিল, অন্য কোচের অধীনে খেলতে পারবেন না ঋতুপর্ণা-আফঈদারা। অথচ ঘরোয়া লিগে ঠিকই ছেড়েছেন। বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ গতকাল বলেন, ‘এখন এলে পিটারকে জিজ্ঞেস করব। অন্য কোচের অধীনে এখন গেল, আগে দেওয়া হয়নি কেন?’

ভুটানের ক্লাবগুলোর আলাদা ভেন্যু থাকলেও বাংলাদেশের লিগ হবে এক ভেন্যুতেই। ম্যাচগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে বিশ্বাস কিরণের, ‘লিগটা মূলত করা হয়েছে এশিয়ান কাপ সামনে রেখে। যেহেতু এই সময়টায় ফিফা উইন্ডো নেই, অনুশীলন নেই, মেয়েরা যাতে ম্যাচের ভেতরে থাকে, সে কারণেই লিগটা করা হচ্ছে। আমার বিশ্বাস, ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যে উদ্দেশ্যে লিগের এমন কম্বিনেশন করেছি, সেটা সফল হবে।’

দলবদলই শেষ হয়েছে পরশু। আজ শুরু হচ্ছে মাঠের খেলা। টানা সূচির কারণে ক্লাবগুলো পর্যাপ্ত প্রস্তুতির সময় পায়নি। এবার পুলিশের কোচ হয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ওয়ালী ফয়সাল। প্রস্তুতির ঘাটতি নিয়ে মোটেও বিচলিত নন তিনি, ‘এখানে অনেকে অভ্যস্ত। এতটুকু বলতে পারি, আমার ফুটবল ক্যারিয়ারে কখনোই চাপ নিয়ে খেলতাম না। যেকোনো কাজে সবাইকে সব সময় প্রস্তুত থাকতে হয়। আমরা ফুটবলাররাও তা-ই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

এনসিপির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

জাতীয় সংসদ নির্বাচন: ভোটে নতুন সমীকরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নোয়াখালী কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

ক্রীড়া ডেস্ক    
প্রথম দুই ম্যাচেই হেরে গেছে সৈকত আলীর দল। ছবি: বিসিসি
প্রথম দুই ম্যাচেই হেরে গেছে সৈকত আলীর দল। ছবি: বিসিসি

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। বিশ ওভারের টুর্নামেন্টে তাদের শুরুটা মোটেও সুখকর হয়নি। প্রথম দুই ম্যাচে টানা হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে নোয়াখালীর। আজ নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালীর প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। সেই ম্যাচে জিততে না পারলে টেবিলে আরও একদফা পিছিয়ে পড়বে সৈকত আলীর দল। এছাড়া মাঠে গড়াবে আরও বেশকিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

বিপিএল

রংপুর-চট্টগ্রাম

সরাসরি, বেলা ১ টা

রাজশাহী-নোয়াখালী

সরাসরি, সন্ধ্যা ৬ টা

টি স্পোর্টস, নাগরিক টিভি

বিগ ব্যাশ

হোবার্ট-মেলবোর্ন

সরাসরি, বেলা ২টা ১৫

স্টার স্পোর্টস ২

এসএ টি-টোয়েন্টি

সানরাইজার্স-প্রিটোরিয়া

সরাসরি, রাত সাড়ে ৯ টা

স্টার স্পোর্টস ২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

এনসিপির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

জাতীয় সংসদ নির্বাচন: ভোটে নতুন সমীকরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সিলেট পর্ব দেখে বিশ্বকাপের দল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ফাইল ছবি
বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ফাইল ছবি

জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে এবারের বিপিএল কারও কারও কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভালোভাবে প্রস্তুতি নেওয়া, কারও কাছে বিশ্বকাপ দলের টিকিট হাতে পাওয়া। নাজমুল হোসেন শান্ত সেই লক্ষ্যেই ছুটছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গিয়েছিল শান্তর নেতৃত্বে খেলতে। এবার তাঁর চ্যালেঞ্জ—বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়া।

বিপিএলের প্রথম ম্যাচেই সেঞ্চুরির দেখা পাওয়া শান্তকে নিয়ে আশাবাদী রাজশাহীর সিনিয়র সহকারী কোচ রাজিন সালেহ, ‘শান্তকে নিয়ে যে সমালোচনা হয়, সেটা নিতান্তই ভুল। শান্ত তা প্রমাণ করেছে। স্বাভাবিক ক্রিকেট খেলাটা খেলেছে এবং সে পারফর্ম করেছে।’ যদি টুর্নামেন্টজুড়ে নিজের ফর্ম ধরে রাখতে পারে, বিশ্বকাপ দলে ফেরাটা শান্তর সময়ের ব্যাপারমাত্র। কিন্তু পুরো টুর্নামেন্ট দেখে কি আর দল দেবেন নির্বাচকেরা?

বিসিবির দুই নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও হাসিবুল হোসেন শান্ত আছেন সিলেটে। দুজনই জানালেন, সিলেট পর্বেই তাঁদের দল দিয়ে দিতে হবে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সূত্রে জানা গেল, লজিস্টিক্যাল বিষয় ভাবনায় রেখে আইসিসির কাছে দল জমা দেওয়ার সময়সীমা আগামী ১ জানুয়ারি। তার মানে, দুদিনের মধ্যেই বিশ্বকাপের দল হয়ে যাবে। এ সময়ের মধ্যে দল জমা দিলেও বিশেষ পরিবর্তনের সুযোগ থাকে আইসিসির সাপোর্ট পিরিয়ডের আগে। তবে সেই পরিবর্তন বড়জোর দু-একটি জায়গায় হতে পারে। লিপু ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদাহরণ দিয়েই বললেন, ‘গতবার তো আমাদের সাইফ উদ্দিন শেষ মুহূর্তে বাদ গেল, (তানজিম) সাকিব এল। আমাদের একটা চাহিদাপত্র তো সব সময় দেওয়াই থাকে। সেখানে আমরা ফ্লেক্সিবিলিটি (নমনীয়তা) রাখি এক-দুই দিন। আমরা যেকোনো সময় পরিবর্তন করতেই পারব, প্রতিটা দলই তা করতে পারবে টুর্নামেন্টের আগে। আমরা চাই সবাই সুস্থ থাকুক, সবাই ফর্ম ধরে রাখুক—এটাই চাওয়া।’

১ জানুয়ারির মধ্যে আইসিসিকে দল দিলেও বিসিবি আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করতে পারে জানুয়ারির মাঝামাঝি সময়ে। ২০২৬ বিপিএলে মাত্র ৪ ম্যাচ শেষ হয়েছে। প্রথম ম্যাচে বড় স্কোর দেখা গেলেও পরে অবশ্য মাঝারি স্কোরে দেখা গেছে। রাতের কুয়াশা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলগুলোর জন্য। কন্ডিশনের এই চ্যালেঞ্জ মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা দেবেন ক্রিকেটাররা, সেটাই প্রত্যাশা লিপুর। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘কুয়াশার কারণে উইকেট একটু চ্যালেঞ্জিং হয়ে যায় বোলারদের জন্য। এটাই ক্রিকেট, কন্ডিশন তো আর বদলানো যাবে না। অ্যাডাপ্ট (মানিয়ে নেওয়া) যত ভালো করা যায়। কালকের (পরশু রাতে) ম্যাচ খুব ক্রিটিক্যাল স্টেজে নিয়ে গেল, এটা আরও সহজে জিততে পারত (সিলেট)। এই জায়গাগুলোয় খেলোয়াড়দের উন্নতি আর সচেতনতা বাড়ানো দরকার। ফিল্ডারদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। কারণ, স্মরণকালের সবচেয়ে বেশি কুয়াশা দেখেছি মাঠে। ভবিষ্যতে ডিমান্ড করা যেতে পারে যে ঠিক এই সময়ে এই কন্ডিশনে প্র্যাকটিস করার সুযোগ চাই; যাতে মানসিকভাবে অভ্যস্ত হওয়া যায়। শ্রীলঙ্কার ভেন্যুগুলোতে দেখেছি সাইড উইকেটে ফ্লাডলাইট ফ্যাসিলিটিজ আছে। আমাদের একাডেমি মাঠ বা ইনডোর-সংলগ্ন মাঠেও এগুলো বাড়ানো উচিত।’

এই বিপিএলের শুরুতে বেশ বিতর্ক দেখা গেলেও মাঠে খেলা গড়ানোর পর তা কিছুটা কমেছে। গত পরশু ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যু ছুঁয়ে গেছে সবাইকে। সেই শোক কাটিয়ে আবারও খেলায় মনোযোগ সবার। বিপিএলের মাঝে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সিলেটে ব্যস্ত ক্রিকেট বিকেন্দ্রীকরণ কর্মসূচি নিয়ে। গতকাল তিনি সভা করেছেন সিলেটে ‘মিনি বিসিবি’ স্থাপনের কাজ নিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

এনসিপির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

জাতীয় সংসদ নির্বাচন: ভোটে নতুন সমীকরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

রেকর্ড গড়ে ১০ হাজারি ক্লাবে স্মৃতি মান্ধানা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ২২: ১৮
শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলার পথে এই কীর্তি গড়লেন স্মৃতি। ছবি: বিসিসিআই
শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলার পথে এই কীর্তি গড়লেন স্মৃতি। ছবি: বিসিসিআই

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ৩ টি-টোয়েন্টিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি স্মৃতি মান্ধানা। করেন মাত্র ৪০ রান। সিরিজের চতুর্থ ম্যাচে এসে ঠিকই জ্বলে উঠলেন ভারতের সহ-অধিনায়ক। তাতেই দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন এই ব্যাটার।

কেরালার গ্রিনফিল্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন অপরাজিত ৮০ রান এনে দেন স্মৃতি। এই ইনিংস খেলার পথে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেন তিনি। স্মৃতির আগে তিনজন ক্রিকেটার এই কীর্তি গড়েন।

ব্যাট করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের উপর চড়াও হন ভারতের দুই ওপেনার স্মৃতি ও শেফালি বার্মা। উদ্বোধনী জুটিতে ১৬২ রান তোলেন দুজন। ১১ চার ও ৩ ছক্কায় সাজানো ছিল স্মৃতির ৪৮ বলের ইনিংস। এদিন ২৭ রান করতেই ১০ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেন তিনি।

স্মৃতির আগে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সুজি বেটস ও শার্লট এডওয়ার্ডস। ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। তবে ইনিংসের হিসেবে দ্রুততম ১০ রানের ক্লাবে প্রবেশ করলেন স্মৃতি। এই মাইলফলক স্পর্শ করতে তাঁর লাগল ২৮১ ইনিংস। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে ২০১৩ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্মৃতির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

এনসিপির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

জাতীয় সংসদ নির্বাচন: ভোটে নতুন সমীকরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত