Ajker Patrika

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হয়রানির ভয়াবহ অভিযোগ

ক্রীড়া ডেস্ক    
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হয়রানির ভয়াবহ অভিযোগ। ন্যায়বিচার চান কোচ ড্যারেন স্যামি। ছবি: এএফপি
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হয়রানির ভয়াবহ অভিযোগ। ন্যায়বিচার চান কোচ ড্যারেন স্যামি। ছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নতুন করে চাঞ্চল্য। এক ক্রিকেটারের বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানি ও শারীরিক নিপীড়নের অভিযোগ। তবে নাম প্রকাশ না হলেও, বিষয়টি এরই মধ্যে নাড়া দিয়েছে ক্রিকেট মহলকে। এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের প্রধান কোচ ড্যারেন স্যামিও। তাঁর ভাষ্য—বিচার হোক, তবে সেটি হোক সঠিক প্রক্রিয়া অনুসরণ করে।

গায়ানার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে বিস্ফোরক অভিযোগ। প্রতিবেদনে বলা হয়, গায়ানা ও ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হয়রানি ও শারীরিক আঘাতের অভিযোগ তুলেছেন ২৪ বছর বয়সী এক নারী। ঘটনার সময়কার একাধিক ছবি এবং হোয়াটসঅ্যাপে আদানপ্রদানের স্ক্রিনশটও পত্রিকাটিকে সরবরাহ করেছেন ওই নারী। যেখানে দেখা গেছে, অভিযুক্ত ক্রিকেটার ক্ষমা চাচ্ছেন এবং পুরো বিষয়টি গোপন রাখার অনুরোধ করছেন। এমনকি টাকার বিনিময়ে সমঝোতার প্রস্তাবও দেন তিনি, যা প্রত্যাখ্যান করেন অভিযোগকারী।

নারীর অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটে প্রোভিডেন্স এলাকায় তার নিজ বাড়িতে এক সন্ধ্যায়, যা দ্রুতই ‘ভয়াবহ অভিজ্ঞতায়’ রূপ নেয়। পরবর্তীতে গায়ানা ছেড়ে চলে যান অভিযুক্ত ক্রিকেটার। সবচেয়ে গুরুতর বিষয় হলো, এই প্রথম নয়, অতীতে আরও অন্তত চারজন নারী একই ক্রিকেটারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন। এমনকি দুই বছর আগেও পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছিল, যদিও সেটি আর আইনি প্রক্রিয়ায় অগ্রসর হয়নি।

এই ঘটনার প্রেক্ষিতে গ্রেনাডায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিকদের মুখোমুখি হন কোচ ড্যারেন স্যামি। সতর্ক ভাষায় বলেন, ‘আমরা সবাই জানি এটা কেবল অভিযোগের পর্যায়ে আছে। আমাদের অবশ্যই ন্যায়বিচারে বিশ্বাস রাখতে হবে। আমি নিশ্চিত করতে চাই, যে কোনো তদন্ত হোক নিরপেক্ষ এবং সঠিক পদ্ধতিতে। সঠিক প্রক্রিয়া অনুসরণ হোক, সেটাই আমরা চাই।’

স্যামি আরও জানান, দলের ক্রিকেটারদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তাদের মানসিক অবস্থা ঠিক রাখতে চেষ্টা করেছেন। তবে অভিযুক্ত ক্রিকেটারের আগের অভিযোগের বিষয়ে কিছু জানেন না বলে জানান এই সাবেক অধিনায়ক।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অবস্থান নেয়নি। বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত তাদের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বা কেউ যোগাযোগ করেনি, তাই তারা মন্তব্যও করছেন না।

সামগ্রিক পরিস্থিতি বলছে, এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। তবে অভিযোগ গুরুতর। তদন্ত শুরু হলে, বোর্ডের ভেতর থেকেও বড় ধরনের নড়াচড়া দেখা যেতে পারে। আপাতত নজর থাকবে, গায়ানা পুলিশ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় এবং ক্রিকেট বোর্ড কতটা সক্রিয়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপিসহ ১০ দলের জোট ঘোষণা করলেন জামায়াতের আমির

দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা

সমঝোতায় পৌঁছেছি, আমরা জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নেব: নাহিদ ইসলাম

‘জুলাইকে জামায়াতের হাতে তুলে দেওয়া হচ্ছে’, তাজনূভার দীর্ঘ ফেসবুক পোস্ট

প্রথমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ