ক্রীড়া ডেস্ক

আইপিএলে নতুন চ্যাম্পিয়ন পাওয়ার অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টায়। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ ১৮তম আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে।
প্রতি ঘণ্টার পূর্বাভাসে ব্যাপারটি আরও ভালোভাবে বোঝা যাবে। আকুওয়েদারের মতে, আহমেদাবাদে স্থানীয় সময় সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ১৫-২০ শতাংশ।স্থানীয় সময় বিকেল ৪টায় সেই সম্ভাবনা বেড়ে গিয়ে ৪৯ শতাংশ হবে। বিকেল ৫টায় সেটা বেড়ে ৫৭ শতাংশ হবে। টসের সময় বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় যখন টস হবে, সেই মুহূর্তে ৫ শতাংশ বৃষ্টি হতে পারে। বৃষ্টির বাগড়ায় ম্যাচ দেরিতে শুরু হতে পারে। আজ খেলা শুরু না করা গেলেও ক্রিকেটপ্রেমীদের চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ, এলিমিনেটর ও কোয়ালিফায়ারে রিজার্ভ ডে না থাকলেও আগামীকাল রিজার্ভ ডেতে হবে আইপিএল ফাইনাল। এমনকি ফাইনাল শেষ করতে বাড়তি দুই ঘণ্টা সময় তো রয়েছেই।
রিজার্ভ ডে থাকলেও সেদিন বৃষ্টির বাগড়া যে দেবে না, সেটার কী নিশ্চয়তা আছে? যদি আগামীকালও বৃষ্টিতে পাঞ্জাব-বেঙ্গালুরু ফাইনাল ভেস্তে যায়, সেক্ষেত্রে দুই ফাইনালিস্টের মধ্যে যারা লিগ পর্বে পয়েন্ট তালিকার ওপরে ছিল, তারাই হবে চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে শিরোপা উঠবে পাঞ্জাব কিংসের হাতে। কারণ, লিগ পর্বে পাঞ্জাব, বেঙ্গালুরু দুই দলের ১৯ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে ছিল পাঞ্জাব। লিগ পর্বে পাঞ্জাব ও বেঙ্গালুরুর নেট রানরেট ছিল +০.৩৭২ ও +০.৩০১।
আইপিএলে পাঞ্জাব, বেঙ্গালুরু দল দুটি কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১৪ সালেই শুধু পাঞ্জাব ফাইনালে উঠেছিল । সেবার তারা হেরেছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে । অন্যদিকে বেঙ্গালুরু এর আগে ২০০৯, ২০১১, ২০১৬–এই তিনবার ফাইনালে উঠেছিল। যার মধ্যে ২০১১,২০১৬ আইপিএলে কোহলির সঙ্গে ডি ভিলিয়ার্সেরও স্বপ্নভঙ্গ হয়েছে। ২০১৬ সালে সবশেষ যেবার বেঙ্গালুরু ওঠে, সেবার হাতের মুঠোয় ম্যাচটি পুরেও সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ রানে হেরে শিরোপা খুইয়েছিল কোহলি, ডি ভিলিয়ার্স, গেইলদের বেঙ্গালুরু।
আহমেদাবাদে আজ রজত পতিদারের জন্য প্রতিশোধেরও দিন। কারণ, গত বছরের ডিসেম্বরে রজতের নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রানার্সআপ হয়েছিল মুম্বাইয়ের কাছে হেরে। মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার। আজ হতে যাওয়া ফাইনালে বেঙ্গালুরুর অধিনায়ক রজত। পাঞ্জাবকে নেতৃত্ব দেবেন আইয়ার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনাল আয়োজন করতে গিয়ে গলদঘর্ম হতে হয়েছে দুই বছর আগে। চেন্নাই সুপার কিংস-গুজরাট টাইটান্স ম্যাচটি দুই দিন ধরে খেললেও ৪০ ওভারের ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। চেন্নাইয়ের সামনে ১৫ ওভারে ১৭১ রানের লক্ষ্য দাঁড়িয়েছিল। সেই লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জিতে পঞ্চম আইপিএল শিরোপা জিতেছিল চেন্নাই। তখন চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

আইপিএলে নতুন চ্যাম্পিয়ন পাওয়ার অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টায়। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ ১৮তম আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে।
প্রতি ঘণ্টার পূর্বাভাসে ব্যাপারটি আরও ভালোভাবে বোঝা যাবে। আকুওয়েদারের মতে, আহমেদাবাদে স্থানীয় সময় সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ১৫-২০ শতাংশ।স্থানীয় সময় বিকেল ৪টায় সেই সম্ভাবনা বেড়ে গিয়ে ৪৯ শতাংশ হবে। বিকেল ৫টায় সেটা বেড়ে ৫৭ শতাংশ হবে। টসের সময় বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় যখন টস হবে, সেই মুহূর্তে ৫ শতাংশ বৃষ্টি হতে পারে। বৃষ্টির বাগড়ায় ম্যাচ দেরিতে শুরু হতে পারে। আজ খেলা শুরু না করা গেলেও ক্রিকেটপ্রেমীদের চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ, এলিমিনেটর ও কোয়ালিফায়ারে রিজার্ভ ডে না থাকলেও আগামীকাল রিজার্ভ ডেতে হবে আইপিএল ফাইনাল। এমনকি ফাইনাল শেষ করতে বাড়তি দুই ঘণ্টা সময় তো রয়েছেই।
রিজার্ভ ডে থাকলেও সেদিন বৃষ্টির বাগড়া যে দেবে না, সেটার কী নিশ্চয়তা আছে? যদি আগামীকালও বৃষ্টিতে পাঞ্জাব-বেঙ্গালুরু ফাইনাল ভেস্তে যায়, সেক্ষেত্রে দুই ফাইনালিস্টের মধ্যে যারা লিগ পর্বে পয়েন্ট তালিকার ওপরে ছিল, তারাই হবে চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে শিরোপা উঠবে পাঞ্জাব কিংসের হাতে। কারণ, লিগ পর্বে পাঞ্জাব, বেঙ্গালুরু দুই দলের ১৯ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে ছিল পাঞ্জাব। লিগ পর্বে পাঞ্জাব ও বেঙ্গালুরুর নেট রানরেট ছিল +০.৩৭২ ও +০.৩০১।
আইপিএলে পাঞ্জাব, বেঙ্গালুরু দল দুটি কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১৪ সালেই শুধু পাঞ্জাব ফাইনালে উঠেছিল । সেবার তারা হেরেছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে । অন্যদিকে বেঙ্গালুরু এর আগে ২০০৯, ২০১১, ২০১৬–এই তিনবার ফাইনালে উঠেছিল। যার মধ্যে ২০১১,২০১৬ আইপিএলে কোহলির সঙ্গে ডি ভিলিয়ার্সেরও স্বপ্নভঙ্গ হয়েছে। ২০১৬ সালে সবশেষ যেবার বেঙ্গালুরু ওঠে, সেবার হাতের মুঠোয় ম্যাচটি পুরেও সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ রানে হেরে শিরোপা খুইয়েছিল কোহলি, ডি ভিলিয়ার্স, গেইলদের বেঙ্গালুরু।
আহমেদাবাদে আজ রজত পতিদারের জন্য প্রতিশোধেরও দিন। কারণ, গত বছরের ডিসেম্বরে রজতের নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রানার্সআপ হয়েছিল মুম্বাইয়ের কাছে হেরে। মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার। আজ হতে যাওয়া ফাইনালে বেঙ্গালুরুর অধিনায়ক রজত। পাঞ্জাবকে নেতৃত্ব দেবেন আইয়ার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনাল আয়োজন করতে গিয়ে গলদঘর্ম হতে হয়েছে দুই বছর আগে। চেন্নাই সুপার কিংস-গুজরাট টাইটান্স ম্যাচটি দুই দিন ধরে খেললেও ৪০ ওভারের ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। চেন্নাইয়ের সামনে ১৫ ওভারে ১৭১ রানের লক্ষ্য দাঁড়িয়েছিল। সেই লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জিতে পঞ্চম আইপিএল শিরোপা জিতেছিল চেন্নাই। তখন চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
৪ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
৫ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৭ ঘণ্টা আগে
চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
৭ ঘণ্টা আগে