ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ড সিরিজটা পাকিস্তানের কেটেছে দুঃস্বপ্নের মতো। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। এই সিরিজেই পাকিস্তানকে হ্যাটট্রিক শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
তিন ওয়ানডের তিনটিতেই স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে শাস্তি দিয়েছে আইসিসি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে সেটা নিশ্চিত করেছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। পাকিস্তান এক ওভার কম বোলিং করেছিল। সেই ম্যাচের মাঠের আম্পায়ার ক্রিস ব্রাউন ও পল রাইফেল, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন অভিযোগ এনেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। পাকিস্তান অধিনায়ক রিজওয়ান দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।
মাউন্ট মঙ্গানুইয়ে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান নেমেছিল ধবলধোলাই এড়ানোর মিশনে। বাজে আউটফিল্ডের কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪২ ওভারে নিয়ে আসা হয়। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৪২ ওভারে ৮ উইকেটে করেছে ২৬৪ রান। জয়ের লক্ষ্যে নামা পাকিস্তান ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়। ৪৩ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ ও ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ মিলিয়ে ৮ ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে কেবল ১ ম্যাচ। সেই জয় এসেছে কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড সিরিজটা পাকিস্তানের কেটেছে দুঃস্বপ্নের মতো। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। এই সিরিজেই পাকিস্তানকে হ্যাটট্রিক শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
তিন ওয়ানডের তিনটিতেই স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে শাস্তি দিয়েছে আইসিসি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে সেটা নিশ্চিত করেছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। পাকিস্তান এক ওভার কম বোলিং করেছিল। সেই ম্যাচের মাঠের আম্পায়ার ক্রিস ব্রাউন ও পল রাইফেল, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন অভিযোগ এনেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। পাকিস্তান অধিনায়ক রিজওয়ান দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।
মাউন্ট মঙ্গানুইয়ে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান নেমেছিল ধবলধোলাই এড়ানোর মিশনে। বাজে আউটফিল্ডের কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪২ ওভারে নিয়ে আসা হয়। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৪২ ওভারে ৮ উইকেটে করেছে ২৬৪ রান। জয়ের লক্ষ্যে নামা পাকিস্তান ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়। ৪৩ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ ও ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ মিলিয়ে ৮ ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে কেবল ১ ম্যাচ। সেই জয় এসেছে কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে