মনে করেন ইমরুল

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ছেঁটে ফেলার পর এখনো চলছে নানা কথাবার্তা। এবি ডি ভিলিয়ার্স, শহীদ আফ্রিদি, জেসন গিলেস্পিরা আইসিসির কাজে হতাশা প্রকাশ করেন। ইমরুল কায়েসের মতে আইসিসির দ্বিচারিতার কারণে বাংলাদেশ এবারের বিশ্বকাপে খেলতে পারছে না।
‘হাইব্রিড মডেলে’র ধারণা যে ভারতের কাছ থেকেই এসেছে, সেটা সবারই জানা। ২০২৩ সালে পাকিস্তান এশিয়া কাপের আয়োজক হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কায়। একই ঘটনা ঘটেছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রেও। পাকিস্তান টুর্নামেন্টের আয়োজক হলেও আইসিসির এই ইভেন্টে রোহিত শর্মা-বিরাট কোহলিরা খেলেন সংযুক্ত আরব আমিরাতে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিসিবি ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর ব্যাপারে আইসিসিকে অনুরোধ করেছিল। শেষ পর্যন্ত যে যার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের আর বিশ্বকাপ খেলা হচ্ছে না।
ব্যাট প্রস্তুতকারক কোম্পানি এমকেএসের এক অনুষ্ঠান শেষে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন ইমরুল। হাইব্রিড মডেলের নীতি কেন এবার অনুসরণ করা গেল না, এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার বলেন, ‘কেন পারছি না, সেটা তো ভালো বলতে পারবে আইসিসি। এটা হওয়া উচিত ছিল। যেহেতু আমার মনে হয় যে ডাবল স্ট্যান্ডার্ড না রেখে সব জায়গায় একই রকম হওয়া উচিত। সবাই যেহেতু এ ব্যাপারে কথা বলছে। এটা নিয়ে ভবিষ্যতে যদি আবারও এমন কিছু হয়, আশা করব আইসিসি ভালোভাবে বিবেচনা করবে। বাংলাদেশ ম্যাচ, ভারত ম্যাচ বা অন্য কোনো ম্যাচে যদি এমন পরিস্থিতি হয়।’
১৯৯৯ সাল থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত সাতটি ওয়ানডে বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। পাশাপাশি ৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টিতেই খেলেছে এশিয়ার এই দল। ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে ১৬ বিশ্বকাপ খেলা বাংলাদেশ এবারই প্রথম বিশ্বকাপ মিস করছে। ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে খেলা ইমরুল বোঝেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ অনেক কম থাকবে।
ইমরুলের মতে বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটার সাংবাদিকদের বলেন, ‘সত্যি কথা বলতে আমরা যেখানেই থাকি না কেন, যখন বাংলাদেশের খেলা থাকে চেষ্টা করি অন্য ব্যাপারগুলো বাদ দিয়ে বাংলাদেশের খেলা দেখার। যেহেতু বাংলাদেশ বিশ্বকাপই খেলবে না, বিশ্বকাপ তো আমারও দেখতে ইচ্ছে করবে না। আমার মতো লাখো দর্শক আছেন, যারা এই টুর্নামেন্ট এড়িয়ে যাবেন। ক্রিকেটীয় জায়গা থেকে বলব ক্রিকেটটা ক্ষতিগ্রস্থ হচ্ছে।’
টানা ২১ দিন বিসিবি-আইসিসির ‘লড়াই’ শেষে ২৪ জানুয়ারি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। সেদিনই বাংলাদেশকে বাদ দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার ইস্যুতে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর পরশু বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন আবেদন গতকাল প্রত্যাখ্যান করেছিল আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে এক শর কাছাকাছি বাংলাদেশি সাংবাদিক আবেদন করেছিলেন। পরবর্তীতে এটা নিয়ে সমালোচনা হওয়ায় আইসিসি ফের বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দিতে শুরু করেছে।
আইসিসি যাঁদের বিশ্বকাপ কাভারের অনুমতি দিয়েছে, তাঁদের ভারতে সাবধানে থাকতে বলেছেন ইমরুল। আজ সাংবাদিকদের বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার বলেন,‘প্রথমত খেলার যে বিষয়, সেটা ভূরাজনৈতিক বিষয়। এটা নিয়ে আসলে আমার বলার কিছু নেই। কারণ, এটা সরকার টু সরকার বিষয় হয়ে গেছে। সাংবাদিকদের যে বিষয়টা হয়েছে, সেটা দুঃখজনক। কারণ, সাংবাদিকদের তো সব দেশেই খেলা কাভার করার এখতিয়ার রয়েছে। আপনি যদি প্রচার না করতে পারেন, সেটা তো আইসিসির মতো একটা ব্র্যান্ডের জন্য... বাংলাদেশ তো এত বড় একটা ক্রিকেট জাতি। বাংলাদেশ তো সেই জিনিসগুলো প্রচার করা যাবে না। এদিক থেকে আমি বলব অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। যদি দিয়ে থাকে, সেটা তো অবশ্যই ভালো। আর আপনাদের যে ইস্যুগুলো নিয়ে আসলে এত কিছু হলো (নিরাপত্তাইস্যু)। সাংবাদিক ভাইদেরও বলব সাবধানে থাকবেন, যখন ভারতে যাবেন।’
২০২৪ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে হাইব্রিড মডেলের সমঝোতা চুক্তি হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলেছে সংযুক্ত আরব আমিরাতে। একই বছর ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ হলেও পাকিস্তান খেলেছে শ্রীলঙ্কায়। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত-শ্রীলঙ্কা যৌথ আয়োজক হওয়ায় এখানে হাইব্রিড মডেলের কোনো ব্যাপার নেই। এবার পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায়। যদিও বাংলাদেশকে বাদ দেওয়ায় পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি আইসিসি ঘোষণা করেছে ২৪ জানুয়ারি।

শুরুটা বিমানবন্দর থেকেই। ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটসাল দলকে বরণ করা হয়েছে। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে হাতিরঝিল এম্ফি থিয়েটারে দেওয়া হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, তারেক রহমানের
৪ ঘণ্টা আগে
মেলবোর্ন পার্কে ২০২৩ ফিরিয়ে আনলেন আরিনা সাবালেঙ্কা ও এলিনা রিবাকিনা। তিন বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন তাঁরা। সেটিরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে পরশু। নারী এককের ফাইনালে শনিবার মুখোমুখি সাবালেঙ্কা ও রিবাকিনা।
৫ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। সালমান আলী আঘা-বাবর আজমদের বিশ্বকাপ বর্জন নিয়ে এখন কথাবার্তা হচ্ছে বেশি। বর্জন নিয়ে আলোচনা বেশি হলেও নিজেদের প্রস্তুতি ঠিকই সেরে নিচ্ছে পাকিস্তান।
৬ ঘণ্টা আগে
প্রথম যেকোনো কিছু জয়ের উপলক্ষে খেলোয়াড়দের অনুভূতি আসলে অন্য রকমই। আর যদি প্রথমবার আয়োজিত কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া যায়, তাহলে সেটা বিশেষ এক মাত্রা যোগ করে। সাবিনা খাতুনরা আজ ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পরই ছাদখোলা বাসে উদ্যাপন শুরু করে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে