ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে সিরিজটা দুর্দান্ত খেলেছে পাকিস্তান। সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের সামনে বলতে গেলে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। কিন্তু অধিনায়ক হওয়ার জ্বালা তো কম নয়। বাংলাদেশ সিরিজ শেষে তাঁকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, যেটা শুনে বিব্রতবোধ করেছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে গতকাল শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের দলে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির মতো তারকাদের রাখেনি পাকিস্তান। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে যে বাবরকে আনফলো করেছেন পাকিস্তানের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সালমান। যেহেতু দল নির্বাচনে অধিনায়কের একটা মতামত থাকে আর বাবর বাংলাদেশ সিরিজে নেই, সেকারণে অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দুজনের মধ্যে ‘ঝামেলা’র ঘটনা তৈরি করেছেন।
লাহোরে গত রাতে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হয়ে আসেন সালমান। বাবরকে আনফলোর ব্যাপারে প্রশ্ন করা হলে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘তাকে (বাবর আজম) আমি কখনো ফলোই করিনি। আনফলো করব কীভাবে? ২০০৮ সালে স্কুল থেকে একে অপরকে চিনি। তখন সামাজিক যোগাযোগমাধ্যম ছিলই না।’
সালমানের মতে বাবরের সঙ্গে ঝামেলা নিয়ে নিজের মতো করে গল্প প্রচার করছেন অনেকে। সাংবাদিকদের সালমান বলেন, ‘অনেকে বলছেন তাকে আমি আনফলো করে দিয়েছি। কথাটা শুনে আমি শুধুই হেসেছি। মানুষে যেমন খুশি তেমন কথা ছড়াচ্ছেন। নিজেদের মতো করে গল্প তৈরি করছেন। ফলো না করলে আনফলো কীভাবে করব বলুন?’
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই পাকিস্তান করেছে ২০১ রান। দুই ম্যাচেই বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে স্বাগতিকেরা। এমনকি গত রাতে বাংলাদেশ ১৯৭ রানের লক্ষ্য দিলেও পাকিস্তান জিতে গেছে ১৬ বল হাতে রেখে ৭ উইকেটে। ৪৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ হারিস। তাঁর হাতেই উঠেছে সিরিজসেরার পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান সতীর্থদের প্রশংসা করে বলেন, ‘এই জয়টা অনেক বড়। ছেলেরা যেভাবে খেলেছে সত্যিই অনেক খুশি। যে ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই, সেটা আমরা প্রত্যেক ম্যাচেই করতে পেরেছি।’
আরব আমিরাত, পাকিস্তান সিরিজে ভরাডুবির পর বাংলাদেশের পরবর্তী গন্তব্য শ্রীলঙ্কা। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজটা দুর্দান্ত খেলেছে পাকিস্তান। সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের সামনে বলতে গেলে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। কিন্তু অধিনায়ক হওয়ার জ্বালা তো কম নয়। বাংলাদেশ সিরিজ শেষে তাঁকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, যেটা শুনে বিব্রতবোধ করেছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে গতকাল শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের দলে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির মতো তারকাদের রাখেনি পাকিস্তান। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে যে বাবরকে আনফলো করেছেন পাকিস্তানের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সালমান। যেহেতু দল নির্বাচনে অধিনায়কের একটা মতামত থাকে আর বাবর বাংলাদেশ সিরিজে নেই, সেকারণে অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দুজনের মধ্যে ‘ঝামেলা’র ঘটনা তৈরি করেছেন।
লাহোরে গত রাতে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হয়ে আসেন সালমান। বাবরকে আনফলোর ব্যাপারে প্রশ্ন করা হলে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘তাকে (বাবর আজম) আমি কখনো ফলোই করিনি। আনফলো করব কীভাবে? ২০০৮ সালে স্কুল থেকে একে অপরকে চিনি। তখন সামাজিক যোগাযোগমাধ্যম ছিলই না।’
সালমানের মতে বাবরের সঙ্গে ঝামেলা নিয়ে নিজের মতো করে গল্প প্রচার করছেন অনেকে। সাংবাদিকদের সালমান বলেন, ‘অনেকে বলছেন তাকে আমি আনফলো করে দিয়েছি। কথাটা শুনে আমি শুধুই হেসেছি। মানুষে যেমন খুশি তেমন কথা ছড়াচ্ছেন। নিজেদের মতো করে গল্প তৈরি করছেন। ফলো না করলে আনফলো কীভাবে করব বলুন?’
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই পাকিস্তান করেছে ২০১ রান। দুই ম্যাচেই বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে স্বাগতিকেরা। এমনকি গত রাতে বাংলাদেশ ১৯৭ রানের লক্ষ্য দিলেও পাকিস্তান জিতে গেছে ১৬ বল হাতে রেখে ৭ উইকেটে। ৪৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ হারিস। তাঁর হাতেই উঠেছে সিরিজসেরার পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান সতীর্থদের প্রশংসা করে বলেন, ‘এই জয়টা অনেক বড়। ছেলেরা যেভাবে খেলেছে সত্যিই অনেক খুশি। যে ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই, সেটা আমরা প্রত্যেক ম্যাচেই করতে পেরেছি।’
আরব আমিরাত, পাকিস্তান সিরিজে ভরাডুবির পর বাংলাদেশের পরবর্তী গন্তব্য শ্রীলঙ্কা। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৬ ঘণ্টা আগে