নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অফফর্মের চক্রে ঘুরপাক খেতে থাকা লিটন দাসকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছিল বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটের লিস্ট এ সংস্করণ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) দল পাচ্ছিলেন না তিনি। অবশেষে বাংলাদেশের এই ৩০ বছর বয়সী ব্যাটারকে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।এই ক্লাবটির পৃষ্ঠপোষক তামিম ইকবাল।
ডিপিএলে গুলশানকে নেতৃত্ব দিচ্ছেন আজিজুল হাকিম তামিম। তাঁর নেতৃত্বে বাংলাদেশ গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল। তবু দেশের ঘরোয়া ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দেওয়া তো বয়সভিত্তিক ক্রিকেট ক্লাবের মতো সহজ নয়। গুলশানের কোচ খালেদ মাহমুদ সুজন এখানে লিটনের মতো ক্রিকেটারের গুরুত্ব অনুভব করছেন।
পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আজ ২২১ রান করেও গুলশান পেয়েছে ৫৭ রানের জয়। ইনিংস সর্বোচ্চ আজিজুল তামিম ৭৯ বলে ৬২ রান করেছেন। গুলশানের সহজ জয়ের পর মিরপুরে সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘এখানে (ড্রেসিংরুমে) হয়তোবা দেশসেরা অনেক ভবিষ্যৎ ক্রিকেটার আছে। অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার আছে এখানে। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক এখানে আছে। আমার মনে হয় লিটনের থেকে অনেক কিছু শিখতে পারছে তারা। লিটন মাঠ সামাল দিতে পারছে। তামিমকে সমর্থন দিতে পারছে। এটা তামিমের জন্য অনেক বড় সুবিধা। লিটন কীভাবে চিন্তা করছে, কী পরিকল্পনা করছে, বোলিং সামলানো-এটাও তামিম শিখছে আমার মনে হয়।’
২০১৫ সালে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু লিটনের। ৯ বছরে বাংলাদেশের জার্সিতে তিন সংস্করণ মিলে ২৩৭ ম্যাচ খেলেছেন ঠিকই। তবে ধারাবাহিক হতে পারেননি। হ্যালির ধূমকেতুর মতো অনেক দিন পর পর জ্বলে ওঠেন। ফর্ম যা-ই হোক, সুজনের মতে লিটনের থেকে ড্রেসিংরুমের ক্রিকেটাররা অনেক কিছু শিখছেন। গুলশানের কোচ বলেন, ‘লিটনের ড্রেসিংরুমে থাকা বাড়তি অনুপ্রেরণা তো অবশ্যই পুরো দলের জন্য। দেশসেরা ক্রিকেটার ড্রেসিংরুমে আছে। আপনার প্রশ্নটা ছিল যে শিক্ষার, আসলে এটার তো শেষ নেই। তার (লিটন) অভিজ্ঞতা শেয়ার করা। হয়তো ড্রেসিংরুমে থাকাতে লিটন কথাও বলতে পারত না। তবে এখন লিটন যখন ড্রেসিংরুমে থাকছে, অনেক কিছু শেয়ার হচ্ছে তাদের সঙ্গে। প্রথম ম্যাচে অতটা ঘনিষ্ঠ ছিল না। এখন অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছে।’
চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার দৌড়ে লিটনের নামটাই বেশি শোনা যাচ্ছে। মিরপুরে আজ সাংবাদিকেরা এখানে তাসকিন আহমেদের নামও বলেছেন। সুজন বলেন, ‘আমাদের দেশে কী আছে, না আছে সেটা গুরুত্বপূর্ণ না। যদি আপনি মনে করেন, তিন সংস্করণে তিন জন অধিনায়ক দেওয়া উচিত বা দিলে খারাপ হবে না, তাহলে দিতে পারেন। সাদা বলের ক্রিকেটে একজন অধিনায়ক রাখাই ভালো। আর টেস্টে অন্য ব্যাপার থাকে। আমি জানি না শান্তর জন্য চাপ হচ্ছে কি হচ্ছে না। তবে যদি তিন সংস্করণে তিন অধিনায়কের চিন্তা করে, সেটা ভুল কিছু না। তাহলে সবাই যার যার সংস্করণ নিয়ে চিন্তা করবে। বাড়তি কোনো চাপ থাকবে না।’
সুজনের মতে লিটন যেকোনো সংস্করণেই অধিনায়ক হওয়ার যোগ্য। গুলশানের কোচ বলেন, ‘লিটনের খুব ভালো মাথা। টি-টোয়েন্টি কেন, যেকোনো সংস্করণেই অধিনায়ক হতে পারে। মাথা ভালো। ক্রিকেট জ্ঞান ভালো। অনেক দিন ধরে খেলছে। সিনিয়র ক্রিকেটার হয়ে গেছে। মনে হয় না খারাপ কিছু হবে।’
দুবাইয়ে ৯ মার্চ নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত। আইসিসির এই ইভেন্টের আগে লিটন গত বছর ৫ ওয়ানডে খেলে করেছেন ৬ রান। তিন বার শূন্য রানে আউট হয়েছেন। এবারের ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাবের জার্সিতে তিন ইনিংস খেলে করেছেন ৯৬ রান। যার মধ্যে অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলেছেন ৬০ রানের ইনিংস। ডিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩ জয় ও ২ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে গুলশান।
আরও পড়ুন:

অফফর্মের চক্রে ঘুরপাক খেতে থাকা লিটন দাসকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছিল বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটের লিস্ট এ সংস্করণ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) দল পাচ্ছিলেন না তিনি। অবশেষে বাংলাদেশের এই ৩০ বছর বয়সী ব্যাটারকে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।এই ক্লাবটির পৃষ্ঠপোষক তামিম ইকবাল।
ডিপিএলে গুলশানকে নেতৃত্ব দিচ্ছেন আজিজুল হাকিম তামিম। তাঁর নেতৃত্বে বাংলাদেশ গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল। তবু দেশের ঘরোয়া ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দেওয়া তো বয়সভিত্তিক ক্রিকেট ক্লাবের মতো সহজ নয়। গুলশানের কোচ খালেদ মাহমুদ সুজন এখানে লিটনের মতো ক্রিকেটারের গুরুত্ব অনুভব করছেন।
পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আজ ২২১ রান করেও গুলশান পেয়েছে ৫৭ রানের জয়। ইনিংস সর্বোচ্চ আজিজুল তামিম ৭৯ বলে ৬২ রান করেছেন। গুলশানের সহজ জয়ের পর মিরপুরে সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘এখানে (ড্রেসিংরুমে) হয়তোবা দেশসেরা অনেক ভবিষ্যৎ ক্রিকেটার আছে। অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার আছে এখানে। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক এখানে আছে। আমার মনে হয় লিটনের থেকে অনেক কিছু শিখতে পারছে তারা। লিটন মাঠ সামাল দিতে পারছে। তামিমকে সমর্থন দিতে পারছে। এটা তামিমের জন্য অনেক বড় সুবিধা। লিটন কীভাবে চিন্তা করছে, কী পরিকল্পনা করছে, বোলিং সামলানো-এটাও তামিম শিখছে আমার মনে হয়।’
২০১৫ সালে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু লিটনের। ৯ বছরে বাংলাদেশের জার্সিতে তিন সংস্করণ মিলে ২৩৭ ম্যাচ খেলেছেন ঠিকই। তবে ধারাবাহিক হতে পারেননি। হ্যালির ধূমকেতুর মতো অনেক দিন পর পর জ্বলে ওঠেন। ফর্ম যা-ই হোক, সুজনের মতে লিটনের থেকে ড্রেসিংরুমের ক্রিকেটাররা অনেক কিছু শিখছেন। গুলশানের কোচ বলেন, ‘লিটনের ড্রেসিংরুমে থাকা বাড়তি অনুপ্রেরণা তো অবশ্যই পুরো দলের জন্য। দেশসেরা ক্রিকেটার ড্রেসিংরুমে আছে। আপনার প্রশ্নটা ছিল যে শিক্ষার, আসলে এটার তো শেষ নেই। তার (লিটন) অভিজ্ঞতা শেয়ার করা। হয়তো ড্রেসিংরুমে থাকাতে লিটন কথাও বলতে পারত না। তবে এখন লিটন যখন ড্রেসিংরুমে থাকছে, অনেক কিছু শেয়ার হচ্ছে তাদের সঙ্গে। প্রথম ম্যাচে অতটা ঘনিষ্ঠ ছিল না। এখন অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছে।’
চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার দৌড়ে লিটনের নামটাই বেশি শোনা যাচ্ছে। মিরপুরে আজ সাংবাদিকেরা এখানে তাসকিন আহমেদের নামও বলেছেন। সুজন বলেন, ‘আমাদের দেশে কী আছে, না আছে সেটা গুরুত্বপূর্ণ না। যদি আপনি মনে করেন, তিন সংস্করণে তিন জন অধিনায়ক দেওয়া উচিত বা দিলে খারাপ হবে না, তাহলে দিতে পারেন। সাদা বলের ক্রিকেটে একজন অধিনায়ক রাখাই ভালো। আর টেস্টে অন্য ব্যাপার থাকে। আমি জানি না শান্তর জন্য চাপ হচ্ছে কি হচ্ছে না। তবে যদি তিন সংস্করণে তিন অধিনায়কের চিন্তা করে, সেটা ভুল কিছু না। তাহলে সবাই যার যার সংস্করণ নিয়ে চিন্তা করবে। বাড়তি কোনো চাপ থাকবে না।’
সুজনের মতে লিটন যেকোনো সংস্করণেই অধিনায়ক হওয়ার যোগ্য। গুলশানের কোচ বলেন, ‘লিটনের খুব ভালো মাথা। টি-টোয়েন্টি কেন, যেকোনো সংস্করণেই অধিনায়ক হতে পারে। মাথা ভালো। ক্রিকেট জ্ঞান ভালো। অনেক দিন ধরে খেলছে। সিনিয়র ক্রিকেটার হয়ে গেছে। মনে হয় না খারাপ কিছু হবে।’
দুবাইয়ে ৯ মার্চ নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত। আইসিসির এই ইভেন্টের আগে লিটন গত বছর ৫ ওয়ানডে খেলে করেছেন ৬ রান। তিন বার শূন্য রানে আউট হয়েছেন। এবারের ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাবের জার্সিতে তিন ইনিংস খেলে করেছেন ৯৬ রান। যার মধ্যে অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলেছেন ৬০ রানের ইনিংস। ডিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩ জয় ও ২ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে গুলশান।
আরও পড়ুন:

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১ সেকেন্ড আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৩৭ মিনিট আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
২ ঘণ্টা আগে