নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম—ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ এই দুই ক্রিকেটার দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। দুজনের সেঞ্চুরিতেই দল জিতেছে হেসেখেলে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন দুই সেঞ্চুরিয়ানই।
সোহান, সাদমানদের সেঞ্চুরির দিনে জয় পেয়েছে আজিজুল হাকিম তামিম-লিটন দাসদের গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫৭ রানে হারিয়েছে আজিজুল তামিমের গুলশান। এবারের ডিপিএলে আজই প্রথম ফিফটি পেয়েছেন তামিম।
মিরপুরে আজ টস জিতে ফিল্ডিং নেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাব্বির রহমান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুলশান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২২১ রান। ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেছেন গুলশান অধিনায়ক আজিজুল তামিম। ৭৯ বলের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেছেন। ২২২ রানের লক্ষ্যে নেমে ৩১.৪ ওভারে ৬ উইকেটে ১০৭ রানে পরিণত হয় পারটেক্স। সপ্তম উইকেটে ৩১ রানের জুটি গড়েন রবিউল ইসলাম রবি ও আলাউদ্দিন বাবু। পারটেক্সের ইনিংসে এটাই সর্বোচ্চ জুটি।
৩৬তম ওভারের পঞ্চম বলে রবিকে ফিরিয়ে জুটি ভাঙেন নিহাদ উজ জামান। এরপরই চোখের পলকে ধসে গেছে পারটেক্সের ইনিংস। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ৪৩.২ ওভারে ১৬৪ রানে অলআউট পারটেক্স। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন রবি। ৩৮ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। গুলশানের ৫৭ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক তামিম।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ টস জিতে ব্যাটিং নিয়েছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক সোহান। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ধানমন্ডি ৫০ ওভারে ৯ উইকেট ২৭৭ রান করেছে। ১৩১ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩২ রান করে সোহান অপরাজিত থাকেন। জয়ের লক্ষ্যে নেমে শাইনপুকুর ৪৫.৩ ওভারে ১৮০ রানে অলআউট হয়েছে। ধানমন্ডির ৯৭ রানের জয়ে অধিনায়ক সোহানের হাতে উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
দিনের অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ টাইগার্স ৫০ ওভারে ২৬০ রানে গুটিয়ে গেছে। ২৬১ রানের লক্ষ্যে নেমে ৩১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। ১০৮ বলে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অগ্রণীর ওপেনার সাদমান। ১১ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। অগ্রণী অধিনায়ক ইমরুল ৫৮ বলে করেছেন ৬২ রান।

নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম—ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ এই দুই ক্রিকেটার দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। দুজনের সেঞ্চুরিতেই দল জিতেছে হেসেখেলে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন দুই সেঞ্চুরিয়ানই।
সোহান, সাদমানদের সেঞ্চুরির দিনে জয় পেয়েছে আজিজুল হাকিম তামিম-লিটন দাসদের গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫৭ রানে হারিয়েছে আজিজুল তামিমের গুলশান। এবারের ডিপিএলে আজই প্রথম ফিফটি পেয়েছেন তামিম।
মিরপুরে আজ টস জিতে ফিল্ডিং নেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাব্বির রহমান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুলশান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২২১ রান। ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেছেন গুলশান অধিনায়ক আজিজুল তামিম। ৭৯ বলের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেছেন। ২২২ রানের লক্ষ্যে নেমে ৩১.৪ ওভারে ৬ উইকেটে ১০৭ রানে পরিণত হয় পারটেক্স। সপ্তম উইকেটে ৩১ রানের জুটি গড়েন রবিউল ইসলাম রবি ও আলাউদ্দিন বাবু। পারটেক্সের ইনিংসে এটাই সর্বোচ্চ জুটি।
৩৬তম ওভারের পঞ্চম বলে রবিকে ফিরিয়ে জুটি ভাঙেন নিহাদ উজ জামান। এরপরই চোখের পলকে ধসে গেছে পারটেক্সের ইনিংস। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ৪৩.২ ওভারে ১৬৪ রানে অলআউট পারটেক্স। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন রবি। ৩৮ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। গুলশানের ৫৭ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক তামিম।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ টস জিতে ব্যাটিং নিয়েছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক সোহান। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ধানমন্ডি ৫০ ওভারে ৯ উইকেট ২৭৭ রান করেছে। ১৩১ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩২ রান করে সোহান অপরাজিত থাকেন। জয়ের লক্ষ্যে নেমে শাইনপুকুর ৪৫.৩ ওভারে ১৮০ রানে অলআউট হয়েছে। ধানমন্ডির ৯৭ রানের জয়ে অধিনায়ক সোহানের হাতে উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
দিনের অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ টাইগার্স ৫০ ওভারে ২৬০ রানে গুটিয়ে গেছে। ২৬১ রানের লক্ষ্যে নেমে ৩১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। ১০৮ বলে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অগ্রণীর ওপেনার সাদমান। ১১ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। অগ্রণী অধিনায়ক ইমরুল ৫৮ বলে করেছেন ৬২ রান।

২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৪২ মিনিট আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩ ঘণ্টা আগে