নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম—ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ এই দুই ক্রিকেটার দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। দুজনের সেঞ্চুরিতেই দল জিতেছে হেসেখেলে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন দুই সেঞ্চুরিয়ানই।
সোহান, সাদমানদের সেঞ্চুরির দিনে জয় পেয়েছে আজিজুল হাকিম তামিম-লিটন দাসদের গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫৭ রানে হারিয়েছে আজিজুল তামিমের গুলশান। এবারের ডিপিএলে আজই প্রথম ফিফটি পেয়েছেন তামিম।
মিরপুরে আজ টস জিতে ফিল্ডিং নেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাব্বির রহমান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুলশান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২২১ রান। ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেছেন গুলশান অধিনায়ক আজিজুল তামিম। ৭৯ বলের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেছেন। ২২২ রানের লক্ষ্যে নেমে ৩১.৪ ওভারে ৬ উইকেটে ১০৭ রানে পরিণত হয় পারটেক্স। সপ্তম উইকেটে ৩১ রানের জুটি গড়েন রবিউল ইসলাম রবি ও আলাউদ্দিন বাবু। পারটেক্সের ইনিংসে এটাই সর্বোচ্চ জুটি।
৩৬তম ওভারের পঞ্চম বলে রবিকে ফিরিয়ে জুটি ভাঙেন নিহাদ উজ জামান। এরপরই চোখের পলকে ধসে গেছে পারটেক্সের ইনিংস। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ৪৩.২ ওভারে ১৬৪ রানে অলআউট পারটেক্স। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন রবি। ৩৮ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। গুলশানের ৫৭ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক তামিম।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ টস জিতে ব্যাটিং নিয়েছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক সোহান। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ধানমন্ডি ৫০ ওভারে ৯ উইকেট ২৭৭ রান করেছে। ১৩১ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩২ রান করে সোহান অপরাজিত থাকেন। জয়ের লক্ষ্যে নেমে শাইনপুকুর ৪৫.৩ ওভারে ১৮০ রানে অলআউট হয়েছে। ধানমন্ডির ৯৭ রানের জয়ে অধিনায়ক সোহানের হাতে উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
দিনের অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ টাইগার্স ৫০ ওভারে ২৬০ রানে গুটিয়ে গেছে। ২৬১ রানের লক্ষ্যে নেমে ৩১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। ১০৮ বলে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অগ্রণীর ওপেনার সাদমান। ১১ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। অগ্রণী অধিনায়ক ইমরুল ৫৮ বলে করেছেন ৬২ রান।

নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম—ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ এই দুই ক্রিকেটার দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। দুজনের সেঞ্চুরিতেই দল জিতেছে হেসেখেলে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন দুই সেঞ্চুরিয়ানই।
সোহান, সাদমানদের সেঞ্চুরির দিনে জয় পেয়েছে আজিজুল হাকিম তামিম-লিটন দাসদের গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫৭ রানে হারিয়েছে আজিজুল তামিমের গুলশান। এবারের ডিপিএলে আজই প্রথম ফিফটি পেয়েছেন তামিম।
মিরপুরে আজ টস জিতে ফিল্ডিং নেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাব্বির রহমান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুলশান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২২১ রান। ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেছেন গুলশান অধিনায়ক আজিজুল তামিম। ৭৯ বলের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেছেন। ২২২ রানের লক্ষ্যে নেমে ৩১.৪ ওভারে ৬ উইকেটে ১০৭ রানে পরিণত হয় পারটেক্স। সপ্তম উইকেটে ৩১ রানের জুটি গড়েন রবিউল ইসলাম রবি ও আলাউদ্দিন বাবু। পারটেক্সের ইনিংসে এটাই সর্বোচ্চ জুটি।
৩৬তম ওভারের পঞ্চম বলে রবিকে ফিরিয়ে জুটি ভাঙেন নিহাদ উজ জামান। এরপরই চোখের পলকে ধসে গেছে পারটেক্সের ইনিংস। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ৪৩.২ ওভারে ১৬৪ রানে অলআউট পারটেক্স। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন রবি। ৩৮ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। গুলশানের ৫৭ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক তামিম।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ টস জিতে ব্যাটিং নিয়েছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক সোহান। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ধানমন্ডি ৫০ ওভারে ৯ উইকেট ২৭৭ রান করেছে। ১৩১ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩২ রান করে সোহান অপরাজিত থাকেন। জয়ের লক্ষ্যে নেমে শাইনপুকুর ৪৫.৩ ওভারে ১৮০ রানে অলআউট হয়েছে। ধানমন্ডির ৯৭ রানের জয়ে অধিনায়ক সোহানের হাতে উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
দিনের অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ টাইগার্স ৫০ ওভারে ২৬০ রানে গুটিয়ে গেছে। ২৬১ রানের লক্ষ্যে নেমে ৩১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। ১০৮ বলে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অগ্রণীর ওপেনার সাদমান। ১১ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। অগ্রণী অধিনায়ক ইমরুল ৫৮ বলে করেছেন ৬২ রান।

নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
১ ঘণ্টা আগে
চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
১ ঘণ্টা আগে
বিপিএলে আজ নেই কোনো ম্যাচ। বিরতির দিনটা ক্রিকেটাররা ফুরফুরে মেজাজেই কাটাতে চাইবেন। তবে মোস্তাফিজুর রহমানের জন্য দিনটি হতাশার। রাজনৈতিক মারপ্যাচের কারণে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে বাঁহাতি এই পেসার। আজই এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
২ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে মাঠের খেলাতেও। এর জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
৪ ঘণ্টা আগে