ভারতীয় সংবাদমাধ্যমের খবর
ক্রীড়া ডেস্ক

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর প্রক্রিয়া শুরুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে বিসিবি গতকাল আইসিসির কাছে চিঠি দিয়েছিল। একই দিনে ক্রিকবাজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আইসিসি যথেষ্ট ইতিবাচক। তবে গতকাল সাপ্তাহিক ছুটির কারণে কোনো সভা হয়নি। ক্রিকবাজের পর আজ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বিসিবির অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্য সূচি পরিবর্তনের কাজ শুরু করেছে আইসিসি।
টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়ার কথা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের খেলার কথা নেপালের বিপক্ষে। এখন যদি বাংলাদেশের চার ম্যাচ শ্রীলঙ্কায় চলে যায়, সে ক্ষেত্রে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, জিম্বাবুয়ে—‘বি’ গ্রুপে পড়েছে এই পাঁচ দল। শ্রীলঙ্কা আয়োজক হওয়ায় ঘরের মাঠেই গ্রুপ পর্বের চার ম্যাচ খেলবে। তবে বাকি চার দলের ম্যাচগুলোর কিছু অংশ ভারতে হওয়ার সম্ভাবনা রয়েছে। কলম্বোর প্রেমাদাসা, সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি), পাল্লেকেলে—শ্রীলঙ্কার এই তিন ভেন্যুতে হবে বিশ্বকাপ।
বিসিবি গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বোর্ড গত (শনি-রোববার) ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে এবং ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান শঙ্কা ও বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট খেলতে ভারত সফর করবে না।
মোস্তাফিজকে পরশু আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। একজন ক্রিকেটারকে যখন নিরাপত্তা দিতে পারছে না, সে ক্ষেত্রে পুরো দলকে কীভাবে নিরাপত্তা দেবে—এটা নিয়েই আলোচনা চলছে কয়েক দিন ধরে। নিরাপত্তার কারণে বিসিবি যে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে চিঠি দিয়েছে, সেটা যৌক্তিক মনে করেন পাইলট। মিরপুরে আজ সাংবাদিকদের তিনি বলেন, ‘একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি বলব, বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা খুবই সুন্দর। সরকার থেকেও দেখবেন যে সুন্দর একটা তথ্য দিয়েছে। সব মিলিয়ে বলব যে খুবই ভালো সিদ্ধান্ত। দেখুন একজন ক্রিকেটার মোস্তাফিজ...আমি কিন্তু কোনো বিতর্কিত বা রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না। আমার কাছে মনে হয় একজন ক্রিকেটারকে যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন একটা দেশে, ভারতের মতো এত বড় একটা দেশে যেখানে ক্রিকেটের সংস্কৃতিটা কিন্তু খুবই ভালো। আমি বলি ভারতের ক্রিকেট সংস্কৃতি সুন্দর ও বিশ্বমানের। সেখানে যদি একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারেন, সেখানে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে। ২৫ থেকে ৩০ জনের একটা দল থাকে। খেলোয়াড় যাবে, আমাদের সাংবাদিক ভাইয়েরা যাবেন এবং অনেক ভক্ত-সমর্থক আছেন, যেহেতু কলকাতায় খেলা পড়েছে। তাঁরা (ভক্ত-সমর্থক) যেতে চাইবেন। এত মানুষের নিরাপত্তা কীভাবে দেবেন?’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর প্রক্রিয়া শুরুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে বিসিবি গতকাল আইসিসির কাছে চিঠি দিয়েছিল। একই দিনে ক্রিকবাজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আইসিসি যথেষ্ট ইতিবাচক। তবে গতকাল সাপ্তাহিক ছুটির কারণে কোনো সভা হয়নি। ক্রিকবাজের পর আজ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বিসিবির অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্য সূচি পরিবর্তনের কাজ শুরু করেছে আইসিসি।
টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়ার কথা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের খেলার কথা নেপালের বিপক্ষে। এখন যদি বাংলাদেশের চার ম্যাচ শ্রীলঙ্কায় চলে যায়, সে ক্ষেত্রে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, জিম্বাবুয়ে—‘বি’ গ্রুপে পড়েছে এই পাঁচ দল। শ্রীলঙ্কা আয়োজক হওয়ায় ঘরের মাঠেই গ্রুপ পর্বের চার ম্যাচ খেলবে। তবে বাকি চার দলের ম্যাচগুলোর কিছু অংশ ভারতে হওয়ার সম্ভাবনা রয়েছে। কলম্বোর প্রেমাদাসা, সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি), পাল্লেকেলে—শ্রীলঙ্কার এই তিন ভেন্যুতে হবে বিশ্বকাপ।
বিসিবি গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বোর্ড গত (শনি-রোববার) ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে এবং ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান শঙ্কা ও বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট খেলতে ভারত সফর করবে না।
মোস্তাফিজকে পরশু আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। একজন ক্রিকেটারকে যখন নিরাপত্তা দিতে পারছে না, সে ক্ষেত্রে পুরো দলকে কীভাবে নিরাপত্তা দেবে—এটা নিয়েই আলোচনা চলছে কয়েক দিন ধরে। নিরাপত্তার কারণে বিসিবি যে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে চিঠি দিয়েছে, সেটা যৌক্তিক মনে করেন পাইলট। মিরপুরে আজ সাংবাদিকদের তিনি বলেন, ‘একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি বলব, বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা খুবই সুন্দর। সরকার থেকেও দেখবেন যে সুন্দর একটা তথ্য দিয়েছে। সব মিলিয়ে বলব যে খুবই ভালো সিদ্ধান্ত। দেখুন একজন ক্রিকেটার মোস্তাফিজ...আমি কিন্তু কোনো বিতর্কিত বা রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না। আমার কাছে মনে হয় একজন ক্রিকেটারকে যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন একটা দেশে, ভারতের মতো এত বড় একটা দেশে যেখানে ক্রিকেটের সংস্কৃতিটা কিন্তু খুবই ভালো। আমি বলি ভারতের ক্রিকেট সংস্কৃতি সুন্দর ও বিশ্বমানের। সেখানে যদি একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারেন, সেখানে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে। ২৫ থেকে ৩০ জনের একটা দল থাকে। খেলোয়াড় যাবে, আমাদের সাংবাদিক ভাইয়েরা যাবেন এবং অনেক ভক্ত-সমর্থক আছেন, যেহেতু কলকাতায় খেলা পড়েছে। তাঁরা (ভক্ত-সমর্থক) যেতে চাইবেন। এত মানুষের নিরাপত্তা কীভাবে দেবেন?’

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
১১ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১৪ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১৪ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১৫ ঘণ্টা আগে