ক্রীড়া ডেস্ক

রাওয়ালপিন্ডিতে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফি থেকে এরই মধ্যে দুই দলেরই বিদায় ঘণ্টা বেজে গেছে। নাজমুল হোসেন শান্তরা যখন টুর্নামেন্টে সান্ত্বনার জয় নিয়ে ভাবছেন, তখনই তাদের দুঃসংবাদ দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে, ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে শান্ত এখন অবস্থান ২৭ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৩। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অধিনায়ক দুই ম্যাচ খেলে করেছেন ৭৭ রান। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে শূন্য রানে আউট হয়েছেন। রাওয়ালপিন্ডিতে পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ১১০ বলে ৭৭ রান। মেরেছেন ৯ চার।
মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদের মতো দুই অভিজ্ঞ ব্যাটারেরও আইসিসি র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪২ ও ৪৩ নম্বরে অবস্থান করছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। মুশফিকের রেটিং পয়েন্ট ৫৫৫ ও মাহমুদউল্লাহর সেটা ৫৪৮। হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ৯ ও ৭ ধাপ পিছিয়েছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে মুশফিক মেরেছেন গোল্ডেন ডাক। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ৫ বলে ২ রান। একই ম্যাচে মাহমুদউল্লাহ করেছেন ৪ রান। দুই অভিজ্ঞ ব্যাটার বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন এই ম্যাচে।
৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শুবমান গিল। দুই, তিন ও চারে থাকা বাবর আজম, রোহিত শর্মা, হাইনরিখ ক্লাসেনের রেটিং ৭৭০, ৭৫৭ ও ৭৪৯। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে পরিবর্তন দুটি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে বিরাট কোহলি এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন। কোহলির রেটিং ৭৪৩। ভারতীয় ব্যাটার এগিয়ে যাওয়ায় এক ধাপ পিছিয়ে ৬ নম্বরে নেমে গেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। বাংলাদেশের বিপক্ষে একাদশে তাঁর অবশ্য সুযোগ মেলেনি।
৬৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মাহিশ তিকশানা। যদিও তাঁর দল শ্রীলঙ্কা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতাই অর্জন করেনি। বাংলাদেশের তাসকিন আহমেদ ৬ ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। ৫২৮ রেটিং পয়েন্ট নিয়ে তাসকিনের সঙ্গে যৌথভাবে ৩০ নম্বরে অবস্থান করেছেন মেহেদী হাসান মিরাজ। এখানে মিরাজ চার ধাপ পিছিয়েছেন।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফি থেকে এরই মধ্যে দুই দলেরই বিদায় ঘণ্টা বেজে গেছে। নাজমুল হোসেন শান্তরা যখন টুর্নামেন্টে সান্ত্বনার জয় নিয়ে ভাবছেন, তখনই তাদের দুঃসংবাদ দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে, ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে শান্ত এখন অবস্থান ২৭ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৩। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অধিনায়ক দুই ম্যাচ খেলে করেছেন ৭৭ রান। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে শূন্য রানে আউট হয়েছেন। রাওয়ালপিন্ডিতে পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ১১০ বলে ৭৭ রান। মেরেছেন ৯ চার।
মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদের মতো দুই অভিজ্ঞ ব্যাটারেরও আইসিসি র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪২ ও ৪৩ নম্বরে অবস্থান করছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। মুশফিকের রেটিং পয়েন্ট ৫৫৫ ও মাহমুদউল্লাহর সেটা ৫৪৮। হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ৯ ও ৭ ধাপ পিছিয়েছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে মুশফিক মেরেছেন গোল্ডেন ডাক। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ৫ বলে ২ রান। একই ম্যাচে মাহমুদউল্লাহ করেছেন ৪ রান। দুই অভিজ্ঞ ব্যাটার বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন এই ম্যাচে।
৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শুবমান গিল। দুই, তিন ও চারে থাকা বাবর আজম, রোহিত শর্মা, হাইনরিখ ক্লাসেনের রেটিং ৭৭০, ৭৫৭ ও ৭৪৯। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে পরিবর্তন দুটি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে বিরাট কোহলি এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন। কোহলির রেটিং ৭৪৩। ভারতীয় ব্যাটার এগিয়ে যাওয়ায় এক ধাপ পিছিয়ে ৬ নম্বরে নেমে গেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। বাংলাদেশের বিপক্ষে একাদশে তাঁর অবশ্য সুযোগ মেলেনি।
৬৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মাহিশ তিকশানা। যদিও তাঁর দল শ্রীলঙ্কা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতাই অর্জন করেনি। বাংলাদেশের তাসকিন আহমেদ ৬ ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। ৫২৮ রেটিং পয়েন্ট নিয়ে তাসকিনের সঙ্গে যৌথভাবে ৩০ নম্বরে অবস্থান করেছেন মেহেদী হাসান মিরাজ। এখানে মিরাজ চার ধাপ পিছিয়েছেন।

রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
৪ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
৫ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৭ ঘণ্টা আগে
চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
৭ ঘণ্টা আগে