Ajker Patrika

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

ক্রীড়া ডেস্ক    
বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে সতীর্থদের বাধা দেন কিলিয়ান এমবাপ্পে। ছবি: এএফপি
বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে সতীর্থদের বাধা দেন কিলিয়ান এমবাপ্পে। ছবি: এএফপি

স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল। কিন্তু রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে সেটা হতে দেননি।

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপের ফাইনাল হয়েছে গত রাতে জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রানার্সআপ রিয়ালের ফুটবলাররা মঞ্চ থেকে একে একে পদক নিচ্ছেন। চ্যাম্পিয়ন বার্সাকে গার্ড অব অনার দিতে প্রস্তুতি নিচ্ছিল রিয়াল মাদ্রিদ। রিয়ালের তরুণ ডিফেন্ডার রাউল আসেনসিও যখন গার্ড অব অনার দেবেন, সেই মুহূর্তে খুবই বিরক্তি প্রকাশ করেন এমবাপ্পে। ফরাসি এই ডিফেন্ডারের কারণে চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানাতে যে সংস্কৃতি স্পেন অনুসরণ করে থাকে, সেটা করতে পারেনি রিয়াল মাদ্রিদ।

হাঁটুর চোটে পড়ায় রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ম্যাচে খেলতে পারেননি এমবাপ্পে। গত রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতেও শতভাগ ফিট ছিলেন না তিনি। রিয়ালের শুরুর একাদশে তাই এমবাপ্পের পরিবর্তে খেলেছেন গনসালো গার্সিয়া। গার্সিয়ার পরিবর্তে ৭৬ মিনিটে এমবাপ্পেকে নামান কোচ জাবি আলোনসো। যেখানে ৯০ মিনিটে গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।

স্প্যানিশ সুপার কাপে গত বছর রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। গত রাতে জেদ্দায় অতটা ভরাডুবি হয়নি রিয়ালের। শেষ পর্যন্ত ৩-২ গোলে রিয়াল হেরেছে বার্সেলোনার কাছে। রিয়ালের গোল দুটি করেছেন গঞ্জালো গার্সিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়া। অপর গোল করেছেন রবার্ট লেভানডফস্কি। এ নিয়ে ১৬ বার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। এই তালিকায় দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপে ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত