ক্রীড়া ডেস্ক

৩৫ পেরোলেই উপমহাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবসরের গুঞ্জনটা বেশিই শোনা যায়। ৩৬ ও ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অবসর নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে, রোহিতকে নিয়ে ফিসফাস একটু বেশিই শোনা গেছে।
ভারতীয় দুই ব্যাটিং কিংবদন্তি কোহলি-রোহিত গত রাতে জিতেছেন আরও একটি আইসিসি ইভেন্টের শিরোপা। দুবাইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো জিতল চ্যাম্পিয়নস ট্রফি। রবীন্দ্র জাদেজার চারেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করল ভারত। সেই জাদেজার বয়সও ৩৬ বছর পেরিয়েছে। অবসরের গুঞ্জন যখন ডালপালা মেলেছে, তখন ভারতীয় এই অলরাউন্ডার দিলেন রহস্যময় পোস্ট। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আজ জাদেজা লিখেছেন, ‘অপ্রয়োজনীয় কোনো গুঞ্জন না। ধন্যবাদ।’
দুবাইয়ে গত রাতে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন রোহিত। ৭ চারের পাশাপাশি ৩ ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক। ম্যাচ শেষে ভারতের প্রতিনিধি হয়ে তিনিই সংবাদ সম্মেলনে গেছেন। প্রায় আধঘণ্টা সংবাদ সম্মেলন শেষে যখনই আসন ছাড়বেন, তখনই ভারতীয় অধিনায়ক সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, ‘আরেকটি ব্যাপার, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না। নিশ্চিত করতে চাইছি, সামনে এ বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায়। ঠিক আছে...?’ এরপর তিনি চেয়ার ছেড়ে হাঁটা দিলেন।’
সাড়ে ৮ মাসের ব্যবধানে ভারত দুইটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতল রোহিতের নেতৃত্বে। ২০২৪-এর ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি, রোহিত ও জাদেজা। আর গত রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত-কোহলি-জাদেজা এই ত্রয়ী দুই বার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ পেলেন। ২০১৩ সালে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দলেও ছিলেন ভারতীয় এই তিন ক্রিকেটার। ১২ বছর আগে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।

৩৫ পেরোলেই উপমহাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবসরের গুঞ্জনটা বেশিই শোনা যায়। ৩৬ ও ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অবসর নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে, রোহিতকে নিয়ে ফিসফাস একটু বেশিই শোনা গেছে।
ভারতীয় দুই ব্যাটিং কিংবদন্তি কোহলি-রোহিত গত রাতে জিতেছেন আরও একটি আইসিসি ইভেন্টের শিরোপা। দুবাইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো জিতল চ্যাম্পিয়নস ট্রফি। রবীন্দ্র জাদেজার চারেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করল ভারত। সেই জাদেজার বয়সও ৩৬ বছর পেরিয়েছে। অবসরের গুঞ্জন যখন ডালপালা মেলেছে, তখন ভারতীয় এই অলরাউন্ডার দিলেন রহস্যময় পোস্ট। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আজ জাদেজা লিখেছেন, ‘অপ্রয়োজনীয় কোনো গুঞ্জন না। ধন্যবাদ।’
দুবাইয়ে গত রাতে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন রোহিত। ৭ চারের পাশাপাশি ৩ ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক। ম্যাচ শেষে ভারতের প্রতিনিধি হয়ে তিনিই সংবাদ সম্মেলনে গেছেন। প্রায় আধঘণ্টা সংবাদ সম্মেলন শেষে যখনই আসন ছাড়বেন, তখনই ভারতীয় অধিনায়ক সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, ‘আরেকটি ব্যাপার, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না। নিশ্চিত করতে চাইছি, সামনে এ বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায়। ঠিক আছে...?’ এরপর তিনি চেয়ার ছেড়ে হাঁটা দিলেন।’
সাড়ে ৮ মাসের ব্যবধানে ভারত দুইটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতল রোহিতের নেতৃত্বে। ২০২৪-এর ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি, রোহিত ও জাদেজা। আর গত রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত-কোহলি-জাদেজা এই ত্রয়ী দুই বার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ পেলেন। ২০১৩ সালে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দলেও ছিলেন ভারতীয় এই তিন ক্রিকেটার। ১২ বছর আগে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩০ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে