ক্রীড়া ডেস্ক

৩৫ পেরোলেই উপমহাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবসরের গুঞ্জনটা বেশিই শোনা যায়। ৩৬ ও ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অবসর নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে, রোহিতকে নিয়ে ফিসফাস একটু বেশিই শোনা গেছে।
ভারতীয় দুই ব্যাটিং কিংবদন্তি কোহলি-রোহিত গত রাতে জিতেছেন আরও একটি আইসিসি ইভেন্টের শিরোপা। দুবাইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো জিতল চ্যাম্পিয়নস ট্রফি। রবীন্দ্র জাদেজার চারেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করল ভারত। সেই জাদেজার বয়সও ৩৬ বছর পেরিয়েছে। অবসরের গুঞ্জন যখন ডালপালা মেলেছে, তখন ভারতীয় এই অলরাউন্ডার দিলেন রহস্যময় পোস্ট। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আজ জাদেজা লিখেছেন, ‘অপ্রয়োজনীয় কোনো গুঞ্জন না। ধন্যবাদ।’
দুবাইয়ে গত রাতে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন রোহিত। ৭ চারের পাশাপাশি ৩ ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক। ম্যাচ শেষে ভারতের প্রতিনিধি হয়ে তিনিই সংবাদ সম্মেলনে গেছেন। প্রায় আধঘণ্টা সংবাদ সম্মেলন শেষে যখনই আসন ছাড়বেন, তখনই ভারতীয় অধিনায়ক সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, ‘আরেকটি ব্যাপার, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না। নিশ্চিত করতে চাইছি, সামনে এ বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায়। ঠিক আছে...?’ এরপর তিনি চেয়ার ছেড়ে হাঁটা দিলেন।’
সাড়ে ৮ মাসের ব্যবধানে ভারত দুইটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতল রোহিতের নেতৃত্বে। ২০২৪-এর ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি, রোহিত ও জাদেজা। আর গত রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত-কোহলি-জাদেজা এই ত্রয়ী দুই বার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ পেলেন। ২০১৩ সালে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দলেও ছিলেন ভারতীয় এই তিন ক্রিকেটার। ১২ বছর আগে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।

৩৫ পেরোলেই উপমহাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবসরের গুঞ্জনটা বেশিই শোনা যায়। ৩৬ ও ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অবসর নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে, রোহিতকে নিয়ে ফিসফাস একটু বেশিই শোনা গেছে।
ভারতীয় দুই ব্যাটিং কিংবদন্তি কোহলি-রোহিত গত রাতে জিতেছেন আরও একটি আইসিসি ইভেন্টের শিরোপা। দুবাইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো জিতল চ্যাম্পিয়নস ট্রফি। রবীন্দ্র জাদেজার চারেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করল ভারত। সেই জাদেজার বয়সও ৩৬ বছর পেরিয়েছে। অবসরের গুঞ্জন যখন ডালপালা মেলেছে, তখন ভারতীয় এই অলরাউন্ডার দিলেন রহস্যময় পোস্ট। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আজ জাদেজা লিখেছেন, ‘অপ্রয়োজনীয় কোনো গুঞ্জন না। ধন্যবাদ।’
দুবাইয়ে গত রাতে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন রোহিত। ৭ চারের পাশাপাশি ৩ ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক। ম্যাচ শেষে ভারতের প্রতিনিধি হয়ে তিনিই সংবাদ সম্মেলনে গেছেন। প্রায় আধঘণ্টা সংবাদ সম্মেলন শেষে যখনই আসন ছাড়বেন, তখনই ভারতীয় অধিনায়ক সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, ‘আরেকটি ব্যাপার, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না। নিশ্চিত করতে চাইছি, সামনে এ বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায়। ঠিক আছে...?’ এরপর তিনি চেয়ার ছেড়ে হাঁটা দিলেন।’
সাড়ে ৮ মাসের ব্যবধানে ভারত দুইটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতল রোহিতের নেতৃত্বে। ২০২৪-এর ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি, রোহিত ও জাদেজা। আর গত রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত-কোহলি-জাদেজা এই ত্রয়ী দুই বার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ পেলেন। ২০১৩ সালে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দলেও ছিলেন ভারতীয় এই তিন ক্রিকেটার। ১২ বছর আগে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে