ক্রীড়া ডেস্ক

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হারের দিনে হেরেছে ভারতও। গতকাল হংকংয়ের মাঠে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে তারা। বিপরীতে বাংলাদেশ নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরেছে ২-১ ব্যবধানে। হারের ফলে চার দলের গ্রুপ ‘সি’তে চার নম্বরে নেমে গেছে ভারত। সিঙ্গাপুরের কাছে হেরেও ভারতের ওপরে তিন নম্বরে বাংলাদেশ। তবে দুই দলেরই অর্জন সমান ১ পয়েন্ট।
সমান পয়েন্ট নিয়েও ভারতের চেয়ে কেন এগিয়ে বাংলাদেশ? সে ব্যাপারটি স্পষ্ট করা যাক। বাংলাদেশ ও ভারত দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে। নিজেদের মধ্যে একটি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে তাদের। একটি করে ম্যাচ হেরেছে। তারপর পয়েন্ট টেবিলে দেখা হয় গোল ব্যবধান। হামজা ও সুনীলদের গোল ব্যবধানে সমান (–১)।
তাহলে বাংলাদেশ এগিয়ে আছে কোথায়? মূলত ভারত টুর্নামেন্টে এখনো কোনো গোল করতে পারেনি। বাংলাদেশ একটি গোল করেছে সিঙ্গাপুরের বিপক্ষে। এ কারণেই পয়েন্ট টেবিলে ভারতের চেয়ে এগিয়ে হামজা চৌধুরীরা।
সুনীল ছেত্রীরা হংকং ম্যাচ জিততে পারলে পুরস্কার হিসেবে পেতেন ৪২ লক্ষ রুপি। আগেই এই ঘোষণা দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এই টনিকে উজ্জীবিত না হয়ে উল্টো ফিফা র্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ২৬ ধাপ পেছনে থাকা হংকংয়ের কাছে হেরে গেছে ভারত। তাতে গ্রুপের তলানীতে তারা। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিঙ্গাপুর। সমান ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করে দুই হংকং।
| দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল ব্যবধান | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|
| সিঙ্গাপুর | ২ | ১ | ১ | ০ | +১ | ৪ |
| হংকং | ২ | ১ | ১ | ০ | +১ | ৪ |
| বাংলাদেশ | ২ | ০ | ১ | ১ | –১ | ১ |
| ভারত | ২ | ০ | ১ | ১ | –১ | ১ |

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হারের দিনে হেরেছে ভারতও। গতকাল হংকংয়ের মাঠে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে তারা। বিপরীতে বাংলাদেশ নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরেছে ২-১ ব্যবধানে। হারের ফলে চার দলের গ্রুপ ‘সি’তে চার নম্বরে নেমে গেছে ভারত। সিঙ্গাপুরের কাছে হেরেও ভারতের ওপরে তিন নম্বরে বাংলাদেশ। তবে দুই দলেরই অর্জন সমান ১ পয়েন্ট।
সমান পয়েন্ট নিয়েও ভারতের চেয়ে কেন এগিয়ে বাংলাদেশ? সে ব্যাপারটি স্পষ্ট করা যাক। বাংলাদেশ ও ভারত দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে। নিজেদের মধ্যে একটি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে তাদের। একটি করে ম্যাচ হেরেছে। তারপর পয়েন্ট টেবিলে দেখা হয় গোল ব্যবধান। হামজা ও সুনীলদের গোল ব্যবধানে সমান (–১)।
তাহলে বাংলাদেশ এগিয়ে আছে কোথায়? মূলত ভারত টুর্নামেন্টে এখনো কোনো গোল করতে পারেনি। বাংলাদেশ একটি গোল করেছে সিঙ্গাপুরের বিপক্ষে। এ কারণেই পয়েন্ট টেবিলে ভারতের চেয়ে এগিয়ে হামজা চৌধুরীরা।
সুনীল ছেত্রীরা হংকং ম্যাচ জিততে পারলে পুরস্কার হিসেবে পেতেন ৪২ লক্ষ রুপি। আগেই এই ঘোষণা দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এই টনিকে উজ্জীবিত না হয়ে উল্টো ফিফা র্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ২৬ ধাপ পেছনে থাকা হংকংয়ের কাছে হেরে গেছে ভারত। তাতে গ্রুপের তলানীতে তারা। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিঙ্গাপুর। সমান ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করে দুই হংকং।
| দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল ব্যবধান | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|
| সিঙ্গাপুর | ২ | ১ | ১ | ০ | +১ | ৪ |
| হংকং | ২ | ১ | ১ | ০ | +১ | ৪ |
| বাংলাদেশ | ২ | ০ | ১ | ১ | –১ | ১ |
| ভারত | ২ | ০ | ১ | ১ | –১ | ১ |

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১০ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১১ ঘণ্টা আগে