নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রিশাদ হোসেনের সাফল্যে বাংলাদেশ দলের সবচেয়ে বেশি খুশি কে হবেন, বলুন তো? মুশতাক আহমেদ। স্পিন পরামর্শক হিসেবে বাংলাদেশ দলের সব স্পিনারের সাফল্যই তাঁকে আনন্দিত করে। তবে খেলোয়াড়ি জীবনে নিজেই ছিলেন দুর্দান্ত এক লেগ স্পিনার। লেগিদের প্রতি তাঁর দুর্বলতা, ভালো লাগা থাকবেই। মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রিশাদের ঘূর্ণি-জাদুতে মুশতাকের মুখে চওড়া হাসি খেলে যাওয়াটাই স্বাভাবিক।
লেগ স্পিন-গুগলিতে তুলে নিলেন ওয়ানডেতে প্রথমবারের মতো ৫ উইকেট। তার আগে ব্যাট হাতে আটে নেমে মহাগুরুত্বপূর্ণ ১৩ বলে ২৬ রান—লো স্কোরিং ম্যাচের নায়ক হতে আর কী লাগে রিশাদের!
আজকের আগে ওয়ানডেতে যাঁর সেরা বোলিং ছিল ৩৭ রানে ২ উইকেট, সেই রিশাদ কাল পেলেন ৬ উইকেট। বল দিয়ে দারুণ কথা বলাতে জানলেও প্রতিক্রিয়া প্রকাশে রিশাদ বেশ পরিমিত।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, ‘এটার অর্থ আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন।’
সামান্য একটা আফসোস থাকতে পারে, অল্পের জন্য একটি রেকর্ড নিজের করে নিতে পারেননি রিশাদ। ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে বোলিংয়ে সেরা রেকর্ড যৌথভাবে মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফি ২৬ রানে পেয়েছিলেন ৬ উইকেট। রুবেল ২০১৩ সালে ২৬ রানে ৬ উইকেট পেয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। রিশাদও ৬ উইকেট পেয়েছেন তবে রান দিয়েছেন ৩৫। সামগ্রিকভাবে রেকর্ডটা না হলেও একটা রেকর্ড হয়েছে রিশাদের, বাংলাদেশের স্পিনারদের মধ্যে সেরা বোলিং বিশ্লেষণী এখন ২৩ বছর বয়সী এ লেগ স্পিনারেরই।
মিরপুরের উইকেটে লেগ স্পিনার হিসেবে বাড়তি সুবিধা পাবেন, এটা ভেবে খেলেননি রিশাদ। শুধু নিজের প্রক্রিয়ার ওপর আস্থা রেখেছেন তরুণ লেগি, ‘না ওরকম কিছু চিন্তা ছিল না। চিন্তা ছিল নিজের প্রক্রিয়ায় ঠিক থাকা। ওরা শুরুতে সুন্দর ব্যাটিং করছিল। চেষ্টা ছিল ধৈর্য ধরে সুযোগ কাজে লাগাতে।’
আফগানিস্তান সিরিজের ফাঁকে রশিদ খানের সঙ্গে কথা হয়েছিল রিশাদের। কী পরামর্শ নিলেন তিনি, ‘লেগ স্পিনার হিসেবে টেকনিক ও প্রসেস নিয়ে কথা বলেছিলাম। সাধারণত লেগ স্পিনারদের মধ্যে যা কথা হয়ে থাকে। তাঁর সঙ্গে সামনের দিকে কীভাবে যাব না যাব সেটা নিয়ে কথা হয়েছে।

রিশাদ হোসেনের সাফল্যে বাংলাদেশ দলের সবচেয়ে বেশি খুশি কে হবেন, বলুন তো? মুশতাক আহমেদ। স্পিন পরামর্শক হিসেবে বাংলাদেশ দলের সব স্পিনারের সাফল্যই তাঁকে আনন্দিত করে। তবে খেলোয়াড়ি জীবনে নিজেই ছিলেন দুর্দান্ত এক লেগ স্পিনার। লেগিদের প্রতি তাঁর দুর্বলতা, ভালো লাগা থাকবেই। মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রিশাদের ঘূর্ণি-জাদুতে মুশতাকের মুখে চওড়া হাসি খেলে যাওয়াটাই স্বাভাবিক।
লেগ স্পিন-গুগলিতে তুলে নিলেন ওয়ানডেতে প্রথমবারের মতো ৫ উইকেট। তার আগে ব্যাট হাতে আটে নেমে মহাগুরুত্বপূর্ণ ১৩ বলে ২৬ রান—লো স্কোরিং ম্যাচের নায়ক হতে আর কী লাগে রিশাদের!
আজকের আগে ওয়ানডেতে যাঁর সেরা বোলিং ছিল ৩৭ রানে ২ উইকেট, সেই রিশাদ কাল পেলেন ৬ উইকেট। বল দিয়ে দারুণ কথা বলাতে জানলেও প্রতিক্রিয়া প্রকাশে রিশাদ বেশ পরিমিত।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, ‘এটার অর্থ আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন।’
সামান্য একটা আফসোস থাকতে পারে, অল্পের জন্য একটি রেকর্ড নিজের করে নিতে পারেননি রিশাদ। ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে বোলিংয়ে সেরা রেকর্ড যৌথভাবে মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফি ২৬ রানে পেয়েছিলেন ৬ উইকেট। রুবেল ২০১৩ সালে ২৬ রানে ৬ উইকেট পেয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। রিশাদও ৬ উইকেট পেয়েছেন তবে রান দিয়েছেন ৩৫। সামগ্রিকভাবে রেকর্ডটা না হলেও একটা রেকর্ড হয়েছে রিশাদের, বাংলাদেশের স্পিনারদের মধ্যে সেরা বোলিং বিশ্লেষণী এখন ২৩ বছর বয়সী এ লেগ স্পিনারেরই।
মিরপুরের উইকেটে লেগ স্পিনার হিসেবে বাড়তি সুবিধা পাবেন, এটা ভেবে খেলেননি রিশাদ। শুধু নিজের প্রক্রিয়ার ওপর আস্থা রেখেছেন তরুণ লেগি, ‘না ওরকম কিছু চিন্তা ছিল না। চিন্তা ছিল নিজের প্রক্রিয়ায় ঠিক থাকা। ওরা শুরুতে সুন্দর ব্যাটিং করছিল। চেষ্টা ছিল ধৈর্য ধরে সুযোগ কাজে লাগাতে।’
আফগানিস্তান সিরিজের ফাঁকে রশিদ খানের সঙ্গে কথা হয়েছিল রিশাদের। কী পরামর্শ নিলেন তিনি, ‘লেগ স্পিনার হিসেবে টেকনিক ও প্রসেস নিয়ে কথা বলেছিলাম। সাধারণত লেগ স্পিনারদের মধ্যে যা কথা হয়ে থাকে। তাঁর সঙ্গে সামনের দিকে কীভাবে যাব না যাব সেটা নিয়ে কথা হয়েছে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১০ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে