আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীতে আজ শনিবার নিজেদের কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত পুলিশের নিষেধাজ্ঞায় তা স্থগিত করে জাতীয় পার্টি। তারপরও সকাল থেকেই বিজয়নগরে দলটির কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তা ছিল পুলিশের। কার্যালয়ে কোনো নেতা-কর্মীরও দেখা মেলেনি।
ওই এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতার অংশ হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাই সেখানে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, সে জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়। এটা আমাদের নিয়মিত কাজ।’
বিকেল ৫টার দিকে জাপা কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, আগুন দেওয়া ভবনটি খালি পড়ে আছে। কোনো নেতা-কর্মী সেখানে নেই। উৎসুক পথচারী পোড়া ভবনটির সামনে দাঁড়িয়ে দেখছেন। আর নিজেদের মধ্যে আলোচনা করছেন। কেউ কেউ আবার ছবিও তুলছেন।
কাকরাইল, নাইটিঙ্গেল মোড় এলাকায়ও স্বাভাবিক পরিস্থিতি ছিল। এ সময় কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। রমনা থানার বিপরীতে পুলিশের একটি গাড়িতে চার-পাঁচজন পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা যায়।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন ছিল। সেনাবাহিনীর টিমকেও ওই এলাকায় টহল দিতে দেখা গেছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও প্রবেশপথে পুলিশ সদস্যদের তৎপরতা ছিল। এ সময় উৎসুক জনতা ভিড় জমালেই সরিয়ে দেন পুলিশ সদস্যরা।
বিগত নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করা এবং সেই সরকারের অংশীদার হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে চলমান রাষ্ট্র সংস্কার সংলাপে জাতীয় পার্টিকে ডাকছে না অন্তর্বর্তী সরকার। এ নিয়ে রংপুরে সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করে জাতীয় পার্টি। ছাত্র আন্দোলনের দুই নেতা রংপুর সফরে গেলে তারা লাঠিমিছিলও বের করেন।
অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে জাতীয় পার্টির নেতা-কর্মীদের আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে বিভিন্ন হামলা-মামলার শিকার হতে হচ্ছে। এই অভিযোগ করে এর প্রতিবাদে শনিবার মহাসমাবেশের ডাক দেয় দলটি। কিন্তু সমাবেশ ডাকার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় পার্টির দলীয় কার্যালয় অভিমুখে মিছিল করেন ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে কিছু ছাত্র-জনতা। সেখানে তাদের ওপর হামলা হলে ফিরে এসে পাল্টা হামলা করা হয়।
এ সময় কার্যালয়টিতে আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয়। শুক্রবার সংবাদ সম্মেলন করে জীবন দিয়ে হলেও সমাবেশ সফল করার ঘোষণা দেন জাপার চেয়ারম্যান জি এম কাদের। পরে ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে তাদের প্রতিহত করার ঘোষণা এবং ডিএমপি সভা-সমাবেশ নিষিদ্ধ করার পর পিছু হটে সমাবেশ স্থগিত করে জাপা।

রাজধানীতে আজ শনিবার নিজেদের কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত পুলিশের নিষেধাজ্ঞায় তা স্থগিত করে জাতীয় পার্টি। তারপরও সকাল থেকেই বিজয়নগরে দলটির কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তা ছিল পুলিশের। কার্যালয়ে কোনো নেতা-কর্মীরও দেখা মেলেনি।
ওই এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতার অংশ হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাই সেখানে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, সে জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়। এটা আমাদের নিয়মিত কাজ।’
বিকেল ৫টার দিকে জাপা কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, আগুন দেওয়া ভবনটি খালি পড়ে আছে। কোনো নেতা-কর্মী সেখানে নেই। উৎসুক পথচারী পোড়া ভবনটির সামনে দাঁড়িয়ে দেখছেন। আর নিজেদের মধ্যে আলোচনা করছেন। কেউ কেউ আবার ছবিও তুলছেন।
কাকরাইল, নাইটিঙ্গেল মোড় এলাকায়ও স্বাভাবিক পরিস্থিতি ছিল। এ সময় কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। রমনা থানার বিপরীতে পুলিশের একটি গাড়িতে চার-পাঁচজন পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা যায়।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন ছিল। সেনাবাহিনীর টিমকেও ওই এলাকায় টহল দিতে দেখা গেছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও প্রবেশপথে পুলিশ সদস্যদের তৎপরতা ছিল। এ সময় উৎসুক জনতা ভিড় জমালেই সরিয়ে দেন পুলিশ সদস্যরা।
বিগত নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করা এবং সেই সরকারের অংশীদার হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে চলমান রাষ্ট্র সংস্কার সংলাপে জাতীয় পার্টিকে ডাকছে না অন্তর্বর্তী সরকার। এ নিয়ে রংপুরে সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করে জাতীয় পার্টি। ছাত্র আন্দোলনের দুই নেতা রংপুর সফরে গেলে তারা লাঠিমিছিলও বের করেন।
অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে জাতীয় পার্টির নেতা-কর্মীদের আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে বিভিন্ন হামলা-মামলার শিকার হতে হচ্ছে। এই অভিযোগ করে এর প্রতিবাদে শনিবার মহাসমাবেশের ডাক দেয় দলটি। কিন্তু সমাবেশ ডাকার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় পার্টির দলীয় কার্যালয় অভিমুখে মিছিল করেন ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে কিছু ছাত্র-জনতা। সেখানে তাদের ওপর হামলা হলে ফিরে এসে পাল্টা হামলা করা হয়।
এ সময় কার্যালয়টিতে আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয়। শুক্রবার সংবাদ সম্মেলন করে জীবন দিয়ে হলেও সমাবেশ সফল করার ঘোষণা দেন জাপার চেয়ারম্যান জি এম কাদের। পরে ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে তাদের প্রতিহত করার ঘোষণা এবং ডিএমপি সভা-সমাবেশ নিষিদ্ধ করার পর পিছু হটে সমাবেশ স্থগিত করে জাপা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
৮ ঘণ্টা আগে