আজকের পত্রিকা ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নির্বাচনের দিন-তারিখ নিয়ে আলাপ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ রোববার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান নজরুল ইসলাম খান।
এ দিন বিকেল তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যায় বিএনপির প্রতিনিধি দল। নজরুল ইসলাম খান ছাড়াও এই দলে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমানও ছিলেন। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এএম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ অংশ নেন।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব সরকারের। আগামীকাল (সোমবার) প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের (বিএনপি) আলোচনা আছে। আমরা সেখানে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব।’
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আলোচনা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘এই মুহূর্তে নির্বাচন কমিশনের কার্যক্রম এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাছ থেকে যতটুকু জেনেছি, ভোটার হালনাগাদসহ চলতি বছরের মে মাসের মধ্যেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব। সেটা হলে প্রস্তুতি শেষ করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।’
এ সময় এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘আমরা (বিএনপি) যদি মনে করি সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, তাতে আমরাও বাধা দেব।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নির্বাচনের দিন-তারিখ নিয়ে আলাপ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ রোববার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান নজরুল ইসলাম খান।
এ দিন বিকেল তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যায় বিএনপির প্রতিনিধি দল। নজরুল ইসলাম খান ছাড়াও এই দলে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমানও ছিলেন। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এএম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ অংশ নেন।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব সরকারের। আগামীকাল (সোমবার) প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের (বিএনপি) আলোচনা আছে। আমরা সেখানে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব।’
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আলোচনা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘এই মুহূর্তে নির্বাচন কমিশনের কার্যক্রম এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাছ থেকে যতটুকু জেনেছি, ভোটার হালনাগাদসহ চলতি বছরের মে মাসের মধ্যেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব। সেটা হলে প্রস্তুতি শেষ করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।’
এ সময় এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘আমরা (বিএনপি) যদি মনে করি সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, তাতে আমরাও বাধা দেব।’

খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘নববর্ষে আমাদের উচ্চারণ হোক ধ্বংস নয়, প্রতিশোধ নয়, আসুন, ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি।’
১০ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
৩২ মিনিট আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাক্কোডি।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারতের ওই কূটনীতিক তাঁকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এ জন্য এটি গোপন রাখা হয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা
৩ ঘণ্টা আগে