নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে দলটির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
বৈঠকে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের কাছে আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ‘একতরফা’ বলে উপস্থাপন করেছে বিএনপির প্রতিনিধিদল। এর সপক্ষে দলটির পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে আবদুল মঈন খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা যতটুকু বুঝেছি, তাঁরা নির্বাচন পরিস্থিতির বিষয়ে একটি প্রতিবেদন দেবেন। সেটার তথ্য সংগ্রহ করছেন। আমরা বাস্তবতাটা তুলে ধরেছি, এটা কোনো নির্বাচন নয়, নাটক হচ্ছে।’
বৈঠক সূত্রগুলো বলছে, সরকার বিএনপিসহ বিরোধী অনেক দলকে বাইরে রেখে যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এই নির্বাচনে ক্ষমতাসীনেরা নিজেদের প্রার্থী দিয়েছে, আবার দলের অন্যদের স্বতন্ত্র প্রার্থী করেছে, যাদের ‘ডামি প্রার্থী’ বলা হচ্ছে। আবার অনেক দলের সঙ্গে আসন ভাগাভাগি করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন বর্জনের দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর অত্যাচার-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে। সার্বিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে ইইউ বিশেষজ্ঞ দলের কাছে।
মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলের অন্যদের মধ্যে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান।
ইইউ প্রতিনিধিদলে ছিলেন রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস। বেলা ৩টা থেকে বৈঠক শুরু হয়ে বিকেল ৪টার পর শেষ হয় বলে জানা গেছে।
এর আগে দুপুর ১২টায় সিলেটের স্থানীয় একটি হোটেলে সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন ইইউর দুই নির্বাচন বিশেষজ্ঞ। বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে দলটির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
বৈঠকে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের কাছে আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ‘একতরফা’ বলে উপস্থাপন করেছে বিএনপির প্রতিনিধিদল। এর সপক্ষে দলটির পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে আবদুল মঈন খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা যতটুকু বুঝেছি, তাঁরা নির্বাচন পরিস্থিতির বিষয়ে একটি প্রতিবেদন দেবেন। সেটার তথ্য সংগ্রহ করছেন। আমরা বাস্তবতাটা তুলে ধরেছি, এটা কোনো নির্বাচন নয়, নাটক হচ্ছে।’
বৈঠক সূত্রগুলো বলছে, সরকার বিএনপিসহ বিরোধী অনেক দলকে বাইরে রেখে যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এই নির্বাচনে ক্ষমতাসীনেরা নিজেদের প্রার্থী দিয়েছে, আবার দলের অন্যদের স্বতন্ত্র প্রার্থী করেছে, যাদের ‘ডামি প্রার্থী’ বলা হচ্ছে। আবার অনেক দলের সঙ্গে আসন ভাগাভাগি করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন বর্জনের দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর অত্যাচার-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে। সার্বিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে ইইউ বিশেষজ্ঞ দলের কাছে।
মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলের অন্যদের মধ্যে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান।
ইইউ প্রতিনিধিদলে ছিলেন রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস। বেলা ৩টা থেকে বৈঠক শুরু হয়ে বিকেল ৪টার পর শেষ হয় বলে জানা গেছে।
এর আগে দুপুর ১২টায় সিলেটের স্থানীয় একটি হোটেলে সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন ইইউর দুই নির্বাচন বিশেষজ্ঞ। বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৯ জানুয়ারি সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
৫ মিনিট আগে
তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, তারা (বিদ্রোহী প্রার্থী) প্রার্থিতা প্রত্যাহার করবেন। অনেকে এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানিয়েছেন। আমি মনে করি, প্রার্থিতা প্রত্যাহার করার সময়ের মধ্যে এই পরিস্থিতির উন্নতি হয়ে যাবে। নইলে দল তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
১ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। আজ শুক্রবার রাত ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে