নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সার্চ (অনুসন্ধান) কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)৷ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাব দেন জাসদ নেতারা। বুধবার বিকেল সাড়ে ৩টার পর বঙ্গভবনে যান জাসদের ছয় সদস্যের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ ছাড়া প্রতিনিধি দলে ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন।
বিকেল সোয়া পাঁচটায় জাসদ নেতারা বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসানুল হক ইনু বলেন, আমরা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছি। সেই সঙ্গে আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন একটা স্থায়ী সমাধান বলেও আমরা জানিয়েছি। সার্চ কমিটিতে একজন শিক্ষক এবং একজন নারীকে রাখার প্রস্তাব দিয়েছি আমরা। তবে কোনো নাম প্রস্তাব করিনি।
জাসদ মনে করে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের মধ্য থেকেই সার্চ কমিটির সদস্য মনোনয়ন দেওয়া সমীচিন।
রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর এ সংলাপ শুরু হয় গত সোমবার। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে প্রথম দিন নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। নিবন্ধিত ৩৮টি দলের সঙ্গে পর্যায়ক্রমে এ আলোচনা চলবে।

সার্চ (অনুসন্ধান) কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)৷ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাব দেন জাসদ নেতারা। বুধবার বিকেল সাড়ে ৩টার পর বঙ্গভবনে যান জাসদের ছয় সদস্যের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ ছাড়া প্রতিনিধি দলে ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন।
বিকেল সোয়া পাঁচটায় জাসদ নেতারা বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসানুল হক ইনু বলেন, আমরা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছি। সেই সঙ্গে আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন একটা স্থায়ী সমাধান বলেও আমরা জানিয়েছি। সার্চ কমিটিতে একজন শিক্ষক এবং একজন নারীকে রাখার প্রস্তাব দিয়েছি আমরা। তবে কোনো নাম প্রস্তাব করিনি।
জাসদ মনে করে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের মধ্য থেকেই সার্চ কমিটির সদস্য মনোনয়ন দেওয়া সমীচিন।
রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর এ সংলাপ শুরু হয় গত সোমবার। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে প্রথম দিন নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। নিবন্ধিত ৩৮টি দলের সঙ্গে পর্যায়ক্রমে এ আলোচনা চলবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের কর্মীরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না।’
১ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি দল নানা কৌশলে নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছে। আমরা তাদের সেই সুযোগ দেব না। আজ শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে
রাজনৈতিক সংশ্লিষ্টতা থেকে দূরে থাকতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সভাপতি ও মাছরাঙা টিভির বার্তা সম্পাদক রেজওয়ানুল হক রাজা। তিনি বলেছেন, ‘সাংবাদিকেরা রাজনৈতিক সংশ্লিষ্টতা দূর করতে না পারলে আমরা এক হতে পারব না।’
২ ঘণ্টা আগে
বাংলাদেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ‘বৃহত্তর ঐক্য’ বা ‘এক বাক্সে ভোট’ নিশ্চিত করার প্রচেষ্টা দীর্ঘদিনের। ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে সেই সম্ভাবনা তুঙ্গে উঠলেও শেষ পর্যন্ত তা চরম নাটকীয়তায় পর্যবসিত হয়েছে।
৪ ঘণ্টা আগে