নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সার্চ (অনুসন্ধান) কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)৷ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাব দেন জাসদ নেতারা। বুধবার বিকেল সাড়ে ৩টার পর বঙ্গভবনে যান জাসদের ছয় সদস্যের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ ছাড়া প্রতিনিধি দলে ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন।
বিকেল সোয়া পাঁচটায় জাসদ নেতারা বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসানুল হক ইনু বলেন, আমরা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছি। সেই সঙ্গে আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন একটা স্থায়ী সমাধান বলেও আমরা জানিয়েছি। সার্চ কমিটিতে একজন শিক্ষক এবং একজন নারীকে রাখার প্রস্তাব দিয়েছি আমরা। তবে কোনো নাম প্রস্তাব করিনি।
জাসদ মনে করে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের মধ্য থেকেই সার্চ কমিটির সদস্য মনোনয়ন দেওয়া সমীচিন।
রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর এ সংলাপ শুরু হয় গত সোমবার। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে প্রথম দিন নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। নিবন্ধিত ৩৮টি দলের সঙ্গে পর্যায়ক্রমে এ আলোচনা চলবে।

সার্চ (অনুসন্ধান) কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)৷ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাব দেন জাসদ নেতারা। বুধবার বিকেল সাড়ে ৩টার পর বঙ্গভবনে যান জাসদের ছয় সদস্যের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ ছাড়া প্রতিনিধি দলে ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন।
বিকেল সোয়া পাঁচটায় জাসদ নেতারা বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসানুল হক ইনু বলেন, আমরা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছি। সেই সঙ্গে আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন একটা স্থায়ী সমাধান বলেও আমরা জানিয়েছি। সার্চ কমিটিতে একজন শিক্ষক এবং একজন নারীকে রাখার প্রস্তাব দিয়েছি আমরা। তবে কোনো নাম প্রস্তাব করিনি।
জাসদ মনে করে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের মধ্য থেকেই সার্চ কমিটির সদস্য মনোনয়ন দেওয়া সমীচিন।
রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর এ সংলাপ শুরু হয় গত সোমবার। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে প্রথম দিন নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। নিবন্ধিত ৩৮টি দলের সঙ্গে পর্যায়ক্রমে এ আলোচনা চলবে।

২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফরের সূচনা করবেন।
২ ঘণ্টা আগে
বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
পেশার চেয়ে গোপন উৎসে ৫ গুণেরও বেশি আয় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্যও বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
১৩ ঘণ্টা আগে
ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে ছিল দুর্নীতির একটিসহ ১৮টি মামলা। এর মধ্যে ৯টিতে খালাস পেয়েছেন তিনি। ৮টি মামলা এখনো বিচারাধীন। একটি মামলার তদন্ত চলছে। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসাইন সাতটি মামলার মধ্যে চারটিতে খালাস পেয়েছেন। দুটিতে চূড়ান
১৩ ঘণ্টা আগে