নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার রাতে বা আগামীকাল দেশে ফিরছেন। গত ১ ডিসেম্বর তিনি লন্ডনে, পরে যুক্তরাষ্ট্র যান বলে দলীয় সূত্রে জানা গেছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের নয় দিন আগে আমীর খসরুর বিদেশ যাওয়া ও সমাবেশের আগে ফিরে আসা নিয়ে জল্পনা-কল্পনা চলছে রাজনৈতিক মহলে।
এ ব্যাপারে জানতে চাইলে নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর আজকের পত্রিকাকে বলেন, ‘খসরু ভাই বিদেশে গেছেন। কী কারণে গেছেন, সেটি জানি না।’
তবে বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে, তারপর আমেরিকায় থাকা তাঁর পরিবারের কাছে যান তিনি। সেখান থেকে আজকে রাতে দেশে ফিরতে পারেন।’
বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমীর খসরুর। তিনি দলের সিদ্ধান্ত প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কেন্দ্র ছাড়াও চট্টগ্রামের প্রায় সবকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান নিষ্ক্রিয় হওয়ার পর থেকে আমীর খসরু একাই সামলাচ্ছেন।
সর্বশেষ গত ২৪ নভেম্বর চট্টগ্রামের হালিশহরে শ্রমিক দলের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন আমীর খসরু। এর আগে ১২ অক্টোবর পলোগ্রাউন্ডে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিএনপির বড় বড় সব সমাবেশ ও আন্দোলন সামনে থেকে নেতৃত্ব দেন।
এমন একজন গুরুত্বপূর্ণ নেতা গতকাল বুধবার নয়াপল্টনে উপস্থিত ছিলেন না। ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশ রয়েছে। এর আগেই বিদেশে যাওয়া নিয়ে বিরোধী দলের নেতা কর্মীরা প্রশ্ন তুলেছেন। অনেকে ফেসবুকে বিমানবন্দরে আমীর খসরুর ছবি দিয়ে ‘পালিয়ে যাচ্ছেন’ বলে স্ট্যাটাস দিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার রাতে বা আগামীকাল দেশে ফিরছেন। গত ১ ডিসেম্বর তিনি লন্ডনে, পরে যুক্তরাষ্ট্র যান বলে দলীয় সূত্রে জানা গেছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের নয় দিন আগে আমীর খসরুর বিদেশ যাওয়া ও সমাবেশের আগে ফিরে আসা নিয়ে জল্পনা-কল্পনা চলছে রাজনৈতিক মহলে।
এ ব্যাপারে জানতে চাইলে নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর আজকের পত্রিকাকে বলেন, ‘খসরু ভাই বিদেশে গেছেন। কী কারণে গেছেন, সেটি জানি না।’
তবে বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে, তারপর আমেরিকায় থাকা তাঁর পরিবারের কাছে যান তিনি। সেখান থেকে আজকে রাতে দেশে ফিরতে পারেন।’
বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমীর খসরুর। তিনি দলের সিদ্ধান্ত প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কেন্দ্র ছাড়াও চট্টগ্রামের প্রায় সবকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান নিষ্ক্রিয় হওয়ার পর থেকে আমীর খসরু একাই সামলাচ্ছেন।
সর্বশেষ গত ২৪ নভেম্বর চট্টগ্রামের হালিশহরে শ্রমিক দলের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন আমীর খসরু। এর আগে ১২ অক্টোবর পলোগ্রাউন্ডে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিএনপির বড় বড় সব সমাবেশ ও আন্দোলন সামনে থেকে নেতৃত্ব দেন।
এমন একজন গুরুত্বপূর্ণ নেতা গতকাল বুধবার নয়াপল্টনে উপস্থিত ছিলেন না। ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশ রয়েছে। এর আগেই বিদেশে যাওয়া নিয়ে বিরোধী দলের নেতা কর্মীরা প্রশ্ন তুলেছেন। অনেকে ফেসবুকে বিমানবন্দরে আমীর খসরুর ছবি দিয়ে ‘পালিয়ে যাচ্ছেন’ বলে স্ট্যাটাস দিয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
৯ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১০ ঘণ্টা আগে