নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সাবেক নেতা নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে সোনালি আঁশ প্রতীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতের আপিল বিভাগের আদেশের পর এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান এই নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘অ্যাপিলেট ডিভিশন থেকে তাদের (তৃণমূল বিএনপি) বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের নির্দেশ দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য। যেহেতু সর্বোচ্চ আদালত থেকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, সেহেতু আমরা দিতে বাধ্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
মো. আলমগীর বলেন, ‘যত দ্রুত সম্ভব দলটিকে (তৃণমূল বিএনপি) নিবন্ধন দেওয়া হবে। আদালত নির্দেশনা দেওয়ার পর মাঠে খতিয়ে দেখার সুযোগ নেই।’
ইসি আরও বলেন, ‘আদালতের নির্দেশ আমরা পালন করতে বাধ্য। আদালত নিশ্চয়ই সেগুলো প্রমাণ পেয়েছেন। আদালত তাদের প্রতীকও নির্ধারণ করে দিয়েছেন। দলটির প্রতীক হবে সোনালি আঁশ। সে সঙ্গে নিবন্ধিত দল হিসেবে গেজেট প্রকাশের পরই তা ইসির তালিকাভুক্ত হবে।’
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে তিনটি দল গড়েছিলেন নাজমুল হুদা। এই হিসেবে তৃণমূল বিএনপি তাঁর চতুর্থ দল।
গণসংহতি ও ইনসানিয়াত বিপ্লব নামে দুটি দলের বিষয়ে আদালতের সর্বোচ্চ আদেশ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করে দেখতে হবে বলে জানান ইসি মো. আলমগীর।
এদিকে গত বছর নিবন্ধনের জন্য প্রায় ১০০টি দলের আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি। মো. আলমগীর বলেন, ‘৯৩টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। ৫টি দল নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন না করায়, তাদের আবেদন বাতিল করা হয়েছে। ২টি দল আবেদন উইথড্র (প্রত্যাহার) করেছে।’
ইসি আলমগীর বলেন, ‘প্রাথমিক যাচাইয়ে আবেদনপত্রে যে তথ্য চাওয়া হয়েছে, তা অনেক দল জমা দেয়নি। ইসি ফের সেসব তথ্য দেওয়ার জন্য বলা হলে দলগুলো তা দিয়েছে। আগামী রোববার যাচাই কমিটি ফের সেগুলো নিয়ে বেলা তিনটায় বসবে। এরপর মাঠ পর্যায়ে দলগুলোর কার্যালয়, কমিটি আছে কি না—এসব খতিয়ে দেখা হবে।’

বিএনপির সাবেক নেতা নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে সোনালি আঁশ প্রতীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতের আপিল বিভাগের আদেশের পর এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান এই নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘অ্যাপিলেট ডিভিশন থেকে তাদের (তৃণমূল বিএনপি) বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের নির্দেশ দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য। যেহেতু সর্বোচ্চ আদালত থেকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, সেহেতু আমরা দিতে বাধ্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
মো. আলমগীর বলেন, ‘যত দ্রুত সম্ভব দলটিকে (তৃণমূল বিএনপি) নিবন্ধন দেওয়া হবে। আদালত নির্দেশনা দেওয়ার পর মাঠে খতিয়ে দেখার সুযোগ নেই।’
ইসি আরও বলেন, ‘আদালতের নির্দেশ আমরা পালন করতে বাধ্য। আদালত নিশ্চয়ই সেগুলো প্রমাণ পেয়েছেন। আদালত তাদের প্রতীকও নির্ধারণ করে দিয়েছেন। দলটির প্রতীক হবে সোনালি আঁশ। সে সঙ্গে নিবন্ধিত দল হিসেবে গেজেট প্রকাশের পরই তা ইসির তালিকাভুক্ত হবে।’
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে তিনটি দল গড়েছিলেন নাজমুল হুদা। এই হিসেবে তৃণমূল বিএনপি তাঁর চতুর্থ দল।
গণসংহতি ও ইনসানিয়াত বিপ্লব নামে দুটি দলের বিষয়ে আদালতের সর্বোচ্চ আদেশ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করে দেখতে হবে বলে জানান ইসি মো. আলমগীর।
এদিকে গত বছর নিবন্ধনের জন্য প্রায় ১০০টি দলের আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি। মো. আলমগীর বলেন, ‘৯৩টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। ৫টি দল নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন না করায়, তাদের আবেদন বাতিল করা হয়েছে। ২টি দল আবেদন উইথড্র (প্রত্যাহার) করেছে।’
ইসি আলমগীর বলেন, ‘প্রাথমিক যাচাইয়ে আবেদনপত্রে যে তথ্য চাওয়া হয়েছে, তা অনেক দল জমা দেয়নি। ইসি ফের সেসব তথ্য দেওয়ার জন্য বলা হলে দলগুলো তা দিয়েছে। আগামী রোববার যাচাই কমিটি ফের সেগুলো নিয়ে বেলা তিনটায় বসবে। এরপর মাঠ পর্যায়ে দলগুলোর কার্যালয়, কমিটি আছে কি না—এসব খতিয়ে দেখা হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন নিয়ে নতুন তথ্য দিয়েছে চারটি সংস্থার সম্মিলিত এক জরিপে। নতুন এই জরিপ দাবি করছে, আসন্ন নির্বাচনে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। জনসমর্থনে বিএনপি মাত্র ১ শতাংশীয় পয়েন্ট এগিয়ে আছে।
৪৩ মিনিট আগে
শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে, তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে।
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অন্যতম দুটি দলের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক করেছেন। আজ সোমবার বেলা ৩টায় মাওলানা মো. মামুনুল হকের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
আগামীকাল বা পরশুর মধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
৪ ঘণ্টা আগে