নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কার্যালয় দখলচেষ্টার প্রতিবাদ জানিয়ে দলটি বলেছে, দলীয় কার্যালয় দখলের প্রকাশ্য হুমকি কিংবা এর সমর্থন গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী ও সব প্রকার গণতান্ত্রিক চর্চার পথে অন্তরায়। আজ শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা।
মাসুদ রানা বলেন, আজ সিপিবি ও বাসদের গণসংগঠন ও সহযোগী সংগঠনগুলোর গণমিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে যে পরিস্থিতির উদ্ভূত হয়েছে, তা আশঙ্কাজনক। উক্ত কর্মসূচি প্রতিহত করতে সিপিবির অফিস দখলের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ও সুপরিকল্পিত মব তৈরির ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
কমরেড মাসুদ রানা আরও বলেন, ‘মতামত প্রকাশের স্বাধীনতা গণ-অভ্যুত্থানের অন্যতম স্পিরিট ছিল। অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কার্যালয় দখলের ঘোষণা ও এ ধরনের কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়া এবং মব তৈরি করা উদ্বেগজনক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক ঘাটতিকে নির্দেশ করে। একই সঙ্গে আমরা মনে করি, এ ধরনের পরিস্থিতি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে।’
উল্লেখ্য, সারা দেশে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ সাত দাবিতে গণমিছিলের আয়োজন করে সিপিবি ও বাসদের গণসংগঠন ও সহযোগী সংগঠনগুলো। আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই গণমিছিলের সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের বিরোধিতায় তাঁরা গণমিছিল প্রত্যাহার করে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করে শহীদ মিনার ত্যাগ করতে বাধ্য হন।
অন্যদিকে অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র–জনতাকে সিপিবির অফিস দখলের ডাক দেন। এতে মুক্তি ভবনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভবনটির সামনে অবস্থান নেয়। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এ প্রতিবাদ জানায়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কার্যালয় দখলচেষ্টার প্রতিবাদ জানিয়ে দলটি বলেছে, দলীয় কার্যালয় দখলের প্রকাশ্য হুমকি কিংবা এর সমর্থন গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী ও সব প্রকার গণতান্ত্রিক চর্চার পথে অন্তরায়। আজ শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা।
মাসুদ রানা বলেন, আজ সিপিবি ও বাসদের গণসংগঠন ও সহযোগী সংগঠনগুলোর গণমিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে যে পরিস্থিতির উদ্ভূত হয়েছে, তা আশঙ্কাজনক। উক্ত কর্মসূচি প্রতিহত করতে সিপিবির অফিস দখলের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ও সুপরিকল্পিত মব তৈরির ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
কমরেড মাসুদ রানা আরও বলেন, ‘মতামত প্রকাশের স্বাধীনতা গণ-অভ্যুত্থানের অন্যতম স্পিরিট ছিল। অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কার্যালয় দখলের ঘোষণা ও এ ধরনের কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়া এবং মব তৈরি করা উদ্বেগজনক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক ঘাটতিকে নির্দেশ করে। একই সঙ্গে আমরা মনে করি, এ ধরনের পরিস্থিতি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে।’
উল্লেখ্য, সারা দেশে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ সাত দাবিতে গণমিছিলের আয়োজন করে সিপিবি ও বাসদের গণসংগঠন ও সহযোগী সংগঠনগুলো। আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই গণমিছিলের সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের বিরোধিতায় তাঁরা গণমিছিল প্রত্যাহার করে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করে শহীদ মিনার ত্যাগ করতে বাধ্য হন।
অন্যদিকে অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র–জনতাকে সিপিবির অফিস দখলের ডাক দেন। এতে মুক্তি ভবনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভবনটির সামনে অবস্থান নেয়। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এ প্রতিবাদ জানায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ থেকে বেসরকারি হাস্পাতালের আইসিইউতে রোগী ভাগিয়ে নেয়া এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
১১ ঘণ্টা আগে‘ফ্যাসিবাদী সরকারকে হটাতে সক্ষম হলেও ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ এখনো সম্ভব হয়নি। জুলাই-আগস্টে বৈষম্যবিলোপের স্লোগান তুলে হাজার হাজার মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন থেকে। কিন্তু সেই স্বপ্ন ক্রমেই অধরা হয়ে উঠছে।’
১২ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য সনদে সই করে নির্বাচন অনুষ্ঠানের দিকে যাওয়ার প্রস্তাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘সংস্কারের যেসব বিষয়ে সক রাজনৈতিক দলের ঐকমত্য হয়েছে, সেটা জাতির সামনে প্রকাশ করলেই তো হয়ে যায়। প্রকাশ করে ভোটের দিনক্ষণ ঘোষণা করলে অসুবিধাটা কোথায়? প্রত্যেকটি
১৬ ঘণ্টা আগেলড়াই, সংগ্রামের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সম্মেলন, শোভাযাত্রা, গণ-অভ্যুত্থান, প্রতিষ্ঠাব
১৬ ঘণ্টা আগে