Ajker Patrika

তৃণমূলে দল গোছানোয় নজর এনসিপির

  • রমজানে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি দেওয়ার জোর চেষ্টা।
  • চলতি মাস যাবে ‘ইফতার’ ও স্বাধীনতা দিবসের কর্মসূচিতে; এপ্রিলে বিভাগীয় সমাবেশের চিন্তা।
  • লক্ষ্য নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্তপূরণ।
তানিম আহমেদসাখাওয়াত ফাহাদ, ঢাকা 
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৩: ৩২
তৃণমূলে দল গোছানোয় নজর এনসিপির

আত্মপ্রকাশের পর এবার দল গোছাতে মন দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলের লক্ষ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটি ব্যাপক জনসম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়। এই কারণে কেন্দ্রের পর এবার তৃণমূলে কমিটি গঠনের দিকে নজর দিয়েছে দলটি।

এনসিপির নেতারা জানিয়েছেন, রমজান মাসজুড়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিগুলো থেকে নেতা- কর্মীদের সমন্বয়ে দলের জেলা, উপজেলাসহ তৃণমূল পর্যায়ের কমিটিগুলো গঠন করা হবে। ইতিমধ্যে ২১৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা বিভিন্ন জেলায় দলকে সংগঠিত করতে মুখ্য ভূমিকা রাখবেন। চলতি মাসে ‘ইফতার’ ও স্বাধীনতা দিবসের কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে দলের কার্যক্রম। তবে এপ্রিলে বিভাগীয় সমাবেশের মাধ্যমে রাজপথের আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একটু তাড়াহুড়ো করে দল তৈরি করতে হলো। অনেক কিছুই এখনো বাকি। এই মাসে আমরা সারা দেশে সংগঠন গোছানোর কাজ করব।’

জানা গেছে, দল সংগঠিত করার লক্ষ্যে চলতি রমজান মাসে রাজনৈতিক দল, সুশীল সমাজ, জুলাই গণ-অভ্যুত্থানের আহত ও নিহতদের পরিবারের সদস্য, কূটনীতিকদের নিয়ে কেন্দ্রীয়ভাবে কয়েকটি ইফতার পার্টি করবে এনসিপি। জেলা, উপজেলা পর্যায়েও স্থানীয়ভাবে ইফতারের আয়োজন করা হবে। এ ছাড়া স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করবে দলটি। দলের নেতারা জানিয়েছেন, ১০ রমজানের মধ্যে এনসিপির নতুন কমিটি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে। এরপরই দলের নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ২৬ মার্চকে কেন্দ্র করেও দলটির রাজধানীতে সমাবেশের চিন্তা রয়েছে বলে জানা গেছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘কমিটি গঠন নিয়ে আমাদের সংগঠক টিম ধারাবাহিক বৈঠক করছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিগুলো কীভাবে দলের কমিটিতে আনা যায়, সে পলিসি ঠিক করছে তারা। সেটা চলতি রমজান মাসের মধ্যেই শেষ হবে। দলের গঠনতন্ত্র তৈরির কাজও এ মাসের মধ্যে শেষ করব।’

নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্তপূরণকে টার্গেট করে সংগঠন গোছানো শুরু করেছে এনসিপি। নেতারা জানিয়েছেন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার শর্তসমূহ মার্চের মধ্যে পূরণ করতে চায় নতুন রাজনৈতিক দলটি। এ লক্ষ্যে জেলা ও উপজেলা কমিটি গঠনের জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এ নিয়ে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের সংগঠক টিম শনিবার থেকেই নিয়মিত বৈঠক করছে। কমিটিতে বিতর্কিত কেউ যাতে আসতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ অনুসারে, নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যেকোনো সময়ে গণবিজ্ঞপ্তি দ্বারা দরখাস্ত আহ্বান করতে পারে নির্বাচন কমিশন। তবে অতীতে নির্বাচনের ক্ষণগণনা শুরুর পরেই নতুন দলের নিবন্ধনের আহ্বান করত ইসি। দলগুলো নিবন্ধনের জন্য ইসির কাছে কেন্দ্রীয় কমিটিসহ একটি কেন্দ্রীয় কার্যালয়, অন্তত এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা কার্যালয়, অন্তত ১০০টি উপজেলায় কার্যালয় এবং প্রতিটিতে সদস্য হিসেবে অন্তত ২০০ জন ভোটারের তালিকাভুক্তি থাকতে হবে। এ ছাড়া দলের গঠনতন্ত্র, লোগো এবং পতাকার ছবি, দলের তহবিলের উৎস, ব্যাংক হিসাব জমা দিতে হয়।

নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি আজকের পত্রিকাকে বলেন, নতুন দলের ক্ষেত্রে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়, যদি দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। তাহলে তারা আবেদন করবে বা নির্বাচন কমিশন নতুন দল নিবন্ধনের জন্য আবেদন চাইতে পারে। আবেদনের ক্ষেত্রে তাদের গঠনতন্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের গঠনতন্ত্রে অনেকগুলো জিনিস থাকতে হবে। যেমন সংবিধানপরিপন্থী কিছু থাকতে পারবে না, দলের প্রতিটি স্তরে ৩৩ শতাংশ নারী থাকতে হবে, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।

তবে নতুন দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তির কার্যক্রম আপাতত নেই জানিয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ‘আমরা যখন প্রয়োজন মনে করি, তখন নতুন দল নিবন্ধনের জন্য আমরা বিজ্ঞপ্তি দিয়ে থাকি। এটা নিয়ে কাজ করা শুরু করিনি এখনো।’

এনসিপির আহ্বায়ক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, দল আত্মপ্রকাশের আগে থেকেই গঠনতন্ত্রসহ দলের স্লোগান, লোগো, নির্বাচনী প্রতীক ও কর্মসূচি নির্ধারণ নিয়ে পুরোদমে কাজ চলছে। প্রাথমিকভাবে দলের প্রতীক হিসেবে কলম, বই, বাঘ ও ইলিশ নিয়ে আলোচনা রয়েছে। দলের জেলা, উপজেলা কমিটি গঠন ও অফিস প্রতিষ্ঠা করে চলতি মাসের মধ্যেই নিবন্ধনের আবেদন করতে চায় দলটি বলে জানিয়েছেন তাঁরা।

দলের নীতিনির্ধারণী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একাধিক নেতা আজকের পত্রিকাকে জানিয়েছেন, চলতি মাসে দল গুছিয়ে উঠতে পারলে এপ্রিলেই স্থানীয় নির্বাচন, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধানের দাবি ছাড়াও বিভিন্ন জনদাবিতে রাজপথে নামবে এনসিপি। বিভাগীয় সমাবেশ, লংমার্চসহ বেশ কিছু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে দলটির মধ্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

খালি পায়ে বিমানবন্দরের বাগানে হাঁটলেন তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
খালি পায়ে বিমানবন্দরের বাগানে হাঁটলেন তারেক রহমান

বিমানবন্দর থেকে বের হয়েই জুতা খুলে মাটিতে খালি পায়ে মাটি স্পর্শ করেছেন তারেক রহমান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরের বাগানে তিনি খালি পায়ে কিছুক্ষণ হাঁটেন।

সরেজমিনে দেখা গেছে, বেলা ১২টা ৩১ মিনিটে জুতা-মোজা খুলে মাটিতে দাঁড়ান তারেক রহমান। এরপর ডান হাতে এক টুকরো মাটি তুলে নেন তিনি। এরপর জুতা পায়ে দিয়ে তাঁর জন্য নির্ধারিত বাসে উঠে পূর্বাচলে স্থাপিত সংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে: আব্দুল কাদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। ছবি: ফেসবুক থেকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। ছবি: ফেসবুক থেকে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আব্দুল কাদের।

ফেসবুক পোস্টে আব্দুল কাদের লিখেছেন, ‘তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারাদেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরই মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।’

আব্দুল কাদের আরও লিখেছেন, ‘জামাতের থেকে এনসিপি চেয়েছিল ৫০ আসন, দর কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা ৩০ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না, সেগুলাতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি। জামায়াতের পক্ষ থেকে জোটসঙ্গী হিসেবে আসনপ্রতি এনসিপিকে নির্বাচনী খরচ দেওয়া হবে দেড় কোটি টাকা। সমঝোতার ৩০ আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামায়াতের অন্যতম আস্থাভাজন, নাসীরউদ্দিন পাটওয়ারী আর জামায়াতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুইজন মিলেই এনসিপির ৩০ জন প্রার্থী চূড়ান্ত করবেন। ছোটন গং-এর সাথে নাহিদ ইসলামের আরও এক ধাপ আগানো সমঝোতা হয়েছে। ছোটন গং জানিয়েছে, পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামায়াতকে চায় না। সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী আর বিরোধী দলে গেলে নাহিদ হবে বিরোধীদলীয় নেতা।’

সবশেষে এই জুলাই যোদ্ধা লিখেছেন, ‘এতো এতো তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল; নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটিচাপা দিয়ে এসেছেন!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

তারেক রহমানের সঙ্গে দেশে এল জেবুও

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২: ৩৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে এসেছে তাঁর পোষা বিড়াল জেবুও। তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে এক বিশেষ ধরনের খাঁচায় করে জেবুকে আনা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিশিয়াল ভেরিফায়েড পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের ব্যস্ত সময়ের ফাঁকে জেবুর সঙ্গে খুনসুটি ও আদুরে মুহূর্তের ছবি একাধিকবার ভাইরাল হয়েছে। এসব ছবি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং প্রাণীর প্রতি তাঁর ভালোবাসা প্রশংসিত হয়।

তারেক রহমান নিজেও তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে জেবুর সঙ্গে কাটানো কিছু স্মরণীয় মুহূর্ত শেয়ার করেছেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিএনপির নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে পরিচিত হয়ে ওঠে বিড়াল জেবু।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, বিড়ালটি মূলত তাঁর মেয়ের হলেও এখন পরিবারের সবারই প্রিয়। সে সাক্ষাৎকারেই তিনি পোষা বিড়ালটির নাম ‘জেবু’ বলে উল্লেখ করেন।

এ সময় প্রাণীর প্রতি ভালোবাসা ও মানবিক দায়িত্বের বিষয়েও নিজের মতামত তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, তাই তাঁর প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে তারেক রহমানের দেশে ফেরা এবং তার সঙ্গে পোষা বিড়াল জেবুর আগমন—দুটিই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মাত্রার আলোচনা সৃষ্টি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ঢাকায় তারেক রহমান, স্লোগানে মুখর পূর্বাচল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২: ২৪
তারেক রহমানের আগমনের খবর শুনে স্লোগানে মুখর হয়ে উঠেছে পূর্বাচল। ছবি: আজকের পত্রিকা
তারেক রহমানের আগমনের খবর শুনে স্লোগানে মুখর হয়ে উঠেছে পূর্বাচল। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার খবরে তাঁর নামে স্লোগানে স্লোগানে সংবর্ধনাস্থল মুখর করে রেখেছেন লাখো নেতা–কর্মী।

তারেক রহমানের আগমনের খবর শুনে স্লোগানে মুখর হয়ে উঠেছে পূর্বাচল। ছবি: আজকের পত্রিকা
তারেক রহমানের আগমনের খবর শুনে স্লোগানে মুখর হয়ে উঠেছে পূর্বাচল। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৪৪ মিনিটে বিমান থেকে নামেন তারেক রহমান। এরপর ইমিগ্রেশন পার হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। তাঁর পরিবারের সদস্যরাও এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

তারেক রহমানের আগমনের খবর শুনে স্লোগানে মুখর হয়ে উঠেছে পূর্বাচল। ছবি: আজকের পত্রিকা
তারেক রহমানের আগমনের খবর শুনে স্লোগানে মুখর হয়ে উঠেছে পূর্বাচল। ছবি: আজকের পত্রিকা

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সকাল থেকেই জনসমুদ্রে পরিণত হয়েছে। তারেক রহমান ঢাকার বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে সেই ঘোষণা দেওয়া হয়। এরপর নেতা–কর্মীরা তারেক রহমানে নামে স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছেন পুরো পূর্বাঞ্চল এলাকা।

বেশির ভাগ নেতা–কর্মীদের হাতে তারেক রহমানে ছবি সংবলিত প্ল্যাকার্ড। মাথায় রঙিন ক্যাপ এবং টি-শার্ট পড়ে অনেকেই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত