কুষ্টিয়া প্রতিনিধি

সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক এমপি বলেছেন, ‘বিএনপি হচ্ছে সাম্প্রদায়িকতার পাইকার আর জামাত হচ্ছে খুচরা বিক্রেতা। অতএব বিএনপি জামাত সাম্প্রদায়িকতার হাতের এপিঠ-ওপিঠ। তাই সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদকে ক্ষমতার বাইরে রাখার জন্যই আমরা ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করব।’
আজ সোমবার সকালে কুষ্টিয়া মিরপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আধুনিক বাদ্যযন্ত্র প্রদান অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
হাসানুল হক ইনু বলেন, আওয়ামী লীগের ছাতার তলে থাকা ঘরকাটা ইঁদুরেরা উন্নয়নের ফসল খেয়ে ফেলছে এবং ওই ছাতার তলে এখনো অনেক খন্দকার মোস্তাক চক্র বাসা বেঁধে আছে। খন্দকার মোস্তাকের প্রেতাত্মারা এখনো আওয়ামী লীগের মধ্যে আছে, যারা ১৪ দলীয় জোটের মধ্যে এখনো ভূমিকা রাখে।’
সাবেক এ তথ্যমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন। সুতরাং শেখ হাসিনা এবং জাসদের ঐক্য থাকবে এবং উভয়ই সাম্প্রদায়িক চক্র রাজাকার এবং খুনি চক্রদেরকে ক্ষমতার বাইরে রাখতে চান।
বিএনপি-জামায়াত জোটের বিষয়ে ইনু বলেন, বিএনপি যতক্ষণ পর্যন্ত মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করার রাজনীতি পরিত্যাগ না করবে, যতক্ষণ পর্যন্ত জাতির পিতাকে শিকার করবে না, যতক্ষণ পর্যন্ত ১৫ই আগস্ট বেগম খালেদা জিয়ার কেক কাটা বন্ধ করবে না এবং সংবিধান মানবে না, তত দিন পর্যন্ত জামাত থাক বা না থাক বিএনপি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ বলে আমি মনে করি।’
দ্রব্যমূল্যের প্রসঙ্গে ইনু বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি একটি সাময়িক সমস্যা। এটা কোনো স্থায়ী সমস্যা নয় কিন্তু সাময়িক জনগণের দুর্ভোগকে পুঁজি করে, সমাধান না করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য ক্ষমতার খেলা খেলছে, তারা অমানবিক কাজ করছে মনে করেন তিনি।
এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন সহ জেলা ও উপজেলা জাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক এমপি বলেছেন, ‘বিএনপি হচ্ছে সাম্প্রদায়িকতার পাইকার আর জামাত হচ্ছে খুচরা বিক্রেতা। অতএব বিএনপি জামাত সাম্প্রদায়িকতার হাতের এপিঠ-ওপিঠ। তাই সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদকে ক্ষমতার বাইরে রাখার জন্যই আমরা ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করব।’
আজ সোমবার সকালে কুষ্টিয়া মিরপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আধুনিক বাদ্যযন্ত্র প্রদান অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
হাসানুল হক ইনু বলেন, আওয়ামী লীগের ছাতার তলে থাকা ঘরকাটা ইঁদুরেরা উন্নয়নের ফসল খেয়ে ফেলছে এবং ওই ছাতার তলে এখনো অনেক খন্দকার মোস্তাক চক্র বাসা বেঁধে আছে। খন্দকার মোস্তাকের প্রেতাত্মারা এখনো আওয়ামী লীগের মধ্যে আছে, যারা ১৪ দলীয় জোটের মধ্যে এখনো ভূমিকা রাখে।’
সাবেক এ তথ্যমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন। সুতরাং শেখ হাসিনা এবং জাসদের ঐক্য থাকবে এবং উভয়ই সাম্প্রদায়িক চক্র রাজাকার এবং খুনি চক্রদেরকে ক্ষমতার বাইরে রাখতে চান।
বিএনপি-জামায়াত জোটের বিষয়ে ইনু বলেন, বিএনপি যতক্ষণ পর্যন্ত মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করার রাজনীতি পরিত্যাগ না করবে, যতক্ষণ পর্যন্ত জাতির পিতাকে শিকার করবে না, যতক্ষণ পর্যন্ত ১৫ই আগস্ট বেগম খালেদা জিয়ার কেক কাটা বন্ধ করবে না এবং সংবিধান মানবে না, তত দিন পর্যন্ত জামাত থাক বা না থাক বিএনপি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ বলে আমি মনে করি।’
দ্রব্যমূল্যের প্রসঙ্গে ইনু বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি একটি সাময়িক সমস্যা। এটা কোনো স্থায়ী সমস্যা নয় কিন্তু সাময়িক জনগণের দুর্ভোগকে পুঁজি করে, সমাধান না করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য ক্ষমতার খেলা খেলছে, তারা অমানবিক কাজ করছে মনে করেন তিনি।
এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন সহ জেলা ও উপজেলা জাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
১৫ মিনিট আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কথিত একটি রাজনৈতিক দল, যারা কোনো দিনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারা সহিংসতা করে নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে। কারণ, তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। দল (বিএনপি) তাদের চক্রান্তে পা দেবে না।
৩৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন নিয়ে নতুন তথ্য দিয়েছে চারটি সংস্থার সম্মিলিত এক জরিপে। নতুন এই জরিপ দাবি করছে, আসন্ন নির্বাচনে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। জনসমর্থনে বিএনপি মাত্র ১ শতাংশীয় পয়েন্ট এগিয়ে আছে।
২ ঘণ্টা আগে
শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে, তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে।
৩ ঘণ্টা আগে