নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদা জিয়াকে সাজাপ্রাপ্ত আসামি উল্লেখ করে আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে বিদেশে যেতে পারবেন খালেদা জিয়া। তাঁর অসুস্থতা নিয়ে রাজনীতি না করে ক্ষমা চেয়ে স্বাধীনভাবে যেকোনোখানেই যেতে পারেন তিনি। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের (বোয়াফ) আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপি এখন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছে উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, উনি অত্যন্ত সৌভাগ্যবান যে কারাগারে ওনার সেবার জন্য একজন নিরপরাধ মানুষকে নিয়োজিত করা হয়েছিল। পৃথিবীতে এমন ঘটনার কোনো নজির নেই। খালেদা জিয়ার অসুস্থতাকে কাজে লাগিয়ে, মাঠ গরম না করে তাঁর সুস্থতা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
জিয়াউর রহমান ক্ষমতায় এসে পাকিস্তানের দোসরদের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়েই দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়েই মুক্তিযুদ্ধ করেছিলাম। সেই স্বাধীনতার ওপর আঘাত মুক্তিযুদ্ধের পরেই আনা হয়। কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়েই এর চূড়ান্ত রূপ নেয়। এর পরবর্তীতে যারা ক্ষমতায় আসে, সেই অপশক্তিকেই তারা মাথাচাড়া দিয়ে ওঠার সাহস দিয়েছিল।
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়ে দেশে জঙ্গিদের একটা শক্ত অবস্থান জানান দিয়েছিল বিএনপি। আমরা দেখেছি, বাংলা ভাই প্রকাশ্যে তাঁর এলাকায় মিছিল করেছিল। বিএনপি জোটের মদদেই এটা ঘটেছিল। খালেদা জিয়া ক্ষমতায় থাকা অবস্থায় হাওয়া ভবনে বসে রাষ্ট্রের ওপর জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল। গ্রেনেড হামলা চালিয়ে তারা ২৪ জনকে হত্যা করেছিল। বাংলাদেশ প্রায় একটা জঙ্গি দেশেই রূপান্তরিত হয়ে গিয়েছিল মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই অবস্থা থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন।
বাংলাদেশে জঙ্গিবাদের ধারাবাহিকতা হলি আর্টিজানের মধ্য দিয়ে শুরু হয়েছে, যা একধরনের ধর্মীয় উগ্রবাদ থেকেই ঘটিয়েছিল। জঙ্গিবাদ শুধু বাংলাদেশেই নয়। এটা বিশ্বব্যাপী উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, `আমাদের আত্মতুষ্টিতে যাওয়ার সুযোগ নেই। জঙ্গিবাদ এখনো বিশ্বব্যাপী রয়েছে। আফগানিস্তান, মিয়ানমার—সবখানেই তারা শক্তিশালী। পাকিস্তান তো এদের ঘাঁটি। বাংলাদেশেও এর কিছুটা ছোঁয়া রয়েছে। শিক্ষার আলোই পারে, আমাদের উদ্ধার করতে।'
পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার জন্য বিপজ্জনক উল্লেখ করে বাংলাদেশ-ভারতসহ বিশ্বনেতাদের কাছে পাকিস্তানের বিপক্ষে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় বোয়াফের পক্ষ থেকে। বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবংং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ শফিকুর রহমান এমপিসহ আরও অনেকে।

খালেদা জিয়াকে সাজাপ্রাপ্ত আসামি উল্লেখ করে আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে বিদেশে যেতে পারবেন খালেদা জিয়া। তাঁর অসুস্থতা নিয়ে রাজনীতি না করে ক্ষমা চেয়ে স্বাধীনভাবে যেকোনোখানেই যেতে পারেন তিনি। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের (বোয়াফ) আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপি এখন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছে উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, উনি অত্যন্ত সৌভাগ্যবান যে কারাগারে ওনার সেবার জন্য একজন নিরপরাধ মানুষকে নিয়োজিত করা হয়েছিল। পৃথিবীতে এমন ঘটনার কোনো নজির নেই। খালেদা জিয়ার অসুস্থতাকে কাজে লাগিয়ে, মাঠ গরম না করে তাঁর সুস্থতা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
জিয়াউর রহমান ক্ষমতায় এসে পাকিস্তানের দোসরদের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়েই দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়েই মুক্তিযুদ্ধ করেছিলাম। সেই স্বাধীনতার ওপর আঘাত মুক্তিযুদ্ধের পরেই আনা হয়। কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়েই এর চূড়ান্ত রূপ নেয়। এর পরবর্তীতে যারা ক্ষমতায় আসে, সেই অপশক্তিকেই তারা মাথাচাড়া দিয়ে ওঠার সাহস দিয়েছিল।
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়ে দেশে জঙ্গিদের একটা শক্ত অবস্থান জানান দিয়েছিল বিএনপি। আমরা দেখেছি, বাংলা ভাই প্রকাশ্যে তাঁর এলাকায় মিছিল করেছিল। বিএনপি জোটের মদদেই এটা ঘটেছিল। খালেদা জিয়া ক্ষমতায় থাকা অবস্থায় হাওয়া ভবনে বসে রাষ্ট্রের ওপর জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল। গ্রেনেড হামলা চালিয়ে তারা ২৪ জনকে হত্যা করেছিল। বাংলাদেশ প্রায় একটা জঙ্গি দেশেই রূপান্তরিত হয়ে গিয়েছিল মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই অবস্থা থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন।
বাংলাদেশে জঙ্গিবাদের ধারাবাহিকতা হলি আর্টিজানের মধ্য দিয়ে শুরু হয়েছে, যা একধরনের ধর্মীয় উগ্রবাদ থেকেই ঘটিয়েছিল। জঙ্গিবাদ শুধু বাংলাদেশেই নয়। এটা বিশ্বব্যাপী উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, `আমাদের আত্মতুষ্টিতে যাওয়ার সুযোগ নেই। জঙ্গিবাদ এখনো বিশ্বব্যাপী রয়েছে। আফগানিস্তান, মিয়ানমার—সবখানেই তারা শক্তিশালী। পাকিস্তান তো এদের ঘাঁটি। বাংলাদেশেও এর কিছুটা ছোঁয়া রয়েছে। শিক্ষার আলোই পারে, আমাদের উদ্ধার করতে।'
পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার জন্য বিপজ্জনক উল্লেখ করে বাংলাদেশ-ভারতসহ বিশ্বনেতাদের কাছে পাকিস্তানের বিপক্ষে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় বোয়াফের পক্ষ থেকে। বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবংং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ শফিকুর রহমান এমপিসহ আরও অনেকে।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১৫ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৭ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৮ ঘণ্টা আগে