নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হুঁশিয়ার করেছেন।
বুধবার (২ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিরোধী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জোট এ সমাবেশের আয়োজন করে। জোটের সমন্বয়ক আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। এর বাইরে কোনো অসাংবিধানিক পন্থার স্থান দেশে নেই।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুক্তরাষ্ট্র ও ইইউ সীমা লঙ্ঘন করছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপ করছে। যুক্তরাষ্ট্রকে নিজেদের নির্বাচন সামলানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ নিজেই নিজের নির্বাচন সামলাবে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল জনগণের দ্বারা সমর্থিত নন। মার্কিন সাম্রাজ্যবাদের বাইরেও বিশ্বে আরও শক্তি আছে। চীন ও রাশিয়াসহ বিভিন্ন বিদেশি শক্তির সমর্থনও আছে শেখ হাসিনার প্রতি।
জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নির্বাচনকালীন সরকার থাকবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—গণআজাদী লীগের সভাপতি এস কে সিকদার, মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হুঁশিয়ার করেছেন।
বুধবার (২ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিরোধী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জোট এ সমাবেশের আয়োজন করে। জোটের সমন্বয়ক আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। এর বাইরে কোনো অসাংবিধানিক পন্থার স্থান দেশে নেই।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুক্তরাষ্ট্র ও ইইউ সীমা লঙ্ঘন করছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপ করছে। যুক্তরাষ্ট্রকে নিজেদের নির্বাচন সামলানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ নিজেই নিজের নির্বাচন সামলাবে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল জনগণের দ্বারা সমর্থিত নন। মার্কিন সাম্রাজ্যবাদের বাইরেও বিশ্বে আরও শক্তি আছে। চীন ও রাশিয়াসহ বিভিন্ন বিদেশি শক্তির সমর্থনও আছে শেখ হাসিনার প্রতি।
জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নির্বাচনকালীন সরকার থাকবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—গণআজাদী লীগের সভাপতি এস কে সিকদার, মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।

নির্বাচন কমিশনে (ইসি) শুনানির এক পর্যায়ে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) বাগ্বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে বাধে হট্টগোল।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে নাম উল্লেখ না করে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান, তাহলে প্রকৃত অর্থে প্রথমে এককভাবে বাংলাদেশের নাগরিক হন। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। যদি নির্বাচন কমিশন এ ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার...
৩ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। তবে নির্বাচন কমিশনের (ইসি) বাধা-নিষেধের কারণে এখনই তা তুলে ধরতে পারেননি দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সকল শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে।
৪ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন প্রতিহিংসাহীন রাজনীতির প্রতীক এবং গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী এক মহান রাষ্ট্রনায়ক। তাঁর চিন্তা, কাজ, দক্ষতা এবং সর্বোপরি মানুষের প্রতি ভালোবাসাই তাঁকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।
৫ ঘণ্টা আগে