নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুরে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, ফখরুলের সঙ্গে তাঁর স্ত্রী রাহাত আরা বেগমও আছেন। স্থানীয় সময় আজ বেলা ৩টায় সিঙ্গাপুর পৌঁছান তিনি। আগামীকাল মঙ্গলবার চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
৭৬ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ গত ২৪ আগস্ট স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর যান তিনি। এ দফায় চিকিৎসা নিয়ে ২ সেপ্টেম্বর দেশে ফেরেন ফখরুল। এবারও ‘ফলোআপ’ করানোর কথা রয়েছে বলে জানা গেছে।
কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তাঁর গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। তাঁকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।
গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষ হয়। পরের দিন গ্রেপ্তার হন মির্জা ফখরুল। গত ১৫ ফেব্রুয়ারি কারামুক্ত হন তিনি। কারামুক্তির পর অনেকটা সময় অতিবাহিত হলেও এখনো পুরোদমে রাজনৈতিক কর্মকাণ্ডে তৎপর হতে পারেননি তিনি।
শনিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিবের সঙ্গে দেখা করেন ১২ দলীয় জোটের নেতারা। জোট নেতারা বলছেন, এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল। সেখানে রাজনৈতিক কথাবার্তা হয়নি।

চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুরে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, ফখরুলের সঙ্গে তাঁর স্ত্রী রাহাত আরা বেগমও আছেন। স্থানীয় সময় আজ বেলা ৩টায় সিঙ্গাপুর পৌঁছান তিনি। আগামীকাল মঙ্গলবার চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
৭৬ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ গত ২৪ আগস্ট স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর যান তিনি। এ দফায় চিকিৎসা নিয়ে ২ সেপ্টেম্বর দেশে ফেরেন ফখরুল। এবারও ‘ফলোআপ’ করানোর কথা রয়েছে বলে জানা গেছে।
কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তাঁর গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। তাঁকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।
গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষ হয়। পরের দিন গ্রেপ্তার হন মির্জা ফখরুল। গত ১৫ ফেব্রুয়ারি কারামুক্ত হন তিনি। কারামুক্তির পর অনেকটা সময় অতিবাহিত হলেও এখনো পুরোদমে রাজনৈতিক কর্মকাণ্ডে তৎপর হতে পারেননি তিনি।
শনিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিবের সঙ্গে দেখা করেন ১২ দলীয় জোটের নেতারা। জোট নেতারা বলছেন, এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল। সেখানে রাজনৈতিক কথাবার্তা হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার, বিএনপি তা-ই করবে। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা...
১৪ ঘণ্টা আগে
‘যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন বা এজেন্সির খেলা’—এ মন্তব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের। আজ রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায়...
১৫ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের অর্থনীতি, শিল্প-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখা নিয়ে মতবিনিময় হয়।
১৫ ঘণ্টা আগে
সন্দেহজনক আচরণের কারণে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। আজ রোববার সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে প্রথমে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
১৮ ঘণ্টা আগে