নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াত রাজনীতি করবে এটাতো স্বাভাবিক। এত দিন কেন রাজনীতি করতে পারেনি, সেটাই প্রশ্ন হওয়া উচিত। কেউ কেউ বলছেন, সরকার অনুমতি দিয়ে বোঝাতে চাইল সরকারের সঙ্গে তাঁদের আঁতাত হয়েছে। আসলে যুক্তরাষ্ট্রের ভিসানীতির কারণে সরকার জামায়াতকে অনুমতি দিতে বাধ্য হয়েছে।
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ঐক্য পরিষদ এই সভার আয়োজন করে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলেই কেবল বিএনপি সংলাপে বসতে পারে জানিয়ে গয়েশ্বর বলেন, সরকারের মন্ত্রী-এমপি এবং তাঁদের নেতারা সংলাপ-সংলাপ করছে। সংলাপ হতে পারে। কিন্তু এর আগে ১০ দফা মেনে নিতে হবে। এরপর নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংলাপ হতে পারে।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, নিরাপদ প্রস্থানের জন্য এই সরকারের সামনে একটিমাত্র পথ খোলা আছে। তা হচ্ছে জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দিতে হবে, তাঁদের ভোটাধিকার তাঁদের কাছে ফেরত দিতে হবে এবং জনগণের ১০ দফা মেনে নিতে হবে।
সভায় সরকারকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘বাংলাদেশকে এই ডাকাতদের (সরকার) খপ্পর থেকে রক্ষা করতে হলে শুধু জামায়াতে ইসলামী কেন রাজপথে যারাই থাকবে, আমরা মনে করব তাঁরা ন্যায়ের পথে এবং সংগ্রামের পথে আছে। কিছুদিন আগেও আমরা সরকারের বিভিন্ন মন্ত্রীদের মুখে শুনেছি জামায়াতে ইসলামী নিষিদ্ধ। সেই অবস্থার মধ্যে জামায়াতের সঙ্গে এমন কি হলো বা এমন কোনো গোপন চুক্তি হলো যে, জামায়াতে ইসলামীকে কর্মসূচি পালন করতে দেওয়া হলো। যাই হোক আমরা এতে খুশি। কারণ ডাকাত তাড়াতে যারাই আমাদের সঙ্গে থাকবে, তাঁরাই আমাদের বন্ধু। হোক সেটা জামায়াত, হোক সেটা কমিউনিস্ট বা অন্য কোনো দল।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াত রাজনীতি করবে এটাতো স্বাভাবিক। এত দিন কেন রাজনীতি করতে পারেনি, সেটাই প্রশ্ন হওয়া উচিত। কেউ কেউ বলছেন, সরকার অনুমতি দিয়ে বোঝাতে চাইল সরকারের সঙ্গে তাঁদের আঁতাত হয়েছে। আসলে যুক্তরাষ্ট্রের ভিসানীতির কারণে সরকার জামায়াতকে অনুমতি দিতে বাধ্য হয়েছে।
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ঐক্য পরিষদ এই সভার আয়োজন করে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলেই কেবল বিএনপি সংলাপে বসতে পারে জানিয়ে গয়েশ্বর বলেন, সরকারের মন্ত্রী-এমপি এবং তাঁদের নেতারা সংলাপ-সংলাপ করছে। সংলাপ হতে পারে। কিন্তু এর আগে ১০ দফা মেনে নিতে হবে। এরপর নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংলাপ হতে পারে।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, নিরাপদ প্রস্থানের জন্য এই সরকারের সামনে একটিমাত্র পথ খোলা আছে। তা হচ্ছে জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দিতে হবে, তাঁদের ভোটাধিকার তাঁদের কাছে ফেরত দিতে হবে এবং জনগণের ১০ দফা মেনে নিতে হবে।
সভায় সরকারকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘বাংলাদেশকে এই ডাকাতদের (সরকার) খপ্পর থেকে রক্ষা করতে হলে শুধু জামায়াতে ইসলামী কেন রাজপথে যারাই থাকবে, আমরা মনে করব তাঁরা ন্যায়ের পথে এবং সংগ্রামের পথে আছে। কিছুদিন আগেও আমরা সরকারের বিভিন্ন মন্ত্রীদের মুখে শুনেছি জামায়াতে ইসলামী নিষিদ্ধ। সেই অবস্থার মধ্যে জামায়াতের সঙ্গে এমন কি হলো বা এমন কোনো গোপন চুক্তি হলো যে, জামায়াতে ইসলামীকে কর্মসূচি পালন করতে দেওয়া হলো। যাই হোক আমরা এতে খুশি। কারণ ডাকাত তাড়াতে যারাই আমাদের সঙ্গে থাকবে, তাঁরাই আমাদের বন্ধু। হোক সেটা জামায়াত, হোক সেটা কমিউনিস্ট বা অন্য কোনো দল।’

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
২০ মিনিট আগে
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমের কাছে এ কথা জানান তিনি।
৫ ঘণ্টা আগে
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফরের সূচনা করবেন।
৮ ঘণ্টা আগে
বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে