নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ১৪ দল। ২৩ মে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
দ্বাদশ জাতীয় নির্বাচনের আসন বণ্টন নিয়ে জোটের নেতাদের নানান ক্ষোভ ছিল। এ নিয়ে গত ডিসেম্বরে গণভবনে জোট নেতাদের নিয়ে সর্বশেষ বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগ নেতারা আসন সমঝোতা নিয়ে একাধিক বৈঠকে বসেন। পরে ১৪ দলীয় জোটের ৩ দলকে ৬ আসনে ছাড় দেয় আওয়ামী লীগ। এর মধ্যে চারটিতেই পরাজিত হয় জোট নেতারা। এর মধ্যে বিজয়ী হয়েছিলেন শুধু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন। জাসদের সভাপতি হাসানুল হক ইনুও পরাজিত হন।
নির্বাচনের ফলাফল নিয়ে জোটের নেতাদের মধ্যে চাপা ক্ষোভ তাঁদের বক্তব্যে বিভিন্ন সময় উঠে এসেছিল। পরে এ নিয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু জোটের শীর্ষ একাধিক নেতা চীন সফরে যাওয়ায় সেটি হয়নি। যা ২৩ মে অনুষ্ঠিত হবে।
বৈঠকের বিষয়ে হাসানুল হক ইনু বলেন, ‘দীর্ঘদিন পর, নতুন সরকার গঠনের পর প্রথম বৈঠক হচ্ছে ১৪ দলের। এতে জোট নেত্রী ১৪ দল সম্পর্কে কী বলেন, কী প্রস্তাব দেন, সেটা আগে আমরা শুনব। তারপর দলগতভাবে এ নিয়ে আলাপ-আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘বর্তমান অবস্থায় ১৪ দলের প্রয়োজন আদৌ আছে কি না, থাকলে জোটের ভবিষ্যৎ কী হবে—সেসব নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘদিন পরে বৈঠক হচ্ছে, অনেক বিষয় নিয়েই আলোচনা হতে পারে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ১৪ দল। ২৩ মে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
দ্বাদশ জাতীয় নির্বাচনের আসন বণ্টন নিয়ে জোটের নেতাদের নানান ক্ষোভ ছিল। এ নিয়ে গত ডিসেম্বরে গণভবনে জোট নেতাদের নিয়ে সর্বশেষ বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগ নেতারা আসন সমঝোতা নিয়ে একাধিক বৈঠকে বসেন। পরে ১৪ দলীয় জোটের ৩ দলকে ৬ আসনে ছাড় দেয় আওয়ামী লীগ। এর মধ্যে চারটিতেই পরাজিত হয় জোট নেতারা। এর মধ্যে বিজয়ী হয়েছিলেন শুধু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন। জাসদের সভাপতি হাসানুল হক ইনুও পরাজিত হন।
নির্বাচনের ফলাফল নিয়ে জোটের নেতাদের মধ্যে চাপা ক্ষোভ তাঁদের বক্তব্যে বিভিন্ন সময় উঠে এসেছিল। পরে এ নিয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু জোটের শীর্ষ একাধিক নেতা চীন সফরে যাওয়ায় সেটি হয়নি। যা ২৩ মে অনুষ্ঠিত হবে।
বৈঠকের বিষয়ে হাসানুল হক ইনু বলেন, ‘দীর্ঘদিন পর, নতুন সরকার গঠনের পর প্রথম বৈঠক হচ্ছে ১৪ দলের। এতে জোট নেত্রী ১৪ দল সম্পর্কে কী বলেন, কী প্রস্তাব দেন, সেটা আগে আমরা শুনব। তারপর দলগতভাবে এ নিয়ে আলাপ-আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘বর্তমান অবস্থায় ১৪ দলের প্রয়োজন আদৌ আছে কি না, থাকলে জোটের ভবিষ্যৎ কী হবে—সেসব নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘদিন পরে বৈঠক হচ্ছে, অনেক বিষয় নিয়েই আলোচনা হতে পারে।’

রাজনীতিবিদেরা যদি জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়, তবে দেশের গণতান্ত্রিক উত্তরণ কখনোই সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি।
৪ ঘণ্টা আগে
কমিটিতে সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২৮ জন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক পদে রয়েছেন তারেক আজাদ।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
১৯ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
১৯ ঘণ্টা আগে