নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ১৪ দল। ২৩ মে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
দ্বাদশ জাতীয় নির্বাচনের আসন বণ্টন নিয়ে জোটের নেতাদের নানান ক্ষোভ ছিল। এ নিয়ে গত ডিসেম্বরে গণভবনে জোট নেতাদের নিয়ে সর্বশেষ বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগ নেতারা আসন সমঝোতা নিয়ে একাধিক বৈঠকে বসেন। পরে ১৪ দলীয় জোটের ৩ দলকে ৬ আসনে ছাড় দেয় আওয়ামী লীগ। এর মধ্যে চারটিতেই পরাজিত হয় জোট নেতারা। এর মধ্যে বিজয়ী হয়েছিলেন শুধু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন। জাসদের সভাপতি হাসানুল হক ইনুও পরাজিত হন।
নির্বাচনের ফলাফল নিয়ে জোটের নেতাদের মধ্যে চাপা ক্ষোভ তাঁদের বক্তব্যে বিভিন্ন সময় উঠে এসেছিল। পরে এ নিয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু জোটের শীর্ষ একাধিক নেতা চীন সফরে যাওয়ায় সেটি হয়নি। যা ২৩ মে অনুষ্ঠিত হবে।
বৈঠকের বিষয়ে হাসানুল হক ইনু বলেন, ‘দীর্ঘদিন পর, নতুন সরকার গঠনের পর প্রথম বৈঠক হচ্ছে ১৪ দলের। এতে জোট নেত্রী ১৪ দল সম্পর্কে কী বলেন, কী প্রস্তাব দেন, সেটা আগে আমরা শুনব। তারপর দলগতভাবে এ নিয়ে আলাপ-আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘বর্তমান অবস্থায় ১৪ দলের প্রয়োজন আদৌ আছে কি না, থাকলে জোটের ভবিষ্যৎ কী হবে—সেসব নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘদিন পরে বৈঠক হচ্ছে, অনেক বিষয় নিয়েই আলোচনা হতে পারে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ১৪ দল। ২৩ মে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
দ্বাদশ জাতীয় নির্বাচনের আসন বণ্টন নিয়ে জোটের নেতাদের নানান ক্ষোভ ছিল। এ নিয়ে গত ডিসেম্বরে গণভবনে জোট নেতাদের নিয়ে সর্বশেষ বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগ নেতারা আসন সমঝোতা নিয়ে একাধিক বৈঠকে বসেন। পরে ১৪ দলীয় জোটের ৩ দলকে ৬ আসনে ছাড় দেয় আওয়ামী লীগ। এর মধ্যে চারটিতেই পরাজিত হয় জোট নেতারা। এর মধ্যে বিজয়ী হয়েছিলেন শুধু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন। জাসদের সভাপতি হাসানুল হক ইনুও পরাজিত হন।
নির্বাচনের ফলাফল নিয়ে জোটের নেতাদের মধ্যে চাপা ক্ষোভ তাঁদের বক্তব্যে বিভিন্ন সময় উঠে এসেছিল। পরে এ নিয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু জোটের শীর্ষ একাধিক নেতা চীন সফরে যাওয়ায় সেটি হয়নি। যা ২৩ মে অনুষ্ঠিত হবে।
বৈঠকের বিষয়ে হাসানুল হক ইনু বলেন, ‘দীর্ঘদিন পর, নতুন সরকার গঠনের পর প্রথম বৈঠক হচ্ছে ১৪ দলের। এতে জোট নেত্রী ১৪ দল সম্পর্কে কী বলেন, কী প্রস্তাব দেন, সেটা আগে আমরা শুনব। তারপর দলগতভাবে এ নিয়ে আলাপ-আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘বর্তমান অবস্থায় ১৪ দলের প্রয়োজন আদৌ আছে কি না, থাকলে জোটের ভবিষ্যৎ কী হবে—সেসব নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘদিন পরে বৈঠক হচ্ছে, অনেক বিষয় নিয়েই আলোচনা হতে পারে।’

পুরান ঢাকার বাংলাবাজারের সরু গলিতে সকাল থেকেই মানুষের ভিড়। দুই পাশে শতবর্ষী ভবন, মাঝে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ঝুলে পড়া তার—যেন সময় এখানে থমকে আছে। ঠিক এই গলিতে দাঁড়িয়ে ৬২ বছর বয়সী ব্যবসায়ী আবদুল করিম বলেন, ‘ভোট তো দিমু, কিন্তু বদল কি হইব? এইটাই প্রশ্ন।’
৩ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিজয়ী করতে দৃঢ় ও কঠোর অবস্থানে গেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শেষ পর্যন্ত গতকাল শনিবার এই আসনের দুই উপজেলা ও একটি পৌর শাখার দলীয়
১৮ মিনিট আগে
নির্বাচন কমিশনে (ইসি) শুনানির এক পর্যায়ে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) বাগ্বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে বাধে হট্টগোল।
৩ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে নাম উল্লেখ না করে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান, তাহলে প্রকৃত অর্থে প্রথমে এককভাবে বাংলাদেশের নাগরিক হন। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। যদি নির্বাচন কমিশন এ ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার...
৪ ঘণ্টা আগে