নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর উদ্যাপন করছে বাংলাদেশ। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিজ দেশে রাজনৈতিক দলগুলোর ভেতরে ঐক্য নেই। বৃহৎ দুটো রাজনৈতিক দল দুটি গ্রহে অবস্থান করছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন নুর। এ সময় অতীতের ভুল পেছনে ফেলে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নুর বলেন, ‘আমাদের অতীতের অনেক ভুল রয়েছে। মানুষের জীবনে ভুল থাকবেই। ইতিহাসে সফলতা ও ব্যর্থতার গল্প থাকবেই। আমরা যদি আগামীতে শান্তি, সম্প্রীতি ও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে চাই। তাহলে রাজনৈতিক দলগুলোর আগে একটা ঐক্য গড়ে তুলতে হবে।’
ডাকসুর সাবেক ভিপি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন থেকে নির্বাচন নিয়ে একটি সংকট রয়েছে। স্বাধীনতার ৫০ বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারিনি। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী করতে হচ্ছে একটি বিনা ভোটের কর্তৃত্ববাদী সরকারের অধীনে। এটা জাতির জন্য লজ্জার।
নুর বলেন, ‘আমরা শুধু এটা বলছি না। আজ আন্তর্জাতিকভাবে স্বাধীনতার ৫০ বছরে যেখানে বাংলাদেশকে স্বীকৃতি দেবে, যেখানে বাংলাদেশ নিয়ে লেখালেখি হবে, যেখানে বাংলাদেশ নিয়ে ডকুমেন্টারি হবে, সেখানে দেখি স্বাধীনতার ৫০ বছরে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আসে।’
নুর বলেন, ‘আমরা দেখি পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রগুলো নিয়ে যখন আমেরিকায় সম্মেলন হয়। ৫০ বছরে আমরা সেই গণতান্ত্রিক সম্মেলনে দাওয়াত পাইনি। এটি স্পষ্ট এক নির্দেশক আমাদের দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানবিক মর্যাদাটুকু নেই। মানবাধিকার লঙ্ঘনের কারণে বিদেশের অনেক কিছুই বন্ধ হয়ে গেছে।’

গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর উদ্যাপন করছে বাংলাদেশ। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিজ দেশে রাজনৈতিক দলগুলোর ভেতরে ঐক্য নেই। বৃহৎ দুটো রাজনৈতিক দল দুটি গ্রহে অবস্থান করছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন নুর। এ সময় অতীতের ভুল পেছনে ফেলে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নুর বলেন, ‘আমাদের অতীতের অনেক ভুল রয়েছে। মানুষের জীবনে ভুল থাকবেই। ইতিহাসে সফলতা ও ব্যর্থতার গল্প থাকবেই। আমরা যদি আগামীতে শান্তি, সম্প্রীতি ও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে চাই। তাহলে রাজনৈতিক দলগুলোর আগে একটা ঐক্য গড়ে তুলতে হবে।’
ডাকসুর সাবেক ভিপি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন থেকে নির্বাচন নিয়ে একটি সংকট রয়েছে। স্বাধীনতার ৫০ বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারিনি। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী করতে হচ্ছে একটি বিনা ভোটের কর্তৃত্ববাদী সরকারের অধীনে। এটা জাতির জন্য লজ্জার।
নুর বলেন, ‘আমরা শুধু এটা বলছি না। আজ আন্তর্জাতিকভাবে স্বাধীনতার ৫০ বছরে যেখানে বাংলাদেশকে স্বীকৃতি দেবে, যেখানে বাংলাদেশ নিয়ে লেখালেখি হবে, যেখানে বাংলাদেশ নিয়ে ডকুমেন্টারি হবে, সেখানে দেখি স্বাধীনতার ৫০ বছরে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আসে।’
নুর বলেন, ‘আমরা দেখি পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রগুলো নিয়ে যখন আমেরিকায় সম্মেলন হয়। ৫০ বছরে আমরা সেই গণতান্ত্রিক সম্মেলনে দাওয়াত পাইনি। এটি স্পষ্ট এক নির্দেশক আমাদের দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানবিক মর্যাদাটুকু নেই। মানবাধিকার লঙ্ঘনের কারণে বিদেশের অনেক কিছুই বন্ধ হয়ে গেছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি দল নানা কৌশলে নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছে। আমরা তাদের সেই সুযোগ দেব না। আজ শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
১২ মিনিট আগে
রাজনৈতিক সংশ্লিষ্টতা থেকে দূরে থাকতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সভাপতি ও মাছরাঙা টিভির বার্তা সম্পাদক রেজওয়ানুল হক রাজা। তিনি বলেছেন, ‘সাংবাদিকেরা রাজনৈতিক সংশ্লিষ্টতা দূর করতে না পারলে আমরা এক হতে পারব না।’
১ ঘণ্টা আগে
বাংলাদেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ‘বৃহত্তর ঐক্য’ বা ‘এক বাক্সে ভোট’ নিশ্চিত করার প্রচেষ্টা দীর্ঘদিনের। ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে সেই সম্ভাবনা তুঙ্গে উঠলেও শেষ পর্যন্ত তা চরম নাটকীয়তায় পর্যবসিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দুই দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ২৩ ও ২৪ জানুয়ারি তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধা ভ্রমণ করবেন।
১৩ ঘণ্টা আগে