নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনকে ‘সরকারের চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে নেতাদের বিরুদ্ধে আবারও চাক্রান্ত শুরু করেছে সরকার। আর এই চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক।’
আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, তা অবান্তর, ভিত্তিহীন ও অমূলক। অভিযোগ গঠন করে মামলার যে রায় দেওয়া হবে, তা হবে প্রতিহিংসামূলক ও ফরমায়েশি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান তথা জিয়া পরিবার এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে সরকার এমন চাক্রান্ত করছে।
দুদকের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, দেশে বিরাজমান সীমাহীন দুর্নীতির মহাতাণ্ডব দুদকের চোখে পড়ে না। বর্তমান সরকারের ছত্রছায়ায় তাদের অনুগত ব্যবসায়ী, আমলা ও নেতা-কর্মীরা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলছে। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দুদক নেয় না। জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে নেতাদের বিরুদ্ধে আবারও চাক্রান্ত শুরু করেছে সরকার। আর এই চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক।
বিএনপির মহাসচিব বলেন, আন্দোলনে ভীতসন্ত্রস্ত হয়ে তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, যাতে করে চলমান আন্দোলনে অংশ নেওয়া নেতা-কর্মীদের মনোবল ভেঙে যায়, তারেক রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তবে এসব করে চলমান আন্দোলন নস্যাৎ করা যাবে না বলেও সরকারকে হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনকে ‘সরকারের চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে নেতাদের বিরুদ্ধে আবারও চাক্রান্ত শুরু করেছে সরকার। আর এই চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক।’
আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, তা অবান্তর, ভিত্তিহীন ও অমূলক। অভিযোগ গঠন করে মামলার যে রায় দেওয়া হবে, তা হবে প্রতিহিংসামূলক ও ফরমায়েশি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান তথা জিয়া পরিবার এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে সরকার এমন চাক্রান্ত করছে।
দুদকের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, দেশে বিরাজমান সীমাহীন দুর্নীতির মহাতাণ্ডব দুদকের চোখে পড়ে না। বর্তমান সরকারের ছত্রছায়ায় তাদের অনুগত ব্যবসায়ী, আমলা ও নেতা-কর্মীরা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলছে। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দুদক নেয় না। জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে নেতাদের বিরুদ্ধে আবারও চাক্রান্ত শুরু করেছে সরকার। আর এই চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক।
বিএনপির মহাসচিব বলেন, আন্দোলনে ভীতসন্ত্রস্ত হয়ে তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, যাতে করে চলমান আন্দোলনে অংশ নেওয়া নেতা-কর্মীদের মনোবল ভেঙে যায়, তারেক রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তবে এসব করে চলমান আন্দোলন নস্যাৎ করা যাবে না বলেও সরকারকে হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আগামীকাল বা পরশুর মধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে
বৈঠকে ডা. শফিকুর রহমান ও ইভারস আইজাবস বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের একজন ক্রিকেটারকে অপমানের মাধ্যমে মূলত পুরো দেশকে অপমান করা হয়েছে।’ ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত। তবে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত।’
৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে