নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সরকার যদি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গড়িমসি করে, তাহলে বুঝতে হবে ‘কুচ কালা হ্যায়’ (কিছু একটা সমস্যা আছে)। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের সমাপনী শেষে তিনি এ কথা বলেন।
তাহের বলেন, ‘জুলাই সনদকে যদি আইনগত ভিত্তি দেওয়া না হয় এবং এখন থেকে এটা বাস্তবায়নের প্রভাব যদি মাঠে না থাকে, তাহলে আমরা যত জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি এটার কোনো প্রতিফলন হবে না। এটাই আমাদের মূল বিষয়।’
তিনি এই প্রস্তাবগুলোর আইনগত ভিত্তি দেওয়ার জন্য কয়েকটি বিকল্প পদ্ধতির কথা উল্লেখ করেন। যেমন, গণভোট, অধ্যাদেশ জারি অথবা গেজেটের মাধ্যমে আইনি মর্যাদা দেওয়া। তিনি বলেন, ‘আমাদের মূল কথা হচ্ছে এটাকে আইনি মর্যাদা দিতে হবে এবং সেই মর্যাদার ভিত্তিতে এখন থেকেই ঐকমত্যের বিষয়গুলো মাঠে কার্যকর থাকবে।’
তাহের মনে করেন, সরকার এখানে আইনি ভিত্তি দেওয়ার জন্য আন্তরিকতার পরিচয় দেবে এবং সেই অনুযায়ী উদ্যোগ নেবে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে কোনো গড়িমসি হয়, তাহলে বোঝা যাবে এর ভেতরে ‘কুচ কালা হ্যায়’। এর পেছনে কিছু কালো দাগ আছে এবং এর পেছনে ষড়যন্ত্র আছে।
তিনি আরও বলেন, ‘সংস্কারকে বিলম্ব করা, সংস্কারকে আইনি ভিত্তি দেওয়া বা না দেওয়া নিয়ে এড়িয়ে যাওয়ার যে প্রবণতা, এটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে এক ধরনের ষড়যন্ত্র কিনা, এ ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। সংস্কারের বিষয়ে যারা যত দেরি করবে, তারাই মূলত নির্বাচনকে অনিশ্চিত করার জন্য দায়ী থাকবে।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সরকার যদি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গড়িমসি করে, তাহলে বুঝতে হবে ‘কুচ কালা হ্যায়’ (কিছু একটা সমস্যা আছে)। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের সমাপনী শেষে তিনি এ কথা বলেন।
তাহের বলেন, ‘জুলাই সনদকে যদি আইনগত ভিত্তি দেওয়া না হয় এবং এখন থেকে এটা বাস্তবায়নের প্রভাব যদি মাঠে না থাকে, তাহলে আমরা যত জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি এটার কোনো প্রতিফলন হবে না। এটাই আমাদের মূল বিষয়।’
তিনি এই প্রস্তাবগুলোর আইনগত ভিত্তি দেওয়ার জন্য কয়েকটি বিকল্প পদ্ধতির কথা উল্লেখ করেন। যেমন, গণভোট, অধ্যাদেশ জারি অথবা গেজেটের মাধ্যমে আইনি মর্যাদা দেওয়া। তিনি বলেন, ‘আমাদের মূল কথা হচ্ছে এটাকে আইনি মর্যাদা দিতে হবে এবং সেই মর্যাদার ভিত্তিতে এখন থেকেই ঐকমত্যের বিষয়গুলো মাঠে কার্যকর থাকবে।’
তাহের মনে করেন, সরকার এখানে আইনি ভিত্তি দেওয়ার জন্য আন্তরিকতার পরিচয় দেবে এবং সেই অনুযায়ী উদ্যোগ নেবে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে কোনো গড়িমসি হয়, তাহলে বোঝা যাবে এর ভেতরে ‘কুচ কালা হ্যায়’। এর পেছনে কিছু কালো দাগ আছে এবং এর পেছনে ষড়যন্ত্র আছে।
তিনি আরও বলেন, ‘সংস্কারকে বিলম্ব করা, সংস্কারকে আইনি ভিত্তি দেওয়া বা না দেওয়া নিয়ে এড়িয়ে যাওয়ার যে প্রবণতা, এটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে এক ধরনের ষড়যন্ত্র কিনা, এ ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। সংস্কারের বিষয়ে যারা যত দেরি করবে, তারাই মূলত নির্বাচনকে অনিশ্চিত করার জন্য দায়ী থাকবে।’

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারাসহ ৫১ জন। গতকাল শনিবার প্রথম দিন ৭০টি আবেদনের শুনানিতে ৫২টি মঞ্জুর করেছে নির্বাচন
২ ঘণ্টা আগে
নামের আগে ‘মাননীয়’ বলতে বারণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বনানীর হোটেল শেরাটনে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই অনুরোধ করেন। তারেক রহমান বলেন, ‘আমার নামের আগে “মাননীয়” বলবেন না।’
৩ ঘণ্টা আগে
বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই বলে অভিযোগ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। আজ শনিবার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশানের কার্যালয়ে দুজনের সাক্ষাৎ হয়।
৪ ঘণ্টা আগে