ঢাবি প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে কর্মপরিধি বাড়াতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে আটটি নতুন পদের সংযোজন করা হয়েছে। সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন জানান, একই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে, স্বল্প সময়ের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আটটি পদ সংযোজনের কথা জানানো হয়।
নতুন পদগুলো হলো—অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখে সম্পাদকীয় পদগুলো সংযুক্ত করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগে নতুন আটটি পদের সৃষ্টি ছাত্র রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে। আমরা বাংলাদেশে স্মার্ট ছাত্র রাজনীতি তৈরি করতে চাচ্ছি। ছাত্র রাজনীতি মডার্ন থিংকিং করুক, ছাত্র রাজনীতির কর্মপরিধি আরও বিস্তৃত হোক। বর্তমান সময়ে তরুণেরা চ্যালেঞ্জ মোকাবিলা করে ওতপ্রোতভাবে জড়িত বিষয়গুলো সম্পৃক্ত করতে চেয়েছি। সব সময় পরিবর্তনের সুরকে আত্মস্থ করতে হবে।’
সাদ্দাম হোসেন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে এটি করেছি। আমাদের যে গণতান্ত্রিক বিধিবিধান রয়েছে—আকার অপরিবর্তিত থাকবে। কেন্দ্রীয় কমিটির সভা হবে সেখানে বিষয়টি উত্থাপন করা হবে। পরবর্তী যে ধাপ আসবে সেটি ক্রমান্বয়ে করা হবে। গঠনতন্ত্রে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পদ সুনির্দিষ্ট করা আছে। অন্যান্য পদ প্রত্যেক কমিটি সমন্বয়ের সুবিধার্থে সংযোজন-বিয়োজন করা যায়। তবে আকারের কোনো পরিবর্তন হবে না বলে উল্লেখ করেন ছাত্রলীগ সভাপতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে কর্মপরিধি বাড়াতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে আটটি নতুন পদের সংযোজন করা হয়েছে। সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন জানান, একই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে, স্বল্প সময়ের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আটটি পদ সংযোজনের কথা জানানো হয়।
নতুন পদগুলো হলো—অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখে সম্পাদকীয় পদগুলো সংযুক্ত করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগে নতুন আটটি পদের সৃষ্টি ছাত্র রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে। আমরা বাংলাদেশে স্মার্ট ছাত্র রাজনীতি তৈরি করতে চাচ্ছি। ছাত্র রাজনীতি মডার্ন থিংকিং করুক, ছাত্র রাজনীতির কর্মপরিধি আরও বিস্তৃত হোক। বর্তমান সময়ে তরুণেরা চ্যালেঞ্জ মোকাবিলা করে ওতপ্রোতভাবে জড়িত বিষয়গুলো সম্পৃক্ত করতে চেয়েছি। সব সময় পরিবর্তনের সুরকে আত্মস্থ করতে হবে।’
সাদ্দাম হোসেন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে এটি করেছি। আমাদের যে গণতান্ত্রিক বিধিবিধান রয়েছে—আকার অপরিবর্তিত থাকবে। কেন্দ্রীয় কমিটির সভা হবে সেখানে বিষয়টি উত্থাপন করা হবে। পরবর্তী যে ধাপ আসবে সেটি ক্রমান্বয়ে করা হবে। গঠনতন্ত্রে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পদ সুনির্দিষ্ট করা আছে। অন্যান্য পদ প্রত্যেক কমিটি সমন্বয়ের সুবিধার্থে সংযোজন-বিয়োজন করা যায়। তবে আকারের কোনো পরিবর্তন হবে না বলে উল্লেখ করেন ছাত্রলীগ সভাপতি।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১৫ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৭ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৮ ঘণ্টা আগে