নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এই বৈঠকে অংশ নেন।
এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘মূলত দুই দেশের মধ্যে সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার, আইনের শাসনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।’
বাংলাদেশের অবস্থা সম্পর্কে বিএনপির পক্ষ থেকে কী জানানো হয়েছে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের অবস্থা সম্পর্কে তো নতুন করে বলার কিছু নাই। সবাই জানে, এগুলো আর বলতে হয় না।’
খসরু বলেন, ‘বিএনপির অবস্থান আমরা তুলে ধরেছি, যেটা আমরা জনসমক্ষে বলি, তাই বলেছি। এতে লুকোচুরি কিছু ছিল না।’
তুরস্কের রাষ্ট্রদূত কী বলেছেন জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘কী বলেছেন, সেটা তো বলা যাবে না।’
নির্বাচন নিয়ে কী কথা হয়েছে—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে আর সবাই যেমনটা জানতে চান, তুরস্কের পক্ষ থেকেও তেমনটাই জানতে চাওয়া হয়। রাষ্ট্রদূত জানতে চেয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়ে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, সেটাই তাঁকে জানানো হয়েছে।

তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এই বৈঠকে অংশ নেন।
এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘মূলত দুই দেশের মধ্যে সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার, আইনের শাসনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।’
বাংলাদেশের অবস্থা সম্পর্কে বিএনপির পক্ষ থেকে কী জানানো হয়েছে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের অবস্থা সম্পর্কে তো নতুন করে বলার কিছু নাই। সবাই জানে, এগুলো আর বলতে হয় না।’
খসরু বলেন, ‘বিএনপির অবস্থান আমরা তুলে ধরেছি, যেটা আমরা জনসমক্ষে বলি, তাই বলেছি। এতে লুকোচুরি কিছু ছিল না।’
তুরস্কের রাষ্ট্রদূত কী বলেছেন জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘কী বলেছেন, সেটা তো বলা যাবে না।’
নির্বাচন নিয়ে কী কথা হয়েছে—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে আর সবাই যেমনটা জানতে চান, তুরস্কের পক্ষ থেকেও তেমনটাই জানতে চাওয়া হয়। রাষ্ট্রদূত জানতে চেয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়ে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, সেটাই তাঁকে জানানো হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
১০ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
১১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
১৪ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কথিত একটি রাজনৈতিক দল, যারা কোনো দিনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারা সহিংসতা করে নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে। কারণ, তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। দল (বিএনপি) তাদের চক্রান্তে পা দেবে না।
১৫ ঘণ্টা আগে