নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংস্কারের বিষয়ে আর কোনো সংকট দেখছে না বিএনপি। এই অবস্থায় চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব বলে মনে করছে দলটি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই। সবাই সবার মতামত দিয়েছে। ঐকমত্য কোথায় কোথায় হয়েছে, তা জানতে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, নির্বাচন অনুষ্ঠানে ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও প্রয়োজন পড়ে না। ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব।’
আজ রোববার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘নির্বাচনের দিনক্ষণ নিয়ে অস্পষ্টতা দেশের রাজনীতির মাঠে একটা সন্দেহ ও সংশয় তৈরি করেছে। এই অবস্থায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আমরা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই।’
নুর বলেন, ‘যেহেতু এখন পর্যন্ত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হয়নি, সেহেতু আমরা মনে করি, আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। দেশে এখন নানা ধরনের ষড়যন্ত্র ও তৎপরতা রয়েছে। একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। আমরা মনে করি, দেশের ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। ডিসেম্বরের পরে নির্বাচন হলে সেটা দেশে আরেকটা সংকট তৈরি করতে পারে। আমাদের পরিষ্কার দাবি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ের মাসে গণতন্ত্রের বিজয় উদ্যাপন করতে চাই।’
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অংশ নেন।
এর আগে রাজধানীর একটি হোটেলে বাম দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির এই তিন নেতা। এ সময় সংস্কার ও নির্বাচনকে প্রতিপক্ষ না বানিয়ে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যতগুলো সংস্কার দরকার, তা করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বামের নেতারা।
এর আগে গতকাল শনিবার ১২-দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক করে বিএনপি। এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার বিকেলে ও সন্ধ্যায় লেবার পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

সংস্কারের বিষয়ে আর কোনো সংকট দেখছে না বিএনপি। এই অবস্থায় চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব বলে মনে করছে দলটি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই। সবাই সবার মতামত দিয়েছে। ঐকমত্য কোথায় কোথায় হয়েছে, তা জানতে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, নির্বাচন অনুষ্ঠানে ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও প্রয়োজন পড়ে না। ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব।’
আজ রোববার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘নির্বাচনের দিনক্ষণ নিয়ে অস্পষ্টতা দেশের রাজনীতির মাঠে একটা সন্দেহ ও সংশয় তৈরি করেছে। এই অবস্থায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আমরা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই।’
নুর বলেন, ‘যেহেতু এখন পর্যন্ত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হয়নি, সেহেতু আমরা মনে করি, আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। দেশে এখন নানা ধরনের ষড়যন্ত্র ও তৎপরতা রয়েছে। একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। আমরা মনে করি, দেশের ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। ডিসেম্বরের পরে নির্বাচন হলে সেটা দেশে আরেকটা সংকট তৈরি করতে পারে। আমাদের পরিষ্কার দাবি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ের মাসে গণতন্ত্রের বিজয় উদ্যাপন করতে চাই।’
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অংশ নেন।
এর আগে রাজধানীর একটি হোটেলে বাম দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির এই তিন নেতা। এ সময় সংস্কার ও নির্বাচনকে প্রতিপক্ষ না বানিয়ে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যতগুলো সংস্কার দরকার, তা করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বামের নেতারা।
এর আগে গতকাল শনিবার ১২-দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক করে বিএনপি। এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার বিকেলে ও সন্ধ্যায় লেবার পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
৯ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কথিত একটি রাজনৈতিক দল, যারা কোনো দিনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারা সহিংসতা করে নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে। কারণ, তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। দল (বিএনপি) তাদের চক্রান্তে পা দেবে না।
১০ ঘণ্টা আগে