নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ রোববার ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলাও অংশ নেন।
বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে জাপা মহাসচিব আজকের পত্রিকাকে জানান, বৈঠকে সমকালীন রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে। এসব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচন নিয়ে জাতীয় পার্টির ভাবনার বিষয়ে জানতে চান রাষ্ট্রদূতেরা। ভোটগ্রহণের পদ্ধতি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কি সমস্যা জানতে চান তারা। এই জিজ্ঞাসার বিপরীতে ইভিএম এর বিষয়ে আপত্তি জানিয়ে জাপার পক্ষ থেকে বলা হয়, ইভিএম এ ভোটগ্রহণ জাপা বিশ্বাস করে না। জাপা বিশ্বাস করে এই পদ্ধতিতে ভোট হলে কারচুপির অবারিত সুযোগ রয়েছে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশের অন্যতম বিরোধী দল বিএনপি আন্দোলন করছে। এই দাবির বিষয়ে জাতীয় পার্টির অবস্থানও জানতে চান রাষ্ট্রদূতেরা-এমনটা জানিয়ে চুন্নু বলেন, ‘আমরা বলেছি জাতীয় পার্টি বরাবরই তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে। কারণ বিএনপি এবং আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আমরা মনে করি নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ হলে নির্বাচন কমিশনকে পরিপূর্ণ স্বাধীনতা দিলে দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’
এদিকে বৈঠক নিয়ে ইইউর ঢাকা মিশন এক টুইট বার্তায় জানিয়েছে, ইইউর মিশন প্রধানেরা বাংলাদেশের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছে। আজ আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে আলোচনা করেছি।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ছাড়াও জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতাসহ আরও কয়েকজন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ রোববার ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলাও অংশ নেন।
বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে জাপা মহাসচিব আজকের পত্রিকাকে জানান, বৈঠকে সমকালীন রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে। এসব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচন নিয়ে জাতীয় পার্টির ভাবনার বিষয়ে জানতে চান রাষ্ট্রদূতেরা। ভোটগ্রহণের পদ্ধতি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কি সমস্যা জানতে চান তারা। এই জিজ্ঞাসার বিপরীতে ইভিএম এর বিষয়ে আপত্তি জানিয়ে জাপার পক্ষ থেকে বলা হয়, ইভিএম এ ভোটগ্রহণ জাপা বিশ্বাস করে না। জাপা বিশ্বাস করে এই পদ্ধতিতে ভোট হলে কারচুপির অবারিত সুযোগ রয়েছে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশের অন্যতম বিরোধী দল বিএনপি আন্দোলন করছে। এই দাবির বিষয়ে জাতীয় পার্টির অবস্থানও জানতে চান রাষ্ট্রদূতেরা-এমনটা জানিয়ে চুন্নু বলেন, ‘আমরা বলেছি জাতীয় পার্টি বরাবরই তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে। কারণ বিএনপি এবং আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আমরা মনে করি নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ হলে নির্বাচন কমিশনকে পরিপূর্ণ স্বাধীনতা দিলে দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’
এদিকে বৈঠক নিয়ে ইইউর ঢাকা মিশন এক টুইট বার্তায় জানিয়েছে, ইইউর মিশন প্রধানেরা বাংলাদেশের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছে। আজ আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে আলোচনা করেছি।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ছাড়াও জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতাসহ আরও কয়েকজন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতার জন্য দায়িত্ব পালনকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবার উদ্দেশে তিনি বলেছেন, ‘গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন...
২৪ মিনিট আগে
সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য জিয়া উদ্যানসংলগ্ন সদ্যপ্রয়াত খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা জানানো। সবার জন্য উন্মুক্ত করার পর দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মোনাজাত করেন রুহের মাগফিরাত কামনা করে।
২৭ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হয়ে জামায়াত আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় আমরা বলেছি, দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও ইনশা আল্লাহ একসঙ্গে কাজ করব। তারেক রহমানসহ উপস্থিত বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও করেছি।’
২ ঘণ্টা আগে