নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বৈঠক নিয়ে আমরা (বিএনপি) সন্তুষ্ট।’
সব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজকে এগিয়ে নিয়ে যাব।’
আজ শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়, শেষ হয় সকাল সাড়ে ১০টায়। বৈঠক শেষ করেই বাসার উদ্দেশে রওনা হন তারেক রহমান।
আমীর খসরু বলেন, ‘আমাদের মধ্যে সিদ্ধান্ত আছে যে, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে। ঐকমত্যের ভিত্তিতে আমরা জুলাই সনদ ও সংস্কার—দুটাই করব।’
সংস্কার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সংস্কার বিষয়ে আমরা সবাই একই কথা বলেছি। যে বিষয়গুলোতে ঐকমত্য হবে, সে বিষয়গুলোতে সংস্কার হবে। সংস্কারের বিষয়টা তো চলমান প্রক্রিয়া। এমন না যে সব সংস্কার এখনই শেষ করতে হবে। নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে, যেখানে ঐকমত্য হবে। আর নির্বাচনের পরেও এটা অব্যাহত থাকবে। আগে-পরে সংস্কার চলতে থাকবে।’
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে খসরু বলেন, ‘এটা নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। তারেক রহমান যখন ইচ্ছা দেশে ফিরবেন। এটার সিদ্ধান্ত উনিই নেবেন।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বৈঠক নিয়ে আমরা (বিএনপি) সন্তুষ্ট।’
সব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজকে এগিয়ে নিয়ে যাব।’
আজ শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়, শেষ হয় সকাল সাড়ে ১০টায়। বৈঠক শেষ করেই বাসার উদ্দেশে রওনা হন তারেক রহমান।
আমীর খসরু বলেন, ‘আমাদের মধ্যে সিদ্ধান্ত আছে যে, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে। ঐকমত্যের ভিত্তিতে আমরা জুলাই সনদ ও সংস্কার—দুটাই করব।’
সংস্কার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সংস্কার বিষয়ে আমরা সবাই একই কথা বলেছি। যে বিষয়গুলোতে ঐকমত্য হবে, সে বিষয়গুলোতে সংস্কার হবে। সংস্কারের বিষয়টা তো চলমান প্রক্রিয়া। এমন না যে সব সংস্কার এখনই শেষ করতে হবে। নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে, যেখানে ঐকমত্য হবে। আর নির্বাচনের পরেও এটা অব্যাহত থাকবে। আগে-পরে সংস্কার চলতে থাকবে।’
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে খসরু বলেন, ‘এটা নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। তারেক রহমান যখন ইচ্ছা দেশে ফিরবেন। এটার সিদ্ধান্ত উনিই নেবেন।’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
৪ ঘণ্টা আগে
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমের কাছে এ কথা জানান তিনি।
৯ ঘণ্টা আগে