Ajker Patrika

দিনের ছবি (২৩ অক্টোবর, ২০২৩)

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ২৩: ৩৩
ফসলের মাঠ থেকে রাস্তায় আসতে ছোট জলাশয়, তার ওপর সাঁকো। মাথায় ধানের বোঝা নিয়ে সেই বাঁশের সাঁকো পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন কৃষক। সিংগাইর নতুন বাজার এলাকা, মানিকগঞ্জ, ২৩ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
ফসলের মাঠ থেকে রাস্তায় আসতে ছোট জলাশয়, তার ওপর সাঁকো। মাথায় ধানের বোঝা নিয়ে সেই বাঁশের সাঁকো পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন কৃষক। সিংগাইর নতুন বাজার এলাকা, মানিকগঞ্জ, ২৩ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
রাতে রূপের ডালি মেলে দেওয়া শিউলি ফুল ভোর হওয়ার আগেই ঝরে পড়ে। ভোরের আলোয় দৃশ্যমান হয় শিউলি বিছানো পথ। ঝরে পড়া ফুল গাছে থাকা ফুলের মতোই তরতাজা। ঘ্রাণটাও চমৎকার। ঘিওরের রাথুরা এলাকা, মানিকগঞ্জ, ২৩ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
রাতে রূপের ডালি মেলে দেওয়া শিউলি ফুল ভোর হওয়ার আগেই ঝরে পড়ে। ভোরের আলোয় দৃশ্যমান হয় শিউলি বিছানো পথ। ঝরে পড়া ফুল গাছে থাকা ফুলের মতোই তরতাজা। ঘ্রাণটাও চমৎকার। ঘিওরের রাথুরা এলাকা, মানিকগঞ্জ, ২৩ অক্টোবর ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক
হেমন্ত শুরু হতেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। ভোরে গ্রামের মাঠ, পথ-ঘাট ঢেকে যাচ্ছে কুয়াশায়। শিশিরে ভেজা ধানের জমিতে কীটনাশক স্প্রে করছেন এক কৃষক। পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন ভড়ুয়া পাড়া এলাকা, রাজশাহী, ২৩ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ
হেমন্ত শুরু হতেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। ভোরে গ্রামের মাঠ, পথ-ঘাট ঢেকে যাচ্ছে কুয়াশায়। শিশিরে ভেজা ধানের জমিতে কীটনাশক স্প্রে করছেন এক কৃষক। পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন ভড়ুয়া পাড়া এলাকা, রাজশাহী, ২৩ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ
শীতকালীন শাক-সবজি চাষের জন্য গরু দিয়ে বাড়ির পাশের জমি প্রস্তুত করছেন করছেন এক কৃষক। সখীপুরের প্রতিমা বংকী গ্রাম, টাঙ্গাইল, ২৩ অক্টোবর ২০২৩। ছবি: সাইফুল ইসলাম সানি
শীতকালীন শাক-সবজি চাষের জন্য গরু দিয়ে বাড়ির পাশের জমি প্রস্তুত করছেন করছেন এক কৃষক। সখীপুরের প্রতিমা বংকী গ্রাম, টাঙ্গাইল, ২৩ অক্টোবর ২০২৩। ছবি: সাইফুল ইসলাম সানি
বর্ষার ফুল হিসেবে পরিচিত কদমের। তবে ব্যতিক্রমও চোখে পড়ে। এই যেমন হেমন্তেও এক গাছে ফুটে থাকতে দেখা যায় কদম ফুল। নগরীর সাগরপাড় এলাকা, রাজশাহী, ২৩ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ
বর্ষার ফুল হিসেবে পরিচিত কদমের। তবে ব্যতিক্রমও চোখে পড়ে। এই যেমন হেমন্তেও এক গাছে ফুটে থাকতে দেখা যায় কদম ফুল। নগরীর সাগরপাড় এলাকা, রাজশাহী, ২৩ অক্টোবর ২০২৩। ছবি: মিলন শেখ

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত