শহীদুজ্জামান সেলিম

সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটছে, যার কারণে নিজের সম্মান নিয়ে শঙ্কায় পড়ে গেছি। নানা সময়ে নানাজন গ্রেপ্তার হচ্ছে। আর ঘোষণা দেওয়া হচ্ছে—মডেল গ্রেপ্তার, অভিনেত্রী গ্রেপ্তার। এখন তো এত এত মিডিয়া। টিভি, প্রিন্ট, ওটিটি, অনলাইন, আবার শুনি টিকটক করেও নাকি মডেল হয়ে যায় অনেকেই।
এসব লোক যখন অপকর্ম করে আইনের হাতে ধরা পড়ে এবং নিজেকে মডেল বা অভিনেতা বলে পরিচয় দেয়, তখন অভিনেতা হিসেবে নিজের দীর্ঘ ক্যারিয়ারের সম্মান নিয়ে শঙ্কিত হয়ে পড়ি আমি। নিউজের ক্ষেত্রে আমি বলব, যাঁরা সাংবাদিকতা করেন, তাঁরা তো জানেন কার কাজের অভিজ্ঞতা কতটুকু, কে আসলেই মডেল আর কে নাম ভাঙিয়ে খায়। যদি নিউজে বলা হয়, ‘যিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি নিজেকে মডেল দাবি করছেন’, তাহলেই কি বিষয়টা পরিষ্কার হয় না? নইলে অভিনেতা হিসেবে আমাদের সম্মানের যে জায়গাটা তৈরি হয়েছে, সে জায়গাটা ক্ষুণ্ণ হয়। এটা শুধু অভিনেতাদের বেলায়ই বলছি না, যেকোনো পেশার ক্ষেত্রে এটা সত্য।
সংবাদ পরিবেশনেও আমাদের আরও সংবেদনশীল হওয়া উচিত। সতর্ক হওয়া উচিত। এই যে এখন একজন অভিনেত্রী গ্রেপ্তার হওয়া নিয়ে মিডিয়া যেভাবে সংবাদ পরিবেশনে বাড়াবাড়ি করছে, সেটা চোখে লাগে। আমাদের এত সুন্দর একটা দেশ, এত এত সাফল্য, কত উন্নয়নকাজ হচ্ছে, সেসব নিয়েই তো বড় নিউজ হতে পারে।
আরেকটা বিষয় না বলে পারছি না। কেউ একজন গ্রেপ্তার হচ্ছেন, তিনি কতটা দোষ করেছেন, তাঁর শাস্তি কী হওয়া উচিত—এ রায় দেবেন আদালত। আমরা ওই ট্রায়াল না করে মিডিয়া ট্রায়াল বেশি করে ফেলছি। আদালতের রায়ের আগেই মানুষজন যেভাবে গ্রেপ্তার হওয়া মানুষটাকে অপমানিত করছে, তাতে গ্রেপ্তারের দিন থেকেই তিনি শাস্তি পেতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তো যেসব কাণ্ড ঘটে, তা বলার অপেক্ষা রাখে না। কাজেই আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক হতে হবে।

সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটছে, যার কারণে নিজের সম্মান নিয়ে শঙ্কায় পড়ে গেছি। নানা সময়ে নানাজন গ্রেপ্তার হচ্ছে। আর ঘোষণা দেওয়া হচ্ছে—মডেল গ্রেপ্তার, অভিনেত্রী গ্রেপ্তার। এখন তো এত এত মিডিয়া। টিভি, প্রিন্ট, ওটিটি, অনলাইন, আবার শুনি টিকটক করেও নাকি মডেল হয়ে যায় অনেকেই।
এসব লোক যখন অপকর্ম করে আইনের হাতে ধরা পড়ে এবং নিজেকে মডেল বা অভিনেতা বলে পরিচয় দেয়, তখন অভিনেতা হিসেবে নিজের দীর্ঘ ক্যারিয়ারের সম্মান নিয়ে শঙ্কিত হয়ে পড়ি আমি। নিউজের ক্ষেত্রে আমি বলব, যাঁরা সাংবাদিকতা করেন, তাঁরা তো জানেন কার কাজের অভিজ্ঞতা কতটুকু, কে আসলেই মডেল আর কে নাম ভাঙিয়ে খায়। যদি নিউজে বলা হয়, ‘যিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি নিজেকে মডেল দাবি করছেন’, তাহলেই কি বিষয়টা পরিষ্কার হয় না? নইলে অভিনেতা হিসেবে আমাদের সম্মানের যে জায়গাটা তৈরি হয়েছে, সে জায়গাটা ক্ষুণ্ণ হয়। এটা শুধু অভিনেতাদের বেলায়ই বলছি না, যেকোনো পেশার ক্ষেত্রে এটা সত্য।
সংবাদ পরিবেশনেও আমাদের আরও সংবেদনশীল হওয়া উচিত। সতর্ক হওয়া উচিত। এই যে এখন একজন অভিনেত্রী গ্রেপ্তার হওয়া নিয়ে মিডিয়া যেভাবে সংবাদ পরিবেশনে বাড়াবাড়ি করছে, সেটা চোখে লাগে। আমাদের এত সুন্দর একটা দেশ, এত এত সাফল্য, কত উন্নয়নকাজ হচ্ছে, সেসব নিয়েই তো বড় নিউজ হতে পারে।
আরেকটা বিষয় না বলে পারছি না। কেউ একজন গ্রেপ্তার হচ্ছেন, তিনি কতটা দোষ করেছেন, তাঁর শাস্তি কী হওয়া উচিত—এ রায় দেবেন আদালত। আমরা ওই ট্রায়াল না করে মিডিয়া ট্রায়াল বেশি করে ফেলছি। আদালতের রায়ের আগেই মানুষজন যেভাবে গ্রেপ্তার হওয়া মানুষটাকে অপমানিত করছে, তাতে গ্রেপ্তারের দিন থেকেই তিনি শাস্তি পেতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তো যেসব কাণ্ড ঘটে, তা বলার অপেক্ষা রাখে না। কাজেই আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক হতে হবে।

‘বিচারের বাণী নিভৃতে কাঁদে’ প্রবাদটিই যেন সত্যে প্রমাণিত হতে চলেছে খুলনা নগরের উপকণ্ঠে রূপসা সেতুর নিকটবর্তী মাথাভাঙ্গা মৌজার ৩২টি দরিদ্র ও শ্রমজীবী পরিবারের মানুষের কাছে। কারণ, এখানে বসবাসরত পরিবারগুলোর জমি জবরদখলের অভিযোগ উঠেছে। জায়গাটি একসময় বিরান ভূমি ছিল।
১৪ ঘণ্টা আগে
নির্বাচনের আমেজে ভাসছে দেশ। তারপরও কেমন যেন একটা চাপা আতঙ্ক বিরাজ করছে মানুষের মনে। কী হবে সামনে, তা নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তকও নির্দ্বিধায় কোনো মন্তব্য করতে পারবেন বলে মনে হয় না। নির্বাচন কি সেই হতাশাজনক পরিস্থিতিকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে?
১৪ ঘণ্টা আগে
জানুয়ারি মাস চলছে নতুন বছরের। আর ২৭ দিন পরেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের দাবি, এই নির্বাচন হবে ইতিহাসের অন্যতম একটা গ্রহণযোগ্য নির্বাচন। সুষ্ঠু তো বটেই। তাদের আরও দাবি হলো, বিগত ১৭ বছরে যা হয়নি এক বছর কয়েক মাসে সেটা করে দেখিয়েছে অন্তর্বর্তী সরকার।
১৫ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূ ধর্ষণের ঘটনার পর প্রশ্ন ওঠে—দেশের কোথায় আজ নারীরা নিরাপদ? শুধু কি নারী? কোন কারণে কোথায় কে কখন হবেন গণপিটুনির শিকার, কাকে রাস্তায় ধরে কারও দোসর নাম দিয়ে হত্যা করা হবে, তা নিয়ে শঙ্কিত দেশের মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে, যখন কোথাও...
২ দিন আগে