কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর মত পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মনে করে যুক্তরাষ্ট্র। নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বৃহস্পতিবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
বাংলাদেশে চার দিনের সফরে আসা উজরা জেয়া বুধবার কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির সরেজমিন পরিদর্শন করেন। সেখানে সরকার, আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের পর মার্কিন এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের ‘জেনেবুঝে, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায়’ মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য পরিবেশ তৈরির যে চেষ্টা চলছে, তা সমর্থন করে। তবে তেমন পরিবেশ এখনো তৈরি হয়নি।
উজরা জেয়া বলেন, যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও মিয়ানমারে অবস্থিত একই সম্প্রদায়ের সদস্য ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরও ৭ কোটি ৪০ লাখ ডলার দেবে। এই ৭ কোটি ৪০ লাখ ডলার ২০১৭ সাল থেকে এ পর্যন্ত দেওয়া ২১০ কোটি ডলারের অতিরিক্ত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে উজরা জেয়ার বৃহস্পতিবারের বৈঠকগুলোয় বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তোলা হয়।
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব মার্কিন এই কর্মকর্তাকে জানান, আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ বিপদে আছে। তাদের অনেকে খুনোখুনি, মানবপাচার ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। কক্সবাজারে বছরের পর বছর তাদের অবস্থান আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাদের যত তাড়াতাড়ি সম্ভব রাখাইনে ফেরত পাঠানো দরকার।
পররাষ্ট্রসচিব প্রেস ব্রিফিংয়ে বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ বেশি জোর দিচ্ছে।
চীনের মাধ্যমে ত্রিপক্ষীয় ব্যবস্থায় পরীক্ষামূলকভাবে অল্পসংখ্যক রোহিঙ্গাকে ফেরত পাঠানোর যে চেষ্টা চলছে, সে বিষয়ে মার্কিন এই কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর মত পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মনে করে যুক্তরাষ্ট্র। নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বৃহস্পতিবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
বাংলাদেশে চার দিনের সফরে আসা উজরা জেয়া বুধবার কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির সরেজমিন পরিদর্শন করেন। সেখানে সরকার, আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের পর মার্কিন এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের ‘জেনেবুঝে, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায়’ মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য পরিবেশ তৈরির যে চেষ্টা চলছে, তা সমর্থন করে। তবে তেমন পরিবেশ এখনো তৈরি হয়নি।
উজরা জেয়া বলেন, যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও মিয়ানমারে অবস্থিত একই সম্প্রদায়ের সদস্য ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরও ৭ কোটি ৪০ লাখ ডলার দেবে। এই ৭ কোটি ৪০ লাখ ডলার ২০১৭ সাল থেকে এ পর্যন্ত দেওয়া ২১০ কোটি ডলারের অতিরিক্ত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে উজরা জেয়ার বৃহস্পতিবারের বৈঠকগুলোয় বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তোলা হয়।
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব মার্কিন এই কর্মকর্তাকে জানান, আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ বিপদে আছে। তাদের অনেকে খুনোখুনি, মানবপাচার ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। কক্সবাজারে বছরের পর বছর তাদের অবস্থান আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাদের যত তাড়াতাড়ি সম্ভব রাখাইনে ফেরত পাঠানো দরকার।
পররাষ্ট্রসচিব প্রেস ব্রিফিংয়ে বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ বেশি জোর দিচ্ছে।
চীনের মাধ্যমে ত্রিপক্ষীয় ব্যবস্থায় পরীক্ষামূলকভাবে অল্পসংখ্যক রোহিঙ্গাকে ফেরত পাঠানোর যে চেষ্টা চলছে, সে বিষয়ে মার্কিন এই কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

রাষ্ট্রীয়ভাবে তামাকমুক্ত ভবিষ্যতের পক্ষে অবস্থান নেওয়া হলেও নামমাত্র বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির যুক্তিতে দেশে তামাকজাতীয় পণ্য ‘নিকোটিন পাউচ’ উৎপাদনের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর কারখানার অনুমোদন দেওয়া হলে তা প্রচলিত আইন ও সরকারের ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে বলে আগে থেকেই সতর্ক করে...
১১ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
১১ ঘণ্টা আগে
ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। সেইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।
১৩ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বর্তমানে আলোচনা...
১৩ ঘণ্টা আগে